ব্যবহারের শর্তাবলী

ব্যবহারকারী ও শুভাকাঙ্খী সকলকে তিলটনি.কম এর সমস্ত কনটেন্ট ব্যবহারের শর্তাবলীতে স্বাগতম। তিলটনি.কম ওয়েব সাইট ভিজিট করার মাধ্যমে একজন ভিজিটর হিসেবে আপনি এর সকল শর্তাবলী ব্যবহারে সম্মত রয়েছেন। এই ওয়েব সাইটের কনটেন্ট বলতে শুধুমাত্র এই সাইটকেই নয়, বরং সোস্যাল মিডিয়াসহ সকল জায়গায় তিলটনি.কম এর কনটেন্ট তার নিজস্ব স্বত্ত্ব সংরক্ষণ করবে।

তিলটনি.কম এ প্রকাশিত কনটেন্ট এর বিষয়ে সংশ্লিষ্ট লেখক/অথর সম্পূর্ণরূপে দায়ী থাকবেন। কনটেন্টে লেখক এর ব্যক্তিগত মতামত/অভিব্যক্তি/অভিজ্ঞতার প্রতিফলন ঘটে। তাই কনটেন্ট এর বিষয়ে লেখক সম্পূর্ণভাবে দায়িত্বশীল থাকবেন। তবে তিলটনি.কম কখনোই কোন রাষ্টবিরোধী, ব্যক্তিগত সম্মানহানীকর, কোন সমাজ বা গোষ্ঠীকে হেয়প্রতিপন্ন করা, ধর্মীয় অনুভূতিতে আঘাত বা অশালীন কোন কনটেন্ট প্রকাশের পক্ষে কাজ করে না।

ব্যবহারকারীগণ তিলটনি.কম এর যেকোন কনটেন্ট তিলটনি.কম এর পূর্ণ এট্রিবিউশন (attribution) সহ যেকোন মাধ্যমে শেয়ার করতে পারবেন। এট্রিবিউশন ছাড়া কোন কনটেন্ট কোন মাধ্যমে শেয়ার বা ব্যবহার করলে সেটা তিলটনি.কম এর সত্ত্বাধিকারের স্পষ্ট লঙ্ঘন বলে বিবেচিত হবে। তিলটনি.কম এর এট্রিবিউশন/ক্রেডিট উল্লেখ করে তিলটনি.কম এর কনটেন্ট ব্যবহারকারীগণ শেয়ার বা প্রয়োজনে নিয়মমাফিক ব্যবহার করতে পারবেন।

তিলটনি.কম এর যে কোন কনটেন্ট এ ব্যবহারকারী তার ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারেন। এক্ষেত্রে এ সকল মতামত/কমেন্ট কমেন্টকারীর ব্যক্তিগত মতামত হিসেবেই গণ্য হবে। এতে তিলটনি.কম এর কোন দায়-দায়িত্ব থাকবে না। তবে তিলটনি.কম যে কোন সময় যে কোন কমেন্ট সংরক্ষণ/মুছে ফেলার ক্ষমতা সংরক্ষণ করে। এতে ব্যবহারকারীর কোন আপত্তি গ্রহণযোগ্য নয়। ব্যাকলিংক পাওয়ার উদ্দেশ্য নিয়ে কোন কারণ ছাড়া লিংকিং কমেন্ট করা হলে সেটা স্প্যাম হিসেবে বিবেচিত হবে। সেই সকল কমেন্ট অনুমোদন করা হবে না। তবে সঙ্গত কারনে লিংক কমেন্ট করলে, যাচাই বাছাই করার পর সেগুলো অনুমোদন করা হতে পারে।


⭐ ⭐ ⭐ পানি শরীরের জন্য খুবই ভালো। এর কোন ক্ষতিকর দিক নেই। পানির অপর নাম জীবন। পানি যতো বেশি পান করা যায় ততই ভালো। তাহলে প্রশ্ন আসে, পানি যেহেতু ভালো জিনিস সেহেতু অনেক বেশি বা অতিরিক্ত পানি পানে কি কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই? অতিরিক্ত পানি পান করাতে শারীরিক কোন ক্ষতি হওয়ার সম্ভবনা নেই? পানি পান করা নিয়ে আমাদের মাঝে প্রচলিত ভুল ধারণা, পানি পান করার সঠিক নিয়ম ও পরিমাণ, বেশি পানি পানের অপকারিতা ইত্যাদি বিষয়গুলো নিয়ে স্পষ্ট ধারণা দরকার সকলের! তাই জেনে রাখুন ক্ষতিকর দিকসমূহ কি…