Tuesday, May 14, 2024
Homeজীবনযাপনকোথায় পাবেন খাঁটি মধু ও খাঁটি মধুর উপকারিতা

কোথায় পাবেন খাঁটি মধু ও খাঁটি মধুর উপকারিতা

নিয়মিত মধু সেবনের ১০টি উপকারিতা রয়েছে। রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, পেশীর শক্তি বৃদ্ধি, শরীরের তাপমাত্রা বৃদ্ধি, দীর্ঘদিন তারুণ্য ধরে রাখতে, যৌন শক্তি বৃদ্ধি, বিভিন্ন ধরণের ব্যাথা উপশমে, রক্ত ও রক্তনালী পরিষ্কার রাখতে, পাকস্থলী ও হজমের সমস্যায়, ঠান্ডা জনিত সমস্যায় অনেক উপকারিতা রয়েছে মধুতে।

মৌমাছি বিভিন্ন ফুলে বিচরণ করে ফুলের রেণু ও মিষ্টি রস সংগ্রহ করে তাদের পাকস্থলীতে রাখে। তারপর সেখানে মৌমাছির মুখ নিঃসৃত লালা মিশ্রিত হয়ে রাসায়নিক জটিল বিক্রিয়ায় মধু তৈরি হয়। এই মধুর রয়েছে নানাবিধ উপকারিতা।



রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে

এ কথাটি সবারই জানা। মধু শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। শরীরের অভ্যন্তরীন ও বাহ্যিক অংশে বিভিন্ন রকম ব্যাকটেরিয়ার আক্রমণ প্রতিরোধ করে। মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান শরীরে প্রতিরোধকারী শক্তি বৃদ্ধি করে। ফলে শরীরের যখন কোন রোগ আক্রমন করে তখন এই প্রতিরোধ ক্ষমতা তার বিরুদ্ধে কাজ করে। বিভিন্ন ধরনের ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে দেহের সুরক্ষা দেয়।

পেশীর শক্তি বৃদ্ধিতে মধু

যারা নিয়মিত জিমে যান তারা নিয়মিতভাবে মধু সেবন করেন। মধু পেশীর শক্তি বাড়াতে সাহায্য করে। এতে রয়েছে প্রচুর পরিমাণ প্রাকৃতিক চিনি। প্রাকৃতিক চিনি শরীরে শক্তি যোগায়। এই চিনিতে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। পেশীকে অনেক বেশি কর্মক্ষম ও শক্তিশালী রাখতে সাহায্য করে মধু।



শরীরের তাপমাত্রা বৃদ্ধিতে মধু

যাদের শারীরিক দুর্বলতা আছে অনেক সময় তাদের শরীরের তাপমাত্রা কমে যায়। এছাড়া বিভিন্ন কারণে শরীরের তাপমাত্রা কমে যেতে পারে। শরীরের তাপমাত্রা বৃদ্ধির জন্য মধু সেবন করতে পারেন। শীতে অনেকেই নিয়মিতভাবে মধু সেবন করেন। এতে করে তাদের শরীরের তাপমাত্রা ভালো থাকে। প্রচন্ড ঠান্ডায় শরীরের আভ্যন্তরীণ তাপমাত্রা ধরে রাখে মধু।

দীর্ঘদিন তারুণ্য ধরে রাখতে

শরীর ও স্বাস্থ্য সচেতন লোকদেরকে নিয়মিত বিভিন্ন ধরনের এন্টিঅক্সিডেন্ট ব্যবহার করতে দেখা যায়। যারা এরকম কৃত্রিম এন্টিঅক্সিডেন্ট সেবন করেন তারা প্রাকৃতিক এন্টিঅক্সিডেন্ট ব্যবহারের সুযোগ নিতে পারেন। মধুতে রয়েছে প্রচুর এন্টিঅক্সিডেন্ট। এন্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা এবং টানটান ভাব ধরে রাখে। তাই তারুণ্য ধরে রাখার প্রাকৃতি এন্টিঅক্সিডেন্ট মধু সেবন করতে পারেন নিয়মিত।

কোথায় পাবেন খাঁটি মধু ও খাঁটি মধুর উপকারিতা

যৌন শক্তি বৃদ্ধিতে

অধিকাংশ পুরষেরই অনেক ধরনের যৌন সমস্যা থাকে। বিশেষ করে যৌন দুর্বলতা। এটা একজন পুরুষের জীবনের সবেচেয়ে বড় সমস্যাগুলোর একটি। বিভিন্ন যৌন রোগের চিকিৎসায় প্রাচীনকাল থেকে মধু ব্যবহৃত হচ্ছে। সচেতন পুরুষরা এমনিতেই নিয়মিত মধু সেবন করে থাকেন।

বিভিন্ন ধরণের ব্যাথা উপশমে

শরীরের ব্যাথা প্রায় অনেকেরই আছে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বেশি। ত্রিশোর্ধ্ব মহিলাদের কোমরের ব্যাথার রোগী আজকাল অনেক বেশি। তাছাড়া রয়েছে জয়েন্টের ব্যাথা ও বাতের ব্যাথা। বাতের ব্যাথার অন্যতম কারণ হল শরীরের অবাঞ্ছিত রস। এই রসের কারণে বাতের ব্যথা হয়। সেই অবাঞ্ছিত রস শরীর থেকে অপসারিত করতে মধু বিশেষ ভূমিকা পালন করে। বিভিন্ন ধরনের ব্যাথায় আজকাল অনেকেই মধুর ব্যবহার করছেন। এতে অনেকেই ভালো ফল পেয়েছেন। তবে ব্যাথা উপশমে মধুর ব্যবহারের বিষয়টি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়।

রক্ত ও রক্তনালী পরিষ্কার রাখতে

মধু নিয়মিত খেলে রক্তনালী পরিষ্কার থাকে। এতে রক্তনালীর বিভিন্ন সমস্যা দূর হয়। রক্তনালীর বিভিন্ন দুষিত পদার্থ বের করতে সহযোগিতা করে মধু। এতে হৃদরোগের ঝুঁকিও অনেক কমে যায়। আর শরীরের রক্ত উৎপাদনকারী উপকরণ হল আয়রন। মধুতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। আর রক্তের মূল উপাদান হলো লোহিত রক্ত কনিকা ও শ্বেত রক্ত কনিকা। শরীরে লোহিত রক্ত কণিকা এবং শ্বেত রক্ত কণিকাসহ অন্যান্য উপাদানগুলি তৈরিতে সাহায্য করে মধু।

পাকস্থলী ও হজমের সমস্যায়

মধু পাকস্থলীকে শক্তিশালী করে। পাকস্থলী সুস্থ রাখে। যাদের পাকস্থলীর সমস্যা রয়েছে তাদের মধ্যে বদ হজম, হজমে সমস্যা, অরুচি, ভমি হওয়া, খাবারে গন্ধ লাগা ইত্যাদি সমস্যাগুলো থাকে। মধুতে থাকা উপাদানগুলি হজম শক্তি বাড়াতে সাহায্য করে। খাওয়ার পর বদ হজম, গলা জ্বালা, বুক জ্বালা ইত্যাদি সমস্যা দূর হয়। নিয়মিত মধু সেবনে পাকস্থলী সুস্থ থাকায় বদ হজম, অরুচি, গলা জ্বালা ইত্যাদি সমস্যা দূরীভূত হয়। খাবারের চাহিদা বাড়ে। তাছাড়া যাদের ডায়রিয়া, আমাশয়সহ পেটের সমস্যা রয়েছে তারা নিয়মিত মধু সেবন করতে পারেন। এতে অনেক উপকার হবে।

ঠান্ডা জনিত সমস্যায়

সর্দি-কাসিহ বায়ু দুষণ এর প্রভাবে যেসব সমস্যা হয় এসব সমস্যায় নিয়মিতভাবে মধু ব্যবহার করতে পারেন। তাছাড়া সাধারণ সর্দি-কাশিতে মধুর ব্যবহার আমাদের দেশে সর্বজন বিদিত। ঠান্ডা জনিত সমস্যায় মধু খুবই কার্যকরী।

তাছাড়া চুলের স্বাস্থ্য, রূপ চর্চা, রক্তে কোলেস্টরেল এর মাত্রা নিয়ন্ত্রণে রাখা, হাড় ও দাতের ক্ষয় রোধে, গ্যাসট্রিক ও আলসারে, হাপানিতে, অনিন্দ্রা, কোষ্ট কাঠিন্য, দৃষ্টি শক্তিবৃদ্ধিসহ বিভিন্ন সমস্যায় মধু ব্যবহার করতে পারেন।

তবে মধু ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই নিয়ম মেনে ব্যবহার করতে হবে। অন্যথায় হিতে বিপরীত হতে পারে। জেনে বুঝে, অভিজ্ঞদের পরামর্শ নিয়ে মধু সেবন করতে হবে। এতেই প্রাকৃত উপকার হবে।

অনেকেই আদা, কালোজিরা, রসুন ইত্যাদির সাথে মিশিয়ে মধু সেবন করে। তাছাড়া মধু দিয়ে বিভিন্ন ধরনের ঔষধি খাবার তৈরি করেন। এসব বস্তুর সাথে মিশিয়ে মধু খাওয়ার আগে অবশ্যই ভালো ভাবে জেনে নিতে হবে। তা না হলে আপনার অজান্তের আপনার শরীরের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে।

খাঁটি মধু | Pure honey

মধু-তে মানুষের জন্য উপকারী এরকম হাজারো গুণ। কিন্তু মধু আমাদের জন্য তখনই ফলদায়ক হবে, যখন ব্যবহৃত মধুটি হবে খাঁটি। এখন এটাই হচ্ছে সব চেয়ে বড় প্রশ্ন। খাঁটি মধু কোথায় পাবো। অনেকেই আবার বিভিন্নভাবে খাঁটি মধু পরীক্ষা করেন। পরীক্ষা করে নিশ্চিত হন যে সংগৃহীত মধুটি খাঁটি কিনা। কিন্তু আমাদের মাঝে মধু পরীক্ষা করার যে পদ্ধতিগুলো প্রচলিত রয়েছে সেগুলো কোনটিই সে রকম ফলদায়ক নয়। মানে এই পরীক্ষাগুলোর মাধ্যমেই মধুর খাঁটি হওয়াটা নিশ্চিত তা নয়। বিভিন্ন জাতের মধু বিভিন্ন পরীক্ষায় পাশ করে। আবার ফেলও করে। তাই এগুলোর মাধ্যমে খাঁটি মধুর পরীক্ষা হয় না। যতোটুকু সম্ভব বিশ্বস্থ মধু সরবরাহকারীর নিকট হতে খাঁটি মধু সংগ্রহ করাটাই হলো খাঁটি মধু পাওয়ার উপায়।

খাঁটি মধু/ ভেজাল মধুর পরীক্ষা

দুই ধরনের ভেজাল মধু পাওয়া যায় বাজারে। একটিতে মধুর কোনো অংশই নেই। চিনির সিরা, পটাশ এলাম ও হানি এসেন্সের (সুগন্ধি) রাসায়নিক উপাদান মিশিয়ে এই নকল মধু তৈরি করা হয়। আবার অল্প পরিমাণ ভালো মধুর সঙ্গে নকল মধু মিশিয়ে আরেক ধরনের ভেজাল মধু তৈরি করা হয়। ক্রেতাদের ঠকানোর জন্য এই মধু আগুনে জ্বেলে এবং পানিতে ঢেলে পরীক্ষা করে দেখান। ক্রেতারা এতে বিভ্রান্ত হন। এগুলো নির্ভরযোগ্য পরীক্ষা নয়। বিভিন্ন জায়গায় আবার গামলায় মৌচাক নিয়ে ফেরি করে মধু বিক্রি করা হয়। এটাও যে বিশুদ্ধ নিশ্চিত করে বলা যায় না।

অনেকের ধারণা খাঁটি মধু কখনোই জমাট বাধে না। মধুর প্রধান উপাদানগুলোর মধ্যে আছে সুক্রোজ এবং গ্লুকোজ। গ্লুকোজ সুযোগ পেলে জমাট বাধবেই। আসল সুন্দরবনের মধু ও লিচু ফুলের মধুতে পানির পরিমাণ বেশি হওয়ায় এটা জমাট বাঁধে না। কিন্তু যে মধুতে পানির পরিমান কম থাকে, তা সময়ের সাথে সাথে ক্রিস্টালাইজড হয়। বিভিন্ন ফুলের মধুর গ্রেড কম বেশির কারণে বা ময়েশ্চারের কম বেশির কারণে জমাট বাঁধতে সময় নেয়।

অনেকেই মধু ফ্লোরে ফেলে রেখে পিপড়া ধরে কিনা পরীক্ষা। মধুতে পিপড়া ধরলে সেটাকে বলা হয় ভেজাল মধু। আসলে এটিও ভিত্তিহীন। এভাবে মধু পরীক্ষা করা যায় না। বিভিন্ন কারণে মধুতে পিপড়া ধরে। আবার নাও ধরতে পারে। এটা কোন নির্ভরযোগ্য পরীক্ষা নয়।

মধুর ঘনত্ব-ভিত্তিক টেস্টের বিষয়টিরও কোন ভিত্তি নেই। মধু পাতলাও হতে পারে। বরই ফুলের মধুতে ময়েশ্চারের পরিমাণ বেশি থাকে। এজন্য তা পাতলা হয়। ঋতুর কারণে ময়েসচারের তারতম্য থাকে। তাতে মধুর ঘনত্ব পরিবর্তন হতে পারে। তাই পানিতে ঢেলে পরীক্ষা, আঙ্গুলের নখে নিয়ে পরীক্ষা, টিস্যু বা নিউজপ্রিন্ট কাগজে নিয়ে পরীক্ষা করার ফলাফল নিশ্চিতভাবে খাঁটি বা ভেজাল মধুর নিশ্চয়তা দেয় না।

অনেকেই আবার আগুন ধরলে আসল মধু, না ধরলে ভেজাল মধু। এরকম পরীক্ষা করে থাকেন। মধুর সাথে মোম মিশিয়ে যদি আগুন ধরিয়ে দেয়া হয়, তাহলে মধুতে আগুন জ্বলবে। তাই এসব পরীক্ষা আসল মধুর নিশ্চয়তা দেয় না।

কোথায় পাবেন খাঁটি মধু?

খাঁটি মধু কোথায় পাওয়া যাবে? এইটা নিয়ে আপনি হয়তো অনলাইনে অনেক ঘাটাঘাটি করেছেন। বিভিন্নজনের কাছ থেকে সংগ্রহ করেছেন। সুপারশপ, দোকানপাট এবং বিভিন্ন জায়গা থেকে কিনেছেন। কিন্তু সেগুলো যে খাঁটি ছিল তা বিশ্বাস করতে পারছেন না। আবার মনমতো ভালো কোনো অথেনটিক সোর্সও খুঁজে পাচ্ছেন না।

সেজন্য এখানে কতগুলো সোর্স দেয়া হলো। যেখান মধু সংগ্রহ করতে পারবেন। তবে সোর্সগুলো খাঁটি মধু দিবে, নাকি ভেজাল মধু দিবে সে নিশ্চয়তা দেয়া সম্ভব নয়। এখানে দেয়া সোর্সগুলো থেকে যাচাই করে খাঁটি মধু সংগ্রহ করতে পারেন।

  • আলামিন হোসেনের কাছে থেকে মধু সংগ্রহ করতে পারেন। তার ফেসবুক প্রোফাইল লিংক থেকে।
  • খাঁটি মধু ডটকম থেকে মধু সংগ্রহ করতে পারেন। খাঁটি মধু ডটকম ব্লগে খাঁটি মধু ও ভেজাল মধু সম্পর্কে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ব্লগ পোস্ট প্রকাশ করা হয়। এবং এখানে বিভিন্ন ফুলের খাঁটি মধুও বিক্রি করা হয়।
  • আহমেদ অনলাইন শপ থেকে সুন্দরবনের মধু সংগ্রহ করতে পারেন। আহমেদ অনলাইন শপ এর ফেসবুক পেজ লিংক।
  • স্বপ্নজল থেকে নিতে পারেন খাঁটি মধু। তাদের মোবাইল নম্বর ০১৯১২৮৯৪১২৬।
  • আলওয়ান এন্টারপ্রাইজ রয়েছে মধু সরবরাহ করার জন্য। চট্টগ্রামের প্রতিষ্ঠান এটি। আলওয়ান এন্টারপ্রাইজ এর ফেসবুক পেজ লিংক।
  •  খাস ফুড থেকে সংগ্রহ করতে পারেন। খাস ফুডের ওয়েব সাইট।
  • মধুই শক্তি (প্রোপাইটর: এডভোকেট হামিদ উল্যাহ) থেকে মধু সংগ্রহ করতে পারেন। তারা সরাসরি সুন্দরবন থেকে মধু সংগ্রহ করেন বনবিভাগের অনুমতি নিয়ে। তাদের মধু যদি কেউ ভেজাল প্রমাণ করতে পারে, তাকে ৬০ হাজার টাকা পুরষ্কার দেয়ার ঘোষণা রয়েছে। এসএ পরিবহন / কুরিয়ার সার্ভিসে পেতে মোবাইল ফোনে অর্ডার করুন। মোবাইল নম্বর: ০১৯১১৯৪৭৭৩০, ০১৬৮০৫৬১৫৫৭ ও ০১৮৮১৪৯১৭২০।
  • হালাল বাজার থেকে সংগ্রহ করতে পারেন। তাদের ফেসবুক পেজ লিংক।
  • সরিষা, লিচু ফুলের মধু, কালোজিরা ফুলের মধু এবং সুন্দরবনের খলিশা ফুলের চাকের মধু পাবেন দোহা শপে। তাদের ঠিকানা: দোহা শপ, নওদাপাড়া আমচত্ত্বর, রাজশাহী। যোগাযোগ +881767585800। ফেসবুক পেজ লিংক। অর্ডার করলে সারাদেশ কুরিয়ার সার্ভিসে তারা পাঠিয়ে থাকেন।
  • ওয়াফা থেকে মধু সংগ্রহ করতে পারেন। ঠিকানা: ওয়াফা, ৩১,আহসান আহমেদ রোড, পি. টি. আই. মোড় খুলনা। সারা দেশে  এসএ পরিবহন/ জননী কুরিয়ারের মাধ্যমে মধু পাঠিয়ে থাকেন তারা। তাদের ফেসবুক পেজ লিংক এবং ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারেন।
  • সুন্দরবন হানি বিডি থেকে মধু সংগ্রহ করতে পারেন। ১৯৮৪ সাল থেকে তারা সততা এবং বিশ্বস্ততার সাথে সুন্দরবনের খাঁটি মধু বিক্রয় করে আসছেন। সুন্দরবন সংলগ্ন শ্যামনগর থানার ইউ’এন’ও অফিসের সাথে উপজেলা চত্তরে তাদের অফিস। মোবাইল: +8801743-968610, +8801939-658008। তাদের ফেসবুক পেজ লিংক।
  • সলিড হানি। ৩৭ বছরের ঐতিহ্যবাহী মধু উৎপাদন ও বাজারজাতকরণ প্রতিষ্ঠান সলিড জানি। ঠিকানা: দামোদার, ফুলতলা, খুলনা। মোবাইল: +8801919 899 409। তাদের ওয়েব সাইট থেকে অর্ডার করতে পারেন।
  • Tasmaan থেকে মধু সংগ্রহ করতে পারেন। তাদের ফেসবুক পেজে অর্ডার করতে পারেন। যোগাযোগের জন্য মোবাইল: 01617814603।
  • আহলান প্রোডাক্টস থেকে মধু সংগ্রহ করতে পারেন। তাদের ফেসবুক পেজ লিংক।
  • সুন্নাত ইনফো রয়েছে মধু সরবরাহ করার জন্য। নিজস্ব লোক দিয়ে সুন্দরবনের হরিণগড় থেকে সংগৃহীত মধু তারা সারা দেশে সরবরাহ করে থাকেন। অনলাইনে অর্ডার করতে পারেন সুন্নত ইফোর ওয়েবসাইটে। তাদের মোবাইল: +8801302945820।
  • খাঁটি মধু থেকে সংগ্রহ করতে পারেন। তাদের ফেসবুক পেজে অর্ডার করতে পারেন। মোবাইলে যোগাযোগ: 0130 9096 026।
  • মৌচাক অর্গানিক ফুড থেকে মধু সংগ্রহ করতে পারেন। তাদের ফেসবুক পেজ। তাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন। মোবাইলে যোগাযোগ করতে চাইলে +880 1976-709875।
  • আরওয়া অর্গানিক ফুড রয়েছে মধু সরবরাহ করার জন্য। তাদের ফেসবুক পেজ লিংক।
  • অর্গানিক ফুড রয়েছে খাটি মধু সরবরাহ করার জন্য। তারা 100% money back guarantee সহকারে ভেজাল মুুক্ত মধু সরবরাহ করে থাকেন। তাদের ফেসবুক পেজে অর্ডার করতে পারেন। মোবাইল নম্বর: ০১৭০৮ ৮৯১৪৫৯।
  • পিওর ফুড থেকে মধু সংগ্রহ করতে পারেন। ঠিকানা: 956/1A,East shewrapara,Mirpur 1216 Dhaka। পিওর ফুডের ফেসবুক পেজে অর্ডার করতে পারেন।

ট্যাগগুলো | Tags

আসল মধু কোথায় পাওয়া যায়? | সুন্দরবনের খাঁটি মধু | আম্বার মধু | খাঁটি মধু ডটকম | হামদর্দ মধু | হামদর্দ মধুর দাম | মধু কত দিন ভাল থাকে | মধু ফ্রিজে রাখলে কি হয় | খাঁটি-মধু-চেনার-৬-কৌশল | খাঁটি মধু চেনার সবচেয়ে সহজ উপায় জানেন কি? | খাঁটি মধু চেনার সবচেয়ে সহজ উপায় | কিভাবে খাঁটি মধু সংগ্রহ করবেন এবং চিনবেন। HOW TO COLLECT REAL HONEY | খাঁটি মধু চেনার ৫ উপায় | খাঁটি মধু চেনার ৫ উপায় | খাঁটি মধু চেনার সহজ ৪টি উপায় জেনেনিন | খাঁটি মধু চেনার প্রকৃত উপায়ঃ মধু জমে গেলেই কি সেইটা ভেজাল মধু? | কিভাবে খাঁটি মধু চিনবেন? ৫ টি অব্যর্থ কৌশল দেখে নিন। Health Benifits of Pure Honey | খাঁটি মধু চেনার সবচেয়ে সহজ উপায় জানেন কি | খাঁটি মধু চেনার ৪ টি সহজ উপায় | Bangla Health Tips | হেলথ টিপস | খাঁটি মধু চিনবেন কিভাবে জেনে নিন দারুন উপায় | খাঁটি মধু চেনার সহজ ৫টি উপায় | মধু খাটি না ভেজাল, চিনবেন কিভাবে? এক চাচা চিনাবেন খাঁটি মধু | How to test if | খাঁটি মধু চেনার সবচেয়ে সহজ উপায় জানেন কি!!!Honey Test!!good health tipsটি মধু চেনার উপায় | খাঁটি মধু চেনার সবচেয়ে সহজ উপায় জেনে রাখুন | Health Tips | খাঁটি মধু চেনার সবচেয়ে সহজ উপায় জানেন কি? খাটি মধু চেনার সহজ ৪টি | How To Test if Honey Is Pure | সুন্দরবনের খাঁটি মধু চেনার একদম সহজ উপায় | How can one identify a real pure | খাঁটি মধু চেনার সবচেয়ে সহজ উপায় | খাঁটি মধু চেনার সহজ ৩ টি উপায় জেনে নিন | How to check if Honey is Pure or | খাঁটি মধু চেনার উপায় – জেনে নিন | খাঁটি মধু চেনার ৬টি অব্যর্থ ও কার্যকরী পরীক্ষা | কিভাবে মধু পরীক্ষা করবেন দেখে নিন | How To Cheek Pure Honey | honey | modhu | original honey | modhu healthy food | honey amazing food | street food of dhaka | tasty modhu | tasty honey | bangladeshi modhu | bangladeshi honey | bangli modhu | খাটি মধু | মধু | traditional modhu | special modhu | খাঁটি মধু চেনার সবচেয়ে সহজ উপায় ও খাঁটি মধু বিক্রি উৎপাদন | খাঁটি মধু চেনার সবচেয়ে সহজ উপায় | খাঁটি মধু বিক্রি উৎপাদন | honey | bee | bees | honey test | 3 tests to check if your honey is pure or fake | how to check if honey is pure or not? | খাঁটি মধুর পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান | সুন্দরবনের খলিশা ফুলের মধু | ন্যাচারাল চাক ভাঙা মধু | সরিষা ফুলের মধু | লিচু ফুলের মধু | কালোজিরা ফুলের মধু | খাঁটি মধু কোথায় পাবেন | খাটি মধুর দাম কত | জাতীয় মধুমেলা | সুন্দরবনের মধু | খাঁটি মধু | মধু সংগ্রহের পদ্ধতি | পদ্ম ফুলের মধু | pure honey from sundarban | honey wholesaler | সুন্দরবনের মধু সংগ্রহ | মৌমাছির চাক কাটার নিয়ম | মৌমাছির চাক কাটার মন্ত্র | natural honey | pure honey | মধুর চাক ভাঙ্গার নিয়ম | কালোজিরা ফুলের মধুর উপকারিতা

x

tiltony.com
tiltony.comhttp://www.tiltony.com
তিলটনি.কম একটি বাংলা ব্লগ সাইট। সঠিক, নির্ভরযোগ্য ও পূর্ণ তথ্য সমৃদ্ধ কনটেন্ট প্রকাশ করার উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে ওয়েবসাইটটি।বিজ্ঞান ও প্রযুক্তি ‣ শিক্ষা ‣ স্বাস্থ্য ‣ জীবনযাপন ‣ পাঁচমিশালি ‣ অন্যান্য প্রয়োজনীয় তথ্য ও সংবাদ পেতে ভিজিট করুন।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments