Friday, March 14, 2025

পাঁচ ওয়াক্ত নামাজের সময়সীমা, নামাযের মুস্তাহাব ও নিষিদ্ধ সময় আলোচনা করুন।

প্রশ্ন: পাঁচ ওয়াক্ত নামাজের সময়সীমা, নামাযের মুস্তাহাব ও নিষিদ্ধ সময় আলোচনা করুন। বিষয়: IST-602 : ‍Study of Al-Fiqh কোর্স: এমএ ইন ইসলামিক স্টাডিজ (ফাইনাল)



পাঁচ ওয়াক্ত নামাজের সময়সীমা, নামাযের মুস্তাহাব ও নিষিদ্ধ সময় আলোচনা করুন।

ভূমিকা

ইসলামী শরীয়াতে প্রতিদিন মোট ৫ ওয়াক্ত সালাত ফরয করা হয়েছে। সাথে সাথে এগুলো আদায়ের পাঁচটি সময়ও নির্ধারিত রয়েছে যাতে করে বান্দা এ সময়ানুবর্তিতার মাধ্যমে তার প্রতিপালকের সাথে অবিচ্ছিন্ন সম্পর্ক বজায় রাখতে পারে। একই ওয়াক্তে পাঁচটি নামায আদায় করা ফরয করা হলে বান্দার মাঝে ক্লান্তি ও বিরক্তিবোধ উদ্রেক হওয়া স্বাভাবিক ছিল। তাই পাঁচটি ভিন্ন ভিন্ন সময়ে পাঁচটি সালাত আদায় করা ফরয করা হয়েছে- যেন বান্দার মাঝে অবসন্নতা ও বিরক্তিবোধ না আসে। প্রকৃতপক্ষে আল্লাহ্‌ তায়ালা অধিক প্রজ্ঞাবান।


No posts


পাঁচ ওয়াক্ত নামাযের সময়সমূহ

  • ফজর: ফজর নামাজের সময় শুরু হয় সুবহি সাদিক হওয়ার সাথে সাথে এবং সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত এর সময় থাকে। রাতের শেষে আকাশের পূর্ব দিগন্তে লম্বা আকৃতির যে আলোর রেখা দেখা যায় তাকেই বলে সুবহে সাদিক।
  • যোহর: দুপুরের সূর্য পশ্চিম আকাশে হেলে পড়লেই যোহরের ওয়াক্ত শুরু হয়। ছায়া আসলি বাদে কোনো বস্তুর ছায়া দ্বিগুন হওয়া পর্যন্ত এর সময় থাকে। কোনো বস্তুর ঠিক দুপুরের সময় যে ক্ষুদ্র ছায়া থাকে তাকেই বলে ছায়া আসলি।
  • আসর: যোহরের সময় শেষ হলেই আসরের সময় শুরু হয় এবং সূর্যাস্তের পূর্ব পর্যন্ত বিদ্যমান থাকে। তবে সূর্যের রং হলুদ হওয়ার আগেই আসর সালাত আদায় করা উচিত।
  • মাগরিব: সূর্যাস্তের পর থেকে মাগরিবের সময় শুরু হয় এবং পশ্চিম আকাশে যতক্ষন লালিমা বিদ্যমান থাকে ততক্ষণ সময় থাকে।

অগ্নিবীণাদোলন চাঁপাবিষের বাঁশিভাঙার গানচিত্তনামাছায়ানটপুবের হাওয়াসাম্যবাদী ঝিঙে ফুলসর্বহারা • ফণিমনসা • সিন্ধু-হিন্দোলজিঞ্জিরচক্রবাকসন্ধ্যাপ্রলয়শিখানির্ঝরনতুন চাঁদমরু-ভাস্করশেষ সওগাতঝড়


  • ইশা: মাগরিবের সময় শেষ হলেই ইশার ওয়াক্ত শুরু হয় এবং সুবহি সাদিকের পূর্ব পর্যন্ত বিদ্যমান থাকে। তবে মধ্য রাতের আগেই এই নামাজ আদায় করা উত্তম।
  • জুমা: শুক্রবার আদায় করতে হয় । সালাতে আলাদা কোনো ওয়াক্ত নেই। যোহরের সময়ই এই নামাজ আদায় করতে হয়।

পাঁচ ওয়াক্ত নামাযের মুস্তাহাব সময়

  • ফজরের নামাজ আউয়াল ওয়াক্ত থেকে কিছু সময় দেরী করে পড়া মুস্তাহাব। এতে করে সকল মুছল্লী নামাযে শরীক হতে পারে।
  • যোহরের নামাজ গরমের সময় একটু দেরী করে পড়া আর শীতের সময় প্রথম ওয়াক্তে আদায় করা মুস্তাহাব।
  • সূর্যের রং পরিবর্তন হওয়ার পূর্বেই আসরের নামায আদায় করা মুস্তাহাব।
  • সূর্যাস্তের পর বিলম্ব না করে মাগরিবের নামায আদায় করা মুস্তাহাব। মেঘলা দিনে কিছু সময় বিলম্ব করে পড়া।
  • ইশার নামায বিলম্ব করে রাতের এক তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার পূর্বে আদায় করা মুস্তাহাব।


পাঁচ ওয়াক্ত নামাযের নিষিদ্ধ সময়

  • সূর্যোদয় শুরু হওয়ার সময় থেকে পুরোপুরি সূর্যোদয় সম্পূর্ণ হওয়ার সময় পর্যন্ত নামায পড়া নিষিদ্ধ।
  • যখন সূর্য সরাসরি মাথার উপর থাকে, তখন নামায পড়া নিষিদ্ধ; এবং
  • সূর্যস্ত শুরু হওয়ার সময় থেকে সূর্যটি পুরোপুরি অস্ত যাওয়া বা ডুবে যাওয়ার সময় পর্যন্ত নামায পড়া নিষিদ্ধ।

উপসংহার

আল্লাহ তা‘আলা নামাযকে সময়ের সাথে খাস করে দিয়েছেন। প্রত্যেক নামাযের নির্ধারিত সময় রয়েছে। প্রত্যেক নামাযকে তার নির্ধারিত সময়ে আদায় করা ফরয। গ্রহণযোগ্য কোনো ওযর ছাড়া এক নামায অন্য নামাযের সময়ে আদায় করলে কবীরা গুনাহ হবে। হুজুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম মে‘রাজ থেকে এসে নামাযের প্রাকটিক্যাল ট্রেনিং, নামাজের ওয়াক্ত এসব কিছু সাহাবাদের রা. যুহরের সময় জানালেন। ফজরের সময় যেহেতু সকলকে একত্র করা কঠিন ছিল, তাই এসব কিছু যুহর থেকে শুরু করলেন। এজন্য হাদীসের কিতাবেও নামাযের ওয়াক্তের বর্ণনা যুহর থেকে শুরু করা হয়েছে।



• IST-601 : Study of al Tafsir (Tafsir Ibn Kathir : Surah-al-Maieda verse 1 to 77) • IST-602 : Study of al-Fiqh • IST-603 : Philosophy of religion and Comparative Religion • IST-604 : History of Sufism in Bangladesh and some prominent • IST-605 : Trade, Commerce and Business Studies in Islam

Related Articles

Stay Connected

0FansLike
3,606FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles