পাসপোর্টের এনওসি’র জন্য আবেদনের ফরম্যাট
তারিখ: ……………………… খ্রি.
বরাবর,
…………..(অফিসের নাম ও ঠিকানা)……………….
……………………………………………………….
……………………………………………………….
যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে।
বিষয়: পাসপোর্ট করার জন্য “নো অবজেকশন সার্টিফিকেট” প্রদান প্রসঙ্গে।
জনাব,
যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী ……………..(অফিসের নাম)………….. এ ……………………. (পদের নাম) ………………………. পদে কর্মরত আছি। আমার নিজের/ আমার স্ত্রী, পুত্র ও কন্যার পাসপোর্ট করার জন্য অফিস কর্তৃক নো অবজেকশন সার্টিফিকেট প্রয়োজন (পূরণকৃত ফরম সংযুক্ত)।
অতএব, আমার পাসপোর্ট করার জন্য অফিস কর্তৃক নো অবজেকশন সার্টিফিকেট প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।
নিবেদক
…………..(আপনার নাম)……………….
…………..(পদবী)……………….
…………..(অফিসের নাম ও ঠিকানা)……………….