Saturday, November 16, 2024

পায়ের আঙ্গুলের মাথাগুলো যথাসম্ভব কিবলার দিকে মুড়িয়ে রাখা

পায়ের আঙ্গুলের মাথাগুলো যথাসম্ভব কিবলার দিকে মুড়িয়ে রাখা

عن أبي حميد الساعدي قال: «كان النبي صلى الله عليه وسلم، إذا أهوى إلى الأرض ساجدا جافى عضديه عن إبطيه، وفتخ أصابع رجليه».-أخرجه الإمام النسائي في “الكبرى”(692) وفي “المجتبى”(1151)؛ وأبو داود في «سننه» (730) ولفظه: ويفتخ أصابع رجليه إذا سجد؛ والترمذي في «سننه» (304)؛ وقال: حسن صحيح. قال ابن القيم: حديث أبي حميد هذا حديث صحيح متلقى بالقبول لا علة له. [تهذيب سنن أبي داود مع مختصر المنذري 1/260]

قال الخطابي: يفتخ أصابع رجليه أي يلينها حتى تنثني فيجهها نحو القبلة. [معالم السنن مع مختصر سنن أبي داود 1/261]

অর্থ: হযরত আবু হুমাইদ আস-সায়িদী রাযি. বলেন, হুযূর ﷺ যখন মাটিতে সিজদা করতেন তখন উভয় বাহুকে বগল থেকে পৃথক রাখতেন এবং দুই পায়ের আঙ্গুলগুলোকে মুড়িয়ে (কিবলার দিকে) করে দিতেন।

-নাসায়ী কুবরা (৬৯২), আল-মুজতাবা (১১৫১), সুনানে আবু দাঊদ (৭৩০), সুনানে তিরমিযী (৩০৪), ইমাম তিরমিযী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা ইবনুল কায়্যিম রহ. বলেন, আবু হুমাইদ আস-সায়িদী রাযি. বর্ণিত এই হাদীস সহীহ ও সকলের নিকট মুতালাক্কা (উলামায়ে কেরাম ব্যাপকভাবে গ্রহণ করেছেন- এমন), এতে কোন ইল্লত বা সনদগত ত্রুটি নেই। (তাহযীবু সুনানি আবি দাঊদ ১/২৬০)

ইমাম খাত্তাবী রহ. বলেন, এই হাদীসে ‘য়্যাফতিখু’ শব্দের অর্থ হলো আঙ্গুলগুলো মুড়িয়ে দেওয়া যেন তা কিবলার দিকে হয়ে যায়। (মাআলিমুস্সুনান ১/২৬১)

Related Articles

Stay Connected

0FansLike
3,606FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles