Friday, May 17, 2024
Homeইসলামআল্লাহর সিফাতী বা গুণবাচক ৯৯টি নাম বা আসমাউল হুসনা

আল্লাহর সিফাতী বা গুণবাচক ৯৯টি নাম বা আসমাউল হুসনা

আসমাউল হুসনা কাকে বলে?

আসমাউল হুসনা আরবি শব্দ। আসমা শব্দের অর্থ হল “নামসমূহ” আর হুসনা শব্দের অর্থ “সুন্দরতম”। অর্থাৎ আসমাউল হুসনা অর্থ হল “সুন্দরতম নামসমূহ”। আর এসকল সুন্দর গুণের একমাত্র অধিকারী হলেন মহান আল্লাহ তায়ালা। পবিত্র কুরআনহাদিসে আল্লাহ তায়ালার অনেক গুণবাচক নামের উল্লেখ রয়েছে। আল্লাহর এসকল গুণবাচক নামসমূহকে বলা হয় আসমাউল হুসনা। আর এরকম নাম রয়েছে মোট ৯৯টি।

আল্লাহর ৯৯টি নামের ফযিলত

الاسماء الحسنىعَن أبِيْ هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَليْهِ وَسَلَّم: “إنّ لِلّهِ تَعَالَى تِسْعَةً وتِسْعِينَ اِسْماً مِائَةً غَيْرَ وَاحِدَةٍ مَنْ أَحْصَاهَا دَخَلَ الجَنّةَ.
অর্থঃ হযরত আবু হুরাইরা রাযি. থেকে বর্ণিত “হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, আল্লাহ তা’আলার ৯৯টি নাম আছে, যে ব্যক্তি উক্ত নামগুলো মুখস্ত রাখবে সে জান্নাতে প্রবেশ করবে।” [সুনানুত্ তিরমিজী হাদীস নং-৩৫০৭]

আল্লাহর সিফাতী বা গুণবাচক ৯৯টি নাম

১. الرحمن অত্যন্ত দয়াবান। ২. الرحيم পরম দয়ালু। ৩. الملك  অধিপতি।৪. القدوس পবিত্র। ৫. السلام শান্তিময়।৬. المؤمن নিরাপত্তা বিধায়ক। ৭. المهيمن রক্ষক। ৮. العزيز পরাক্রমশালী। ৯. الجبار শক্তি প্রয়োগে সংশোধনকারী, প্রবল। ১০. المتكبر মহিমান্বিত। ১১. الخالق স্রষ্টা। ১২. البارئ উদ্ভাবনকর্তা, ত্রুটিহীন স্রষ্টা। ১৩. المصور আকৃতিদাতা। ১৪. الغفار পরম ক্ষমাশীল। ১৫. القهار মহা পরাক্রান্ত। ১৬. الوهاب মহা দাতা। ১৭. الرزاق রিযিকদাতা। ১৮. الفتاح মহা বিজয়ী। ১৯. العليم মহাজ্ঞানী। ২০. القابض সংকোচনকারী। ২১. الباسط সম্প্রসারণকারী। ২২. الخافض পতনকারী, অবনমনকারী। ২৩. الرافع উন্নয়নকারী। ২৫. المذل অপমানকারী।২৬. السميع সর্বশ্রোতা। ২৭. البصير সম্যক দ্রষ্টা। ২৮. الحكم মীমাংসাকারী। ২৯. العدل ন্যায়নিষ্ঠ। ৩০. اللطيف সুক্ষ্মদর্শী। ৩১. الخبير সর্বজ্ঞ। ৩২. الحليم ধৈর্যশীল। ৩৩. العظيم মহিমাময়। ৩৪. الغفور পরম ক্ষমাকারী। ৩৫. الشكور গুণগ্রাহী। ৩৬. العلي সর্বোচ্চ সমাসীন, অতি উচ্চ। ৩৭. الكبير সুমহান। ৩৮. الحفيظ মহারক্ষক। ৩৯. المقيت আহার্যদাতা। ৪০. الحسيب হিসাব গ্রহণকারী। ৪১. الجليل মহিমান্বিত। ৪২. الكريم অনুগ্রহকারী।৪৩. الرقيب পর্যবেক্ষণকারী। ৪৪. المجيب কবুলকারী। ৪৫. الواسع সর্বব্যাপী। ৪৬. الحكيم প্রজ্ঞাময়। ৪৭. الودود প্রেমময়। ৪৮. المجيد গৌরবময়। ৪৯. الباعث পুনরুত্থানকারী।

৫০. الشهيد প্রত্যক্ষকারী।৫১. الحق সত্যপ্রকাশক, হক। ৫২. الوكيل কর্ম বিধায়ক। ৫৩. القوى শক্তিশালী। ৫৪. المتين দৃঢ়তাসম্পন্ন। ৫৫. الولي অভিভাবক।৫৬. الحميد প্রশংসিত। ৫৭. المحصى হিসাব গ্রহণকারী। ৫৮. المبدئ আদি স্রষ্টা। ৫৯. المعيد পুন:সৃষ্টিকারী। ৬০. المحيي জীবনদাতা। ৬১. المميت মৃত্যুদাতা। ৬২. الحي চিরঞ্জীব। ৬৩. القيوم স্বপ্রতিষ্ঠ সংরক্ষণকারী। ৬৪. الواجد প্রাপক, তিনি যা চান তাই পান। ৬৫. الماجد মহান। ৬৬. الواحد একক। ৬৭. الاحد এক অদ্বিতীয়। ৬৮. الصمد অনপেক্ষ। ৬৯.  القادر শক্তিশালী। ৭০. مقتدر ক্ষমতাশালী। ৭১.  المقدم  অগ্রবর্তীকারী। ৭২.المؤخر পশ্চাদবর্তীকারী। ৭৩. الأول  সর্বপ্রথম অর্থাৎ অনাদি। ৭৪. الآخر শেষ অর্থাৎ অনন্ত। ৭৫. الظاهر প্রকাশ্য।৭৬.الباطن গুপ্তসত্তা। ৭৭. الوالي অধিপতি। ৭৮. المتعال সর্বোচ্চ মর্যাদাবান। ৭৯. البر কৃপাময়। ৮০. التواب তওবা কবুলকারী। ৮১.   المنتقم শাস্তিদাতা। ৮২.  العفو ক্ষমাকারী। ৮৩. الرؤوف দয়ার্দ্র। ৮৪. مالك الملك সার্বভৌম ক্ষমতার অধিকারী। ৮৫. ذو الجلال و الإكرام মহিমাময় মহানুভব। ৮৬. المقسط ন্যায়পরায়ণ। ৮৭. الجامع একত্রকরণকারী। ৮৮. الغني অভাবমুক্ত। ৮৯. المغني অভাব মোচনকারী। ৯০. المانع প্রতিরোধকারী। ৯১. الضار ক্ষতির ক্ষমতাকারী। ৯২. النافع কল্যাণকারী। ৯৩. النور জ্যোতির্ময়। ৯৪. الهادي পথ প্রদর্শক। ৯৫. البديع নমুনাবিহীন সৃষ্টিকারী। ৯৬. الباقي চিরস্থায়ী। ৯৭. الوارث স্বত্বাধিকারী। ৯৮. الرشيد সত্যদর্শী। ৯৯. الصبور ধৈর্যশীল।

الرحمن অত্যন্ত দয়াবান • الرحيم পরম দয়ালু • الملك অধিপতি • القدوس পবিত্র • السلام শান্তিময় • المؤمن নিরাপত্তা বিধায়ক • المهيمن রক্ষক • العزيز পরাক্রমশালী • الجبار শক্তি প্রয়োগে সংশোধনকারী, প্রবল • المتكبر মহিমান্বিত • الخالق স্রষ্টা • البارئ উদ্ভাবনকর্তা, ত্রুটিহীন স্রষ্টা • المصور আকৃতিদাতা • الغفار পরম ক্ষমাশীল • القهار মহা পরাক্রান্ত • الوهاب মহা দাতা • الرزاق রিযিকদাতা • الفتاح মহা বিজয়ী • العليم মহাজ্ঞানী • القابض সংকোচনকারী • الباسط সম্প্রসারণকারী • الخافض পতনকারী, অবনমনকারী • الرافع উন্নয়নকারী • المذل অপমানকারী • السميع সর্বশ্রোতা • البصير সম্যক দ্রষ্টা • الحكم মীমাংসাকারী • العدل ন্যায়নিষ্ঠ • اللطيف সুক্ষ্মদর্শী • الخبير সর্বজ্ঞ • الحليم ধৈর্যশীল • العظيم মহিমাময় • الغفور পরম ক্ষমাকারী • الشكور গুণগ্রাহী • العلي সর্বোচ্চ সমাসীন, অতি উচ্চ • الكبير সুমহান • الحفيظ মহারক্ষক • المقيت আহার্যদাতা • الحسيب হিসাব গ্রহণকারী • الجليل মহিমান্বিত • الكريم অনুগ্রহকারী • الرقيب পর্যবেক্ষণকারী • المجيب কবুলকারী • الواسع সর্বব্যাপী • الحكيم প্রজ্ঞাময় • الودود প্রেমময় • المجيد গৌরবময় • الباعث পুনরুত্থানকারী • الشهيد প্রত্যক্ষকারী • الحق সত্যপ্রকাশক, হক • الوكيل কর্ম বিধায়ক • القوى শক্তিশালী • المتين দৃঢ়তাসম্পন্ন • الولي অভিভাবক • الحميد প্রশংসিত • المحصى হিসাব গ্রহণকারী • المبدئ আদি স্রষ্টা • المعيد পুন:সৃষ্টিকারী • المحيي জীবনদাতা • المميت মৃত্যুদাতা • الحي চিরঞ্জীব • القيوم স্বপ্রতিষ্ঠ সংরক্ষণকারী • الواجد প্রাপক, তিনি যা চান তাই পান • الماجد মহান • الواحد একক • الاحد এক অদ্বিতীয় • الصمد অনপেক্ষ • القادر শক্তিশালী • مقتدر ক্ষমতাশালী • المقدم অগ্রবর্তীকারী • المؤخر পশ্চাদবর্তীকারী • الأول সর্বপ্রথম অর্থাৎ অনাদি • الآخر শেষ অর্থাৎ অনন্ত • الظاهر প্রকাশ্য • الباطن গুপ্তসত্তা • الوالي অধিপতি • المتعال সর্বোচ্চ মর্যাদাবান • البر কৃপাময় • التواب তওবা কবুলকারী • المنتقم শাস্তিদাতা • العفو ক্ষমাকারী • الرؤوف দয়ার্দ্র • مالك الملك সার্বভৌম ক্ষমতার অধিকারী • ذو الجلال و الإكرام মহিমাময় মহানুভব • المقسط ন্যায়পরায়ণ • الجامع একত্রকরণকারী • الغني অভাবমুক্ত • المغني অভাব মোচনকারী • المانع প্রতিরোধকারী • الضار ক্ষতির ক্ষমতাকারী • النافع কল্যাণকারী • النور জ্যোতির্ময় • الهادي পথ প্রদর্শক • البديع নমুনাবিহীন সৃষ্টিকারী • الباقي চিরস্থায়ী • الوارث স্বত্বাধিকারী • الرشيد সত্যদর্শী • الصبور ধৈর্যশীল।


আরো পড়তে পারেন: বিবাহের ফযীলত ও সার্বজনীন উপকারিতাসমূহ


আল আসমাউল হুসনার যথাযথ বাংলা অনুবাদ কিছুতেই হয় না। এখানে যে বাংলা অর্থ দেওয়া হয়েছে, তা কেবলমাত্র ইঙ্গিত মাত্র। আল আসমাউল হুসনার মধ্যে থেকে কিছু সংখ্যক গুণাবলী আল্লাহর জন্য সত্তাগত, অনাদি, অনন্ত, ব্যাপক ও অসীম। আর মানুষের জন্য এ সকল গুণ কেবল আল্লাহর দেয়া অস্থায়ী এবং সীমিত।

x

tiltony.com
tiltony.comhttp://www.tiltony.com
তিলটনি.কম একটি বাংলা ব্লগ সাইট। সঠিক, নির্ভরযোগ্য ও পূর্ণ তথ্য সমৃদ্ধ কনটেন্ট প্রকাশ করার উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে ওয়েবসাইটটি।বিজ্ঞান ও প্রযুক্তি ‣ শিক্ষা ‣ স্বাস্থ্য ‣ জীবনযাপন ‣ পাঁচমিশালি ‣ অন্যান্য প্রয়োজনীয় তথ্য ও সংবাদ পেতে ভিজিট করুন।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments