অনাপত্তি সনদ বা No Objection Certificate (NOC)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকারি কর্মচারীদেরকে সরকারি পাসপোর্ট করতে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তি সনদ বা No Objection Certificate (NOC) নিতে হয়। এক্ষেত্রে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন ব্যয়ে পাসপোর্ট দেয়া হয়। এনওসি’র মাধ্যমের পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হয় না। সরকারি চাকরিতে যোগদানের সময় যে পুলিশ ভেরিফিকেশন করা হয়ে থাকে তার মাধ্যমেই হয়ে যায়।
এনওসি সরকারের একটি নির্ধারিত ফরম। এনওসি’র জন্য আবেদন করার সময় এটি পূরণের জন্য নিম্নের বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে-
- এনওসি পূরণে মন্ত্রণালয়/ বিভাগ/ কার্যালয়ের নাম দিতে হয়। অর্থাৎ ব্যক্তি যে অফিস/দপ্তরে কর্মরত থাকেন তার নাম। ওয়েব সাইটের তথ্য প্রদান করতে হয়।
- কর্মরত কর্মস্থলের স্মারক নম্বর এবং ইস্যু নম্বর প্রদানের মাধ্যমে ইস্যু করে নিতে হয়।
- কর্মচারীর নাম, কার্যালয়, দাপ্তরিক পরিচিতি নম্বর, পদবী উল্লেখ করতে হয়।
- বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, অবসরগ্রহণের তারিখ, আবেদনকারীর পরিবাবর্গের তথ্য সরবরাহ করতে হয়।
- নাম, পদবী, টেলিফোন নম্বর ইত্যাদি সহ এনওসি প্রদানকারী কর্মকর্তার তথ্য ও স্বাক্ষর দিতে হয়।
অনাপত্তি সনদ বা No Objection Certificate (NOC) ফরম ডাউনলোড করুন
NOC ফরম পিডিএফ ডাউনলোড করুন (Link-1)
NOC ফরম পিডিএফ ডাউনলোড করুন (Link-2)
NOC ফরম মাইক্রোসফট ওয়ার্ড ফরম্যাট ডাউনলোড করুন