Wednesday, May 15, 2024
Homeইসলামবিড়ালের ওজন এক কেজি হলে গোশত কোথায়? | নাসির গাজীর বুদ্ধিদীপ্ত ও...

বিড়ালের ওজন এক কেজি হলে গোশত কোথায়? | নাসির গাজীর বুদ্ধিদীপ্ত ও শিক্ষণীয় গল্প

উপমহাদের প্রখ্যাত আলেম, হাকিমুল উম্মত হিসেবে খ্যাত মাওলানা আশরাফ আলী থানভী রচিত মুসলমানের হাসি বই-এ নাসির গাজীর অনেকগুলো বুদ্ধিদীপ্ত ও শিক্ষণীয় গল্প স্থান পেয়েছে। গল্পগুলো থেকে শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। বিশেষ করে শিশু-কিশোরদের জন্য অনেক হাস্যরসাত্মক শিক্ষণীয় গল্প রয়েছে। সেখান থেকে গল্পগুলো এখানে তুলে ধরা হলো-



বিড়ালের ওজন এক কেজি হলে গোশত কোথায়?

একবার নাসির গাজীর কাবাব খাওয়ার খুব শখ হল। বাজার থেকে গোশত কিনে এনে পত্নীর হাতে তুলে দিয়ে বলল, বেগম! দেখি তোমার হাতের কাবাব কি রকম!

স্ত্রী গোশত নিয়ে রান্না ঘরে গিয়ে ঢুকল। কাবাব তৈরি হতে না হতেই ঘ্রাণ পেয়ে প্রতিবেশী কয়েকজন মহিলা এসে হাজির। তারা জোর গলায় বলতে লাগল-আহ্ ভারী, দারুণ! আজ কাবাবের ঘ্রাণই বলে দিচ্ছে-এর তুলনা হয় না। আরেক জন বলল, ভাবীর হাতের রান্না সত্যিই অপূর্ব। এসব প্রশংসা শুনে নাসির গাজীর স্ত্রী খুশিতে ফুলে গিয়ে কাবাবের বাঁটির ঢাকনাটা খুলে ওদের সামনে রাখল। কাবাব মুকে পুরে ওরা গল্পের রাজ্যে মেতে উঠলো। গল্পে গল্পে কোন ফাঁকে সে কাবাবগুলো সাবাড় হল, সেদিকে খেয়ালই নেই।

একটু পরে নাসির গাজী এসে হাজির। নাসির গাজীকে দেখে মেয়েগুলো বিদায় নিয়ে চলে গেল। নাসির গাজী ঘরে ঢুকে বলল, বেগম! দেরী করার সময় নেই, জলদি আন। গিন্নি আর দিশা না পেয়ে ছুটল রান্না ঘরে। দ্রুত হেটে যেতে দেখে নাসির গাজী খুশিতে আটখানা। এদিকে গিন্নির ফেরার নামগন্ধ নেই। রাগে ফেটে পড়তে চাইলো নাসির গাজী। দুপদাপ পা ফেলে প্রবেশ করল রান্না ঘরে।

গিন্নির মুখ দেখে ছ্যাৎকরে উঠল তার বুক। বলল, কি ব্যাপারে কাবার কই? ভয়ে গিন্নির বুক দুরদুর করে কাঁপছে। কোন মতে ঢোক গিলে বলল- দুষ্ট বিড়াল সব সাবাড় করে ফেলেছে।

নাসির গাজীর কাছে মিথ্যা বলে পার পাওয়া অত সহজ ছিল না। গপ করে সে বিড়ালটাকে ধরে এনে ওজন দিল। দেখল-বিড়াল এক কেজি।

নাসির গাজী বলল, দেখো গিন্নি! এক কেজি গোশতের সাথে ডাল, হলুদ, লবণ, মরিচ ইত্যাদি মিশিয়েছ। তাহলে বল- বিড়াল যদি এক কেজি হয়, তবে গোশত কই? আর যদি গোশতের ওজনই এই এক কেজি হয়, তাহলে আমার বিড়াল কই?

গিন্নি লা জাওয়াব হয়ে নত মুখে দাঁড়িয়ে রইল। স্ত্রীর মুখে মিথ্যার সুস্পষ্ট চিহ্ন প্রকাশ পাচ্ছিল।

নাসির গাজী তার স্ত্রীর মিথ্যা বানাওটি বুঝতে পেরে রাগে গড়গড় করতে করতে ঘর থেকে বেরিয়ে পড়ল।

নাসির গাজীর অন্যান্য গল্পসমূহ

  • এক সিংহ ও পথচারীর গল্প ➜ পড়ুন
  • জ্বি হুজুর! জ্বি হুজুর!! ➜ পড়ুন
  • মূল্যবান সম্পদ ➜ পড়ুন
  • আজ নগদ কাল বাকী ➜ পড়ুন
  • মাছের মাথা-খাওয়ার লোভ ➜ পড়ুন
  • ওয়াজ না করার ফন্দি ➜ পড়ুন
  • একসাথে দু’জন ➜ পড়ুন
  • হতবাক ইহুদি ➜ পড়ুন
  • উচিত বিচার ➜ পড়ুন
  • তিন টাকার সদাই ➜ পড়ুন
  • বাদশাহ’র ছেলের লেখাপড়া ➜ পড়ুন
  • ফুলদানির জন্য মৃত্যুদন্ড ➜ পড়ুন
  • পন্ডিত খেতাবের বিড়ম্বনা ➜ পড়ুন
  • সৎ লোকের সন্ধানে ➜ পড়ুন
  • চৈতন্য ফিরে এল ➜ পড়ুন
  • ঝাড়-ফুঁকের এ্যাকশন ➜ পড়ুন
  • দিতে জানে না, নিতে জানে ➜ পড়ুন
  • সম্পদের ওসীয়তনামা ➜ পড়ুন
  • আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যেই করেন ➜ পড়ুন
  • সব জায়গায় একই সূত্র ➜ পড়ুন
  • চোর ধরার আজব বুদ্ধি ➜ পড়ুন
  • দুনিয়া ধ্বংসের আগেই ধ্বংস ➜ পড়ুন
  • অল্প সময়ের জন্য বিনা খরচে সুখের আস্বাদ ➜ পড়ুন
  • পনের দিনের মজুরীর ভয়ে ➜ পড়ুন
  • কুকুর তাড়ানো ভণ্ডপীর ➜ পড়ুন
  • সব জায়গায় একই সূত্র ➜ পড়ুন
  • পবিত্র কোরআনের আয়াতের ফুঁকের ক্ষমতা
x

tiltony.com
tiltony.comhttp://www.tiltony.com
তিলটনি.কম একটি বাংলা ব্লগ সাইট। সঠিক, নির্ভরযোগ্য ও পূর্ণ তথ্য সমৃদ্ধ কনটেন্ট প্রকাশ করার উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে ওয়েবসাইটটি।বিজ্ঞান ও প্রযুক্তি ‣ শিক্ষা ‣ স্বাস্থ্য ‣ জীবনযাপন ‣ পাঁচমিশালি ‣ অন্যান্য প্রয়োজনীয় তথ্য ও সংবাদ পেতে ভিজিট করুন।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments