Saturday, May 18, 2024
HomeUncategorizedটাকা আদায়ের অভিনব কৌশল | নাসির গাজীর বুদ্ধিদীপ্ত ও শিক্ষণীয় গল্প

টাকা আদায়ের অভিনব কৌশল | নাসির গাজীর বুদ্ধিদীপ্ত ও শিক্ষণীয় গল্প

উপমহাদের প্রখ্যাত আলেম, হাকিমুল উম্মত হিসেবে খ্যাত মাওলানা আশরাফ আলী থানভী রচিত মুসলমানের হাসি বই-এ নাসির গাজীর অনেকগুলো বুদ্ধিদীপ্ত ও শিক্ষণীয় গল্প স্থান পেয়েছে। গল্পগুলো থেকে শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। বিশেষ করে শিশু-কিশোরদের জন্য অনেক হাস্যরসাত্মক শিক্ষণীয় গল্প রয়েছে। সেখান থেকে গল্পগুলো এখানে তুলে ধরা হলো-



টাকা আদায়ের অভিনব কৌশল

অনেক দিন আগের কথা। মহারাজ সৈকত আলীর এক বিধবা দাদী ছিল। তিনি ছিলেন বেশ কৃপন। কেউ তার কাছ থেকে একটা পয়সাও আদায় করতে পারে না। মহারাজ একদিন নাসির গাজীকে ডেকে বললেন- গাজী! যে করেই হোক, তুমি যদি আমার দাদীর কাছ থেকে কিছু টাকা আদায় করতে পার, তাহলে তোমাকে পুরস্কৃত করব।

নাসির গাজী উত্তর দিল- এ আর এমন কি কঠিন কাজ? আমি কালই আপনার দাদীর কাছ থেকে টাকা আদায় করব। এই বলে নাসির গাজী বিদায় নিল।

পরদিন সকালে নাসির গাজী পকেটে কিছু ভাজা চিংড়ি মাছ নিয়ে দাদীর বাড়ির ভিতরে গিয়ে ডাকতে লাগল-দাদী, ও দাদী! বড় ইচ্ছে, আজ তোমার বাড়িতে দাওয়াত খাব।

দাদী ভিতরে ভিতরে বেজার, উপরে উপরে খুশি হয়ে বলল, বেশ তো, এসো। দাদী কি এক কারণে যেন প্রতীজ্ঞা করেছিল- চিংড়ি মাছ খাবে না। এটা সবাই জানত। চালাকী করে দাওয়াত খেতে বসে নাসির গাজী যখন লাউঘন্ট দিয়ে ভাত খাচ্ছিল, তখন চুপি চুপি পকেট থেকে ভাঁজা চিংড়ি মাছগুলো বের করে লাউঘন্টের মধ্যে মিশিয়ে রাখল এবং খাওয়া শেষ করল। খাওয়া শেষ হলে দাদী জিজ্ঞাসা করল, নাসির! কোন্ তরকারী খেতে ভাল হয়েছে?

নাসির গাজী তৃপ্তিভরা কণ্ঠে উত্তর দিল-দাদী! লাউ-চিংড়িটা খেতে খুব ভাল হয়েছে। দাদী অবাক! মাথায় হাত দিয়ে বললেন, কি বল নাসির! আমি চিংড়ি মাছ খাইনা, ছুইও না। এটা সবাই জানে। তা তুমি কোথায় চিংড়ি মাছ দেখলে? তুমি এসব কি বলছ?

তাহলে এই চিংড়ি মাছ এলো কোথা থেকে।- বলতেই নাসির গাজী একটি চিংড়ি মাছ দেখাল।

চিংড়ি মাছ দেখে দাদী হতবাক। দাদী তখন নাসির গাজীর হাত ধরে বলল- হয়ত ভুল করে এসব হয়ে গেছে। তবে নাসির! এ কথা যেন কারো কানে না যায়। তাহলে সবাই আমাকে ভুল বুঝবে।

নাসির গাজী বলল, আমাকে তাহলে দশটি টাকা বখশিশ দাও যে, তোমার ভুল ধরিয়ে দিলাম। দাদী তখন তাকে দশ টাকা দিল। কৃপণ দাদীর কাছ থেকে টাকা পেয়ে নাসির গাজী রাজার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল। রাজা নাসির গাজীর বুদ্ধির প্রশংসা করলেন এবং তাকে অনেক পুরস্কার দিলেন।

নাসির গাজীর অন্যান্য গল্পসমূহ

  • এক সিংহ ও পথচারীর গল্প ➜ পড়ুন
  • জ্বি হুজুর! জ্বি হুজুর!! ➜ পড়ুন
  • মূল্যবান সম্পদ ➜ পড়ুন
  • আজ নগদ কাল বাকী ➜ পড়ুন
  • মাছের মাথা-খাওয়ার লোভ ➜ পড়ুন
  • ওয়াজ না করার ফন্দি ➜ পড়ুন
  • একসাথে দু’জন ➜ পড়ুন
  • হতবাক ইহুদি ➜ পড়ুন
  • উচিত বিচার ➜ পড়ুন
  • তিন টাকার সদাই ➜ পড়ুন
  • বাদশাহ’র ছেলের লেখাপড়া ➜ পড়ুন
  • ফুলদানির জন্য মৃত্যুদন্ড ➜ পড়ুন
  • পন্ডিত খেতাবের বিড়ম্বনা ➜ পড়ুন
  • সৎ লোকের সন্ধানে ➜ পড়ুন
  • চৈতন্য ফিরে এল ➜ পড়ুন
  • ঝাড়-ফুঁকের এ্যাকশন ➜ পড়ুন
  • দিতে জানে না, নিতে জানে ➜ পড়ুন
  • সম্পদের ওসীয়তনামা ➜ পড়ুন
  • আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যেই করেন ➜ পড়ুন
  • সব জায়গায় একই সূত্র ➜ পড়ুন
  • চোর ধরার আজব বুদ্ধি ➜ পড়ুন
  • দুনিয়া ধ্বংসের আগেই ধ্বংস ➜ পড়ুন
  • অল্প সময়ের জন্য বিনা খরচে সুখের আস্বাদ ➜ পড়ুন
  • পনের দিনের মজুরীর ভয়ে ➜ পড়ুন
  • কুকুর তাড়ানো ভণ্ডপীর ➜ পড়ুন
  • সব জায়গায় একই সূত্র ➜ পড়ুন
  • পবিত্র কোরআনের আয়াতের ফুঁকের ক্ষমতা
x

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments