Sunday, May 19, 2024
Homeশিক্ষাইসলামি দাওয়াতের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করুন

ইসলামি দাওয়াতের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করুন

প্রশ্ন: ইসলামি দাওয়াতের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করুন ▶ বিষয়: (IST-502) Introduction to Islamic Dawahকোর্স: এমএ ইন ইসলামিক স্টাডিজ (১ম পর্ব)



ভূমিকা

পৃথিবীতে যত নবী-রাসূল আগমন করেছেন তাঁদের মূল কাজ ছিল দাওয়াত। দাওয়াত দানের মাধ্যমেই অন্ধকারাচ্ছন্ন সমাজে আলোর মশাল প্রজ্জ্বলিত করেছেন। তাই দাওয়াত মুমিন জীবনের গুরুত্বপূর্ণ মিশন। বর্তমান সমাজ ব্যবস্থা ক্রমশ এক ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। ন্যায়নীতি আজ বিলুপ্তপ্রায়। যুলুম-নির্যাতন, হত্যা, লুণ্ঠন, ঘুষ-দুর্নীতি প্রভৃতি পাপাচারের কারণে জাতি আজ দিশেহারা। এই ভয়াবহ পরিস্থিতি থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করতে দাওয়াতের ব্যাপক প্রসারের বিকল্প নেই।

ইসলামী দাওয়াতের লক্ষ্য ও উদ্দেশ্য

দাওয়াতের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য হলো পূর্ণাঙ্গ জীবন বিধান ‘ইসলাম’ এর দিকে মানুষকে আহ্বান। মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআনের সূরা আল-ইমরানের ১৯ নম্বর আয়াতে বলেন-

اِنَّ الدِّیۡنَ عِنۡدَ اللّٰہِ الۡاِسۡلَامُ

অর্থ: নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দ্বীন ইসলাম।

অর্থাৎ মানুষকে আহ্বান করতে হবে পূর্ণাঙ্গ এবং শান্তিময় জীবন-বিধানের দিকে। যে জীবন বিধান মহান আল্লাহ কর্তৃক মনোনীত এবং গ্রহণযোগ্য। সেই পথের দিকে মানুষকে আহ্বান করতে হবে যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়, দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে শান্তির ফয়সালা হয়। কারণ আল্লাহ তায়ালা পৃথিবীতে মানুষ প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন শুধুমাত্র তার ইবাদাত করার মাধ্যমে তার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে। মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআনের সূরা আন-নিসার ১৩৬ নম্বর আয়াতে বলেন-

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اٰمِنُوۡا بِاللّٰہِ وَ رَسُوۡلِہٖ وَ الۡکِتٰبِ الَّذِیۡ نَزَّلَ عَلٰی رَسُوۡلِہٖ وَ الۡکِتٰبِ الَّذِیۡۤ اَنۡزَلَ مِنۡ قَبۡلُ وَ مَنۡ یَّکۡفُرۡ بِاللّٰہِ وَ مَلٰٓئِکَتِہٖ وَ کُتُبِہٖ وَ رُسُلِہٖ وَ الۡیَوۡمِ الۡاٰخِرِ فَقَدۡ ضَلَّ ضَلٰلًۢا بَعِیۡدًا

অর্থ: ‘হে মুমিনগণ! তোমরা বিশ্বাস স্থাপন কর আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি এবং এ কিতাবের প্রতি, যা তিনি তাঁর রাসূলের উপর অবতীর্ণ করেছেন এবং ঐ কিতাবের প্রতি, যা পূর্বে অবতীর্ণ করেছিলেন এবং যে আল্লাহর প্রতি, ফেরেশতাসমূহ, তাঁর কিতাব সমূহ, তাঁর রাসূলগণ এবং পরকাল সম্বন্ধে অবিশ্বাস করে তবে নিশ্চয় ভীষণভাবে পথ ভ্রষ্ট হয়েছে’।


আরো পড়তে পারেন: ইসলামি দাওয়াতের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আলোচনা করুন


আর যে দাওয়াতী কাজ করে সেও একই উদ্দেশ্য নিয়ে এই কাজ করে। দাওয়াতের মাধ্যমে আল্লাহর সন্তষ্টি অর্জন করা। মুমিনের জীবনের প্রতিটি কাজের উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এ প্রসঙ্গে মহান আল্লাহ সূরা আন’আম এর ১৬২ নম্বর আয়াতে বলেন-

قُلۡ اِنَّ صَلَاتِیۡ وَ نُسُکِیۡ وَ مَحۡیَایَ وَ مَمَاتِیۡ لِلّٰہِ رَبِّ الۡعٰلَمِیۡنَ

অর্থ: (হে নবী!) আপনি বলুন! আমার ছালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মরণ জগতসমূহের প্রতিপালক আল্লাহর জন্যই নিবেদিত।

অর্থাৎ একজন মুমিন এই পৃথিবীতে যত ধরণের কাজই করুন না কেন সবকাজের উদ্দেশ্যই হবে আল্লাহর হুকুম পালন তথা আল্লাহর সন্তুষ্টি অর্জন। ব্যবসা-বাণিজ্য, চাকরি, ব্যক্তিগত কাজ যাই হোক না কেন, সব কাজের মূল উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। তবে দাওয়াতের বিষয়টি একটু ভিন্ন। কারণ দাওয়াতের ব্যাপারে মহান আল্লাহ শুধু আল্লাহর পথের দিকে আহ্বান করার জন্য নির্দেশ দিয়েছেন। চাকরি ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে মানুষ দুনিয়ার জীবনে বিভিন্ন উপকার লাভ করে থাকে। আর দাওয়াতী কাজের লক্ষ্য হবে আল্লাহর হেদায়াত, অফুরন্ত নেকী এবং বিনিময়ে সুমহান জান্নাত লাভ। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হযরত আলী (রাযিয়াল্লাহু আনহু)-কে খায়বার জয়ের পূর্বে পতাকা হাতে দিয়ে বলেছিলেন, আল্লাহর কসম, তোমার মাধ্যমে (দাওয়াতে) যদি একটি ব্যক্তিও হেদায়াত পায়, তাহলে সেটাই তোমার জন্য আরবের লাল উট অপেক্ষা উত্তম হবে’।

মহান তায়ালা সূরা আল-লাইল এর ১৯-২০ আয়াতে বলেন-

وَ مَا لِاَحَدٍ عِنۡدَہٗ مِنۡ نِّعۡمَۃٍ تُجۡزٰۤی- اِلَّا ابۡتِغَآءَ وَجۡہِ رَبِّہِ الۡاَعۡلٰی

অর্থ: তাঁর কাছে কারও কোন প্রতিদান যোগ্য নে‘মত প্রাপ্য নয় একমাত্র স্বীয় পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত।

দাওয়াতের মাধ্যমে নিজের সুনাম সুখ্যাতি অর্জন, ব্যক্তিগত বা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ, ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ অর্জন কিংবা ধন-সম্পদ লাভ ইত্যাদি কোনভাবেই কামনা করা যাবে না। যদি এমন হয় তাহলে সেটা আর দাওয়াত থাকে না।

উপসংহার

বর্তমানে নবীবিহীন সময়ে দীনের দাওয়াত এই উম্মতের উপর এক অন্যতম দায়িত্ব। আমাদের প্রিয় নবী করিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এ দুনিয়া ছেড়ে চলে গেছেন। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না পৃথিবীতে। এখন যদি প্রত্যেকে নিজের ঈমান-আমল নিয়ে ব্যস্ত থাকে অন্য ভাইয়ের ঈমান-আমল, কালেম-নামায ঠিক আছে কিনা- এসব খেয়াল না করে; তাহলে মুসলমানদের মাঝে আর প্রকৃত দীন ইসলাম কিছুতেই টিকে থাকবে না।



• IST-501 : Study of Al-Quran (Surah: Al-Fatah and Al-Hujurat) • IST-502 : Introduction to Islamic Dawah • IST-503 : Al-Sirat Al-Nababiah • IST-504 : Human Rights in Islam • IST-505 : Principles and History of Tafsir literature • IST-506 : Principles of Islamic Jurisprudence


বিগত বছরের প্রশ্নসমূহ (এমএ ইন ইসলামিক স্টাডিজ)

x

tiltony.com
tiltony.comhttp://www.tiltony.com
তিলটনি.কম একটি বাংলা ব্লগ সাইট। সঠিক, নির্ভরযোগ্য ও পূর্ণ তথ্য সমৃদ্ধ কনটেন্ট প্রকাশ করার উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে ওয়েবসাইটটি।বিজ্ঞান ও প্রযুক্তি ‣ শিক্ষা ‣ স্বাস্থ্য ‣ জীবনযাপন ‣ পাঁচমিশালি ‣ অন্যান্য প্রয়োজনীয় তথ্য ও সংবাদ পেতে ভিজিট করুন।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments