Friday, May 17, 2024
Homeইসলামউভয় হাতের বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর রাখা।

উভয় হাতের বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর রাখা।

উভয় হাতের বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর রাখা।

عن وائل بن حجر قال: أتيت المدينة، فقلت: لأنظرن إلى صلاة رسول الله صلى الله عليه وسلم «فرأيته حين افتتح الصلاة كبر فرفع يعني يديه فرأيت إبهاميه بحذاء أذنيه». ، فذكر بعض الحديث، وقال: «ثم هوى فسجد، فصار رأسه بين كفيه مقدار حين افتتح الصلاة» .ـ أخرجه ابن خزيمة في «صحيحه» (641)

অর্থ: হযরত ওয়াইল ইবনে হুজর রাযি. থেকে বর্ণিত, তিনি (দীর্ঘ হাদীসের একপর্যায়ে) বলেন, অতঃপর হুযূর ﷺ সিজদায় গেলেন; তখন তাঁর মাথা দুই হাতের মাঝে এমনভাবে থাকলো, যেমন ছিল নামায শুরু করার সময়। -সহীহ ইবনে খুযাইমা (৬৪১) তিনি হাদীসটিকে সহীহ গণ্য করেছেন।

উল্লেখ্য, নামায শুরু করার (তাকবীরে তাহরীমার) সময় বৃদ্ধাঙ্গুলির মাথা, নাক ও কানের লতি বরাবর থাকে।

x

tiltony.com
tiltony.comhttp://www.tiltony.com
তিলটনি.কম একটি বাংলা ব্লগ সাইট। সঠিক, নির্ভরযোগ্য ও পূর্ণ তথ্য সমৃদ্ধ কনটেন্ট প্রকাশ করার উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে ওয়েবসাইটটি।বিজ্ঞান ও প্রযুক্তি ‣ শিক্ষা ‣ স্বাস্থ্য ‣ জীবনযাপন ‣ পাঁচমিশালি ‣ অন্যান্য প্রয়োজনীয় তথ্য ও সংবাদ পেতে ভিজিট করুন।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments