Friday, May 17, 2024
Homeশিক্ষাসাহিত্যে মুসলমানদের অবদান আলোচনা করুন।

সাহিত্যে মুসলমানদের অবদান আলোচনা করুন।

প্রশ্ন: সাহিত্যে মুসলমানদের অবদান আলোচনা করুন। বিষয়: IST-512 : Muslim Contribution to Science and Technology কোর্স: এমএ ইন ইসলামিক স্টাডিজ (১ম পর্ব)



ভূমিকা

সাহিত্য কলা মানব সভ্যতার দর্পণ। সাহিত্য কলায় ইসলাম ও মুসলমানের অবদান কম নয়। সাহিত্যকে সুন্দর, সুষমামণ্ডিত ও পরিশীলিত ধারায় ব্যঞ্জনা দিয়েছে ইসলাম। ইসলামের আগেকার আরব সাহিত্য বা অন্য যে কোন সাহিত্যের প্রতি তাকালে দেখা যাবে সাহিত্যের নামে যা কিছু ছিল, তা অত্যন্ত ক্লেদাক্ত ও কলুষিত। ইসলাম এসে সাহিত্য অঙ্গনকে যাবতীয় কলুষ-কালিমা ও ক্লেদ থেকে পূত-পরিচ্ছন্ন মানবিক-নৈতিক এবং প্রাণরসের সঞ্জীবনী ধারায় উন্নীত করেছে। সাহিত্য জগতে মুসলমানদের বড় অবদান এখানেই।

শিক্ষার অন্যান্য শাখার মত সাহিত্যেও মুসলিমগণ অনন্য অবদান রেখে গেছেন। সে সব অবদানের কিছু দিক নিচে আলোচনা করা হলো-

সাহিত্যে মুসলমানদের অবদান আলোচনা করুন।

সাহিত্যে কুরআনের অবদান

আল্লাহর কালাম কুরআন মাজীদ এক অতুলনীয় ও অপ্রতিদ্বন্দ্বী সাহিত্য। কুরআন নাযিলের প্রভাবে তৎকালীন আরবে অশ্লীল কাব্য চর্চা বন্ধ হয়ে যায়। শুরু হয় শ্লীল, মার্জিত ও রুচিসম্মত কাব্যচর্চা। কোরআন আরবদের ভাষা ও সংস্কৃতিতে বিশেষ অবদানস রেখেছে। কোরআন আরবদের ভাষা ও সংস্কৃতির মানদণ্ড। কোরআনের এই মর্যাদাপূর্ণ অবস্থানের দিকে ইঙ্গিত করে মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআনের সূরা বনীইসরাইল এর ৮৮ নম্বর আয়াতে বলেন,

قُلْ لَّئِنِ اجْتَمَعَتِ الْاِنْسُ وَالْجِنُّ عَلٰۤی اَنْ یَّاْتُوْا بِمِثْلِ هٰذَا الْقُرْاٰنِ لَا یَاْتُوْنَ بِمِثْلِهٖ وَلَوْ کَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِیْرًا ﴿۸۸﴾

অর্থ: বলে দাও, এই কুরআনের মত বাণী তৈরি করে আনার জন্য যদি সমস্ত মানুষ ও জিন একত্র হয়ে যায়, তবুও তারা এ রকম কিছু আনতে পারবে না, তাতে তারা একে অন্যের যতই সাহায্য করুক।


কবিতার আসর ❑ হাজারো কবিতা

কোরআন ছিল আরব কবিদের জন্য এক মহাবিস্ময়। কোরআনের অলংকার ও শৈলী তাঁদের হতবাক করে দিয়েছিল। ফলে কোরআন নাজিলের পর আরবি ভাষার কাঠামো ও শৈলী উভয়টি নিয়ে নতুন পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়, যা ‘ইলমুল বালাগা’ (অলংকারশাস্ত্র) ও ‘ইলমুল নকদ’ (সমালোচনাশাস্ত্র)-এর বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। বরং মুসলিম সমাজে কোরআনচর্চার অংশ হিসেবেই অলংকার ও সমালোচনাশাস্ত্রের বিকাশ ঘটে। ড. তোহা হুসাইন বলেন, ‘এতে সন্দেহ নেই, কোরআন আরবি গদ্যের আদি গ্রন্থ। কিন্তু তোমরা এ-ও হয়তো জানো যে কোরআন গদ্য নয়। তদ্রূপ কোরআন কাব্যও নয়। কোরআন কোরআনই। কোরআন একটি একক পদ্ধতি, অনুপম ও অতুলনীয়। আগেও এমনটি ছিল না এবং পরেও এর তুল্য কিছু হয়নি।

সাহিত্যে হাদীসের অবদান

হাদীস শাস্ত্রও উঁচু মানের সাহিত্য। হাদীস আরবী সাহিত্যের অমূল্য ভাণ্ডার। হাদীসকে কেন্দ্র করে সাহিত্যের আরও বহু বিষয় সমৃদ্ধ হয়েছে। হাদীসের ভাষা সৌন্দর্য খুবই উন্নত ও সুষমামণ্ডিত।

রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) অনুপম কথামালা, বাচনভঙ্গি, শব্দচয়ন, উন্নতমানের আচার-আচরণ, আদব-অভ্যাস, চাল-চলন ইত্যাদি দেখে সাহাবীরা অবাক হতে বিস্মিত হতেন। এক সময় সাহাবীরা জানতে চাইলেন, আপনি এসব কোথা থেকে লাভ করেছেন? জবাবে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন,  আমার রব, আমার প্রভু আমাকে এ আদব শিখিয়েছেন। সুতরাং তিনি আমাকে সুন্দরভাবেই শিখিয়েছেন। এখানে শব্দটি শিক্ষাদান অর্থে ব্যবহৃত হয়েছে।

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) অন্য এক জায়গায় বলেছেন, ‘পৃথিবীতে এই কুরআন হলো আল্লাহর শিক্ষা ও সংস্কৃতির সমাবেশ স্থল। সুতরাং এ সমাবেশ স্থল থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো।’

মহানবীর পৃষ্ঠপোষকতা

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সাহিত্যের সমঝদার ছিলেন। তিনি কবি সাহিত্যিকদের পৃষ্ঠপোষকতা ও পুরস্কৃত করে উৎসাহিত করতেন। প্রতিভাবলে কবি হাস্সান ইবনে সাবিত (রা) তাঁরই পৃষ্ঠপোষকতায় ধন্য হয়েছিলেন।



হযরত আলীর অবদান

ইসলামের চতুর্থ খলীফা হযরত আলী (রা) একজন সুপণ্ডিত, সুবক্তা, সুলেখক ও সুকবি ছিলেন। তাঁর রচিত ‘নাহজুল বালাগা’ ও ‘দীওয়ান-ই- আলী’ খুবই প্রসিদ্ধ সাহিত্যকর্ম।

খলীফা আল মানসুরের অবদান

খলীফা আল মনসূর যেমন জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষক ছিলেন, তেমনি তিনি একজন কাব্যরসিকও ছিলেন। তাঁরই পৃষ্ঠপোষকতা ও প্রচেষ্টায় প্রাচীন আরবী কবিতাগুলো গ্রন্থ আকারে লিপিবদ্ধ করা হয়।

খলীফা হারুন-অর রশীদের অবদান

পরবর্তী খলীফা হারুন-অর রশীদও একজন কবি ছিলেন। তাঁর সময়ই বিখ্যাত আরব্যোপন্যাস ‘আলিফ লায়লা ও লায়লা’ (হাজার ও এক রজনী) গ্রন্থখানা রচিত হয়েছিল।

মুসলিম কবি সাহিত্যিকদের অবদান

সানাই, আত্তার, রূমী, জামী, ইবনুল আরবী প্রমুখ কবি সাহিত্যিকগণ কাব্য সাহিত্যকে সমৃদ্ধ করেছিলেন । নীতিবিশারদ সূফী কবি শেখ সাদীর দানও বিশকাব্যক্ষেত্রে অপরিসীম।

ইস্ফাহানের কবি আবুল ফারাজ (৮৯৭–৯৬৭ খ্রি:) তাঁর সঙ্কলিত ‘কিতাবুল আগানী’ তে অনেক কবিতার সমাহার ঘটিয়েছেন। এর বিশটি খণ্ড আরবী কবিতার প্রাচুর্যের কথাই প্রমাণ করে। তখন আরব কবিদের অগ্রণী ছিলেন আহমাদ ইবনে হুসাইন আল মুতানাব্বী এবং অন্ধ কবি আল মাআরবি, কবি রুগগি (মৃ: ৯৫৪ খ্রি:) থেকে আরবী কবিতার সত্যিকার পরিস্ফুটন শুরু হয়।



পারস্যের সুলতানদের অবদান

পারস্যের মুসলিম শাসকগণও সাহিত্যের উৎকর্ষ সাধনে বিশেষ অবদান রেখেছিলেন। পারস্যের মালিক শাহ, গজনীর সুলতান মাহমূদ প্রমুখ স্ব-স্ব রাজধানীকে সাহিত্য ও জ্ঞান-বিজ্ঞানের পাদপীঠে পরিণত করেন। নিযামুল মুলকের ন্যায় লেখক ও ওমর খাইয়ামের ন্যায় কবি মালিক শাহের রাজধানী খোরাসানকে তীর্থস্থানে পরিণত করেছিলেন। সুলতান মাহমূদের সভাকবি ফিরদৌসীর নামও জগদ্বিখ্যাত।

ফারসি সাহিত্য মুসলিমদের দানে সমৃদ্ধ

পারস্য সাহিত্যের সৌন্দর্য ও লালিত্য এতই চিত্তাকর্ষক যে দুর্বৃত্ত তাতারগণও এতে মুগ্ধ না হয়ে থাকতে পারেনি । মহাতেজা তৈমুরের প্রলয়ঙ্কর হাতেও একদিন কবি হাফিযের জন্য আশীর্বাদের খেলাত ও অগণিত মনিমুক্তা ওঠেছিল। প্রসিদ্ধ তুর্কী বীর মুহাম্মাদ যখন কনস্টান্টিনোপল জয় করেন, তখন তাঁর বিজয়োন্মত্ততার ভেতরও তিনি মহাকবি জামীর কবিতার আদর করতে ভুলেননি। হাফিযের রচনাই পারস্যের আদর্শ সাহিত্য বলে ধরে নেয়া যেতে পারে। দ্বাদশ শতাব্দীর প্রসিদ্ধ কবি নিযামী এবং ত্রয়োদশ ও চতুদর্শ শতাব্দীর শেখ সাদী এবং মাওলানা রূমী এরা প্রত্যেকেই অত্যন্ত উন্নতমানের ও চিত্তাকর্ষক কাব্য রচনা করেছিলেন। এ সময়ে কুরআন, হাদীস এবং বিবিধ ঐতিহাসিক, দার্শনিক ও শাস্ত্রীয় গ্রন্থ আরবী থেকে ফারসি ভাষায় অনূদিত হয় । পারস্যের জাতীয় সাহিত্যের এ বিকাশ চতুর্দশ শতাব্দীতে হাফিযের সময় পূর্ণতা লাভ করে। মহাকবি জামীর ইউসূফ-যুলায়খা পঞ্চদশ শতাব্দীর শ্রেষ্ঠ রচনা।

উপমহাদেশীয়দের মুসলিম সাহিত্যে অবদান

উপমহাদেশীয় কবিকুল চূড়ামণি আমীর খসরুর হাতে কাব্য, সাহিত্য, সুর ও সঙ্গীতের চরম উৎকর্ষ সাধিত হয়। মহাকবি ইকবাল, কবি আলতাফ হোসাইন হালি, মির্যা গালিব, কবি নজরুল ইসলাম, কবি গোলাম মোস্তফা, কবি ফররুখ আহমদেরও রয়েছে কাব্য সাহিত্যে অমূল্য অবদান।

উপসংহার

এ আলোচনা থেকে আমরা সহজেই অনুমান করতে পারি, সাহিত্যে মুসলমানদের অবদান কত বেশি। আজকের বিশ্ব সাহিত্যের যে কোন অঙ্গনে মুসলিমদের অবদান অনবদ্য।



সম্ভাব্য প্রশ্ন এবং উত্তরসমূহ (এমএ ইন ইসলামিক স্টাডিজ)

• IST-507 : Study of Al-Hadith (Al-Mishkat Al-Masabih: Al-Iman, AlILM and Al-Salat (Selected Hadith) • IST-508 : Principles and History of Hadith literature • IST-509 : Muslim Personal Law and Law of Inheritance in Islam • IST-510 : Banking and Insurance in Islam • IST-511 : Study of Religions (Islam, Buddhism, Hinduism, Judaism, Christianity) • IST-512 : Muslim Contribution to science and technology

x

tiltony.com
tiltony.comhttp://www.tiltony.com
তিলটনি.কম একটি বাংলা ব্লগ সাইট। সঠিক, নির্ভরযোগ্য ও পূর্ণ তথ্য সমৃদ্ধ কনটেন্ট প্রকাশ করার উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে ওয়েবসাইটটি।বিজ্ঞান ও প্রযুক্তি ‣ শিক্ষা ‣ স্বাস্থ্য ‣ জীবনযাপন ‣ পাঁচমিশালি ‣ অন্যান্য প্রয়োজনীয় তথ্য ও সংবাদ পেতে ভিজিট করুন।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments