Monday, December 23, 2024

ব্যথার ওষুধ কাদের স্বাস্থ্যের জন্য বেশি ক্ষতিকর

ব্যথার ওষুধ কাদের স্বাস্থ্যের জন্য বেশি ক্ষতিকর

ব্যথা কমানোর ওষুধের একটি অন্যতম পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে পেটের অস্ত্র ও পাকস্থলী থেকে রক্তক্ষরণ। এছাড়াও পেটের নাড়িভুঁড়ি ছিদ্র হয়ে যেতে পারে এবং লিভার ও কিডনির ক্ষতিসাধন হতে পারে। বয়স্কদের মধ্যে প্রতি তিনজনের একজনের পাকস্থলী থেকে রক্তক্ষরণ এই ওষুধ থেকে হতে পারে। অনেকে ডাক্তারের পরামর্শের অতিরিক্ত বেশি মাত্রায় ও বেশি সময় ধরে এই ওষুধ ব্যবহার করে থাকেন।


আরো পড়তে পারেন: অনুসরণীয় 30টি সাধারণ স্বাস্থ্য পরামর্শ আপনার জন্য


আবার অনেকে নিজের ইচ্ছামতো হাড় বা মাংসপেশির ব্যথা কমানোর জন্য ওষুধ দোকান থেকে কিনে খান। ফলে পেট ব্যথা হয়। ব্যথা কমার ওষুধ খাবার পর যদি পেটে ব্যথা বেশি হয় বা আগের পেট ব্যথা বেড়ে যায় বা পেট ফেঁপে থাকে তবে ওষুধ বন্ধ করে দিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এ ধরনের ওষুধ ইনজেকশন বা পায়খানার রাস্তায় সাপোজিটরি হিসেবে নিলেও অন্ত্র থেকে রক্তক্ষরণ হতে পারে। সে ক্ষেত্রে পায়খানা কালো আলকাতরার মতো হয়ে থাকে। পাকস্থলীকে এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হতে রক্ষার জন্য রেনিটিডিন, ফ্যামোটিডিন, ওমিপ্রাজল জাতীয় ওষুধ ব্যবহার করা হয়। যাদের পেপটিক আলসার বা পাকস্থলিতে ঘা আছে, পাকস্থলী থেকে আগে রক্তক্ষরণ হয়েছে, লিভার বা কিডনির অসুবিধা আছে, রক্ত জমাটবিরোধী ওষুধ খাচ্ছেন তারা ব্যথা কমানোর এই ওষুধ খাওয়া থেকে সাবধান থাকবেন ।

Related Articles

Stay Connected

0FansLike
3,606FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles