Friday, May 17, 2024
Homeবিজ্ঞান ও প্রযুক্তিবাংলায় লিখে প্রতিদিন আয় করুন ৩-৫ ডলার

বাংলায় লিখে প্রতিদিন আয় করুন ৩-৫ ডলার

বাংলায় আর্টিকেল লিখে এডসেন্স-এর মাধ্যমে সহজেই প্রতিদিন ৩/৫ ডলার আয় করা যায়। কম্পিউটারের সাধারন কয়েকটি বিষয়ের উপর জ্ঞান থাকলে যে কেউই এই কাজগুলো করে ইনকাম করতে পারেনন। তবে বাংলা হওয়ায় আয়ের পরিমাণটা একটু কম।

ইংরেজিতে লেখার দক্ষতা থাকলে প্রতিদিন ২০/২৫ ডলার আয় করা যায়। বাংলাদেশি কিওয়ার্ডের (ভিজিটরের) সিপিসি, আরপিএম খুবই কম বিধায় আয় ইনকামও কম হয়। সেই তুলনায় ইংরেজি কনটেন্টের সিপিসি অনেক বেশি থাকে।

মোটামুটি একটা বাংলা ওয়েবসইটে প্রতিদিন ৩০০০ পেজ ভিউ থাকলে ২-৩ ডলার ইনকাম হতে পারে। মাস শেষে এমাউন্টটা ৬০-৭০ ডলারে দাড়াবে। বাংলাদেশি টাকায় পরিমাণ ৬-৮ হাজার টাকা।

তবে এটা একেবারেই নির্দিষ্ট নয়। বিভিন্ন কারণে ভিজিটর সংখ্যা একই থাকার পরও ইনকাম বেড়ে যায়। বিশেষ করে কোন দেশ থেকে সেটা পড়া হচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ।

তাই বাংলায় লিখলেও যদি প্রবাসীদেরকে টার্গেট করে লিখা হয় তাহলে সেই ধরণের সাইটের ক্ষেত্রে ইনকামের পরিমাণটা বেশি হবে।

গুগলের এডসেন্স তাদের সাইটে কয়েকটি সাফল্যের কথা শেয়ার করেছে। সেগুলো থেকেও আপনি ধারণা নিতে পারেন এডসেন্স থেকে কত টাকা আয় করা যায়।

যেমন বিশ্বের জনপ্রিয় একটি ওয়েবসাইট WikiHow ২০০৫ সাল থেকে সাইটে সাইটে এডসেন্স ব্যবহার করছে। মাত্র ২ জন কর্মচারী দিয়ে শুরু হওয়া প্রতিষ্ঠানটিতে বর্তমানে কাজ করছে প্রায় ২৫০ জনেরও বেশি কর্মচারি। আর তাদের বার্ষিক আয় ১৬ মিলিয়ন ডলারেরও বেশি। সহজেই বুঝতে পারছেন লেখালেখি করেও কত টাকা ইনকাম করা যায়।

x

tiltony.com
tiltony.comhttp://www.tiltony.com
তিলটনি.কম একটি বাংলা ব্লগ সাইট। সঠিক, নির্ভরযোগ্য ও পূর্ণ তথ্য সমৃদ্ধ কনটেন্ট প্রকাশ করার উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে ওয়েবসাইটটি।বিজ্ঞান ও প্রযুক্তি ‣ শিক্ষা ‣ স্বাস্থ্য ‣ জীবনযাপন ‣ পাঁচমিশালি ‣ অন্যান্য প্রয়োজনীয় তথ্য ও সংবাদ পেতে ভিজিট করুন।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments