Friday, May 17, 2024
Homeইসলামপায়ের আঙ্গুলের মাথাগুলো যথাসম্ভব কিবলার দিকে মুড়িয়ে রাখা

পায়ের আঙ্গুলের মাথাগুলো যথাসম্ভব কিবলার দিকে মুড়িয়ে রাখা

পায়ের আঙ্গুলের মাথাগুলো যথাসম্ভব কিবলার দিকে মুড়িয়ে রাখা

عن أبي حميد الساعدي قال: «كان النبي صلى الله عليه وسلم، إذا أهوى إلى الأرض ساجدا جافى عضديه عن إبطيه، وفتخ أصابع رجليه».-أخرجه الإمام النسائي في “الكبرى”(692) وفي “المجتبى”(1151)؛ وأبو داود في «سننه» (730) ولفظه: ويفتخ أصابع رجليه إذا سجد؛ والترمذي في «سننه» (304)؛ وقال: حسن صحيح. قال ابن القيم: حديث أبي حميد هذا حديث صحيح متلقى بالقبول لا علة له. [تهذيب سنن أبي داود مع مختصر المنذري 1/260]

قال الخطابي: يفتخ أصابع رجليه أي يلينها حتى تنثني فيجهها نحو القبلة. [معالم السنن مع مختصر سنن أبي داود 1/261]

অর্থ: হযরত আবু হুমাইদ আস-সায়িদী রাযি. বলেন, হুযূর ﷺ যখন মাটিতে সিজদা করতেন তখন উভয় বাহুকে বগল থেকে পৃথক রাখতেন এবং দুই পায়ের আঙ্গুলগুলোকে মুড়িয়ে (কিবলার দিকে) করে দিতেন।

-নাসায়ী কুবরা (৬৯২), আল-মুজতাবা (১১৫১), সুনানে আবু দাঊদ (৭৩০), সুনানে তিরমিযী (৩০৪), ইমাম তিরমিযী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা ইবনুল কায়্যিম রহ. বলেন, আবু হুমাইদ আস-সায়িদী রাযি. বর্ণিত এই হাদীস সহীহ ও সকলের নিকট মুতালাক্কা (উলামায়ে কেরাম ব্যাপকভাবে গ্রহণ করেছেন- এমন), এতে কোন ইল্লত বা সনদগত ত্রুটি নেই। (তাহযীবু সুনানি আবি দাঊদ ১/২৬০)

ইমাম খাত্তাবী রহ. বলেন, এই হাদীসে ‘য়্যাফতিখু’ শব্দের অর্থ হলো আঙ্গুলগুলো মুড়িয়ে দেওয়া যেন তা কিবলার দিকে হয়ে যায়। (মাআলিমুস্সুনান ১/২৬১)

x

tiltony.com
tiltony.comhttp://www.tiltony.com
তিলটনি.কম একটি বাংলা ব্লগ সাইট। সঠিক, নির্ভরযোগ্য ও পূর্ণ তথ্য সমৃদ্ধ কনটেন্ট প্রকাশ করার উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে ওয়েবসাইটটি।বিজ্ঞান ও প্রযুক্তি ‣ শিক্ষা ‣ স্বাস্থ্য ‣ জীবনযাপন ‣ পাঁচমিশালি ‣ অন্যান্য প্রয়োজনীয় তথ্য ও সংবাদ পেতে ভিজিট করুন।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments