▶ প্রশ্ন: গোসল ও তায়াম্মুম-এর সংজ্ঞা দিন। উভযের ফরয কয়টি ও কি কি? আলোচনা করুন। ▶ বিষয়: IST-602 : Study of Al-Fiqh ▶ কোর্স: এমএ ইন ইসলামিক স্টাডিজ (ফাইনাল)
গোসল ও তায়াম্মুম-এর সংজ্ঞা দিন। উভযের ফরয কয়টি ও কি কি? আলোচনা করুন।
ভূমিকা
ঈমানদারকে সবসময় শারীরিক পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখতে হয়। উযুর পাশাপাশি তাকে সময়-সুযোগ ও সুবিধা-আবশ্যিকতা অনুপাতে গোসলও করতে হয়। এমনকি প্রয়োজন এবং অবস্থার প্রেক্ষাপটে তায়াম্মুম করার মাধ্যমেও পবিত্র অর্জনের সুযোগ রয়েছে ইসলামী শরীয়াতে। রাসুলুল্লাহ (সা.) অপবিত্রতা দূর করার জন্য গোসল করার তাগিদ দিয়েছেন। গোসলের তিনটি ফরজ ও ছয়টি সুন্নত রয়েছে। মুমিনরা এগুলো একনিষ্ঠভাবে পালন করেন। যথাযথভাবে এসব ফরয পালন না করলে— ফরয গোসল ঠিকমতো হয় না। এতে গোসলকারী অপবিত্র থেকে যায়।
গোসল কাকে বলে
গোসল আরবী শব্দ। এ শাব্দিক অর্থ হলো ধৌত করা। আর শরী’আতের পরিভাষায় গোসল অর্থ হলো, পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে সর্বাঙ্গ ধৌত করা। যেহেতু গোসল অর্থ পরিষ্কার, পবিত্রতা বা শরীরের ময়লা পরিষ্কার করা, তাই গোসলের সংঙ্গা এভাবে করা যায় -শরীরের ময়লা দূরিকরনার্থে সমস্ত অঙ্গে পানি প্রবাহিত করার নামকেই গোসল বলে। আবার বলা যায় আল্লাহর ইবাদতের উদ্দেশ্য নাপাক দূরিকরনার্থে সমস্ত শরীর ধৌত করাকে গোসল বলে।
গোসলের ফরযসমূহ
গোসলের ফরয তিনটি। গোসলের ফরযগুলো হলো—
১. গড়গড়াসহ কুলি করা
গোসলের প্রথম ফরজ হলো- গড়গড়াসহ কুলি করা। মুখের ভেতর অনেক সময় খাবারের উচ্ছিষ্ট জমে থাকে। গলার ভেতরেও কফ জমে থাকে। তাই গড়গড়াসহ কুলি করলে গলার কফ ও মুখের ভেতর জমে থাকা খাবারের উচ্ছিষ্ট দূর হয়ে যায়।
২. নাকে পানি দেওয়া
গোসলের আরেকটি ফরয হলো- নাকের ভেতর পানি দেওয়া। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নাকে পানি দিয়েছেন। এ সম্পর্কিত একাধিক হাদিস বর্ণিত রয়েছে।
৩. সমগ্র শরীর ভালোভাবে ধৌত করা
এমনভাবে গোসল করতে হবে— যাতে শরীরের কোনো অঙ্গ শুকনো না থাকে। এ প্রসঙ্গে একাধিক হাদিস রয়েছে। সেসব হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন গোসল করতেন, তখন তার শরীরের সব অংশ ভেজা থাকতো।
তায়াম্মুম কাকে বলে
তায়াম্মুম শব্দের আভিধানিক অর্থ হলো ইচ্ছা করা, সংকল্প করা, ইচ্ছা পোষণ করা ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় পবিত্রতা অর্জনের লক্ষ্যে মাটি ব্যবহারের ইচ্ছা পোষণ করে তা বাস্তবায়ন করার নাম তায়াম্মুম। আল-মুজাম্মল ওসিয়ত গ্রন্থে বলা হয়েছে, মাটি দ্বারা মুখমন্ডল ও উভয় হাত মাসেহ করাকে তায়াম্মুম বলে।
তায়াম্মুমের ফরয
তায়াম্মুমের ফরয তিনটি। যথা- ১. নিয়ত করা, ২. মুখমন্ডল মাসেহ করা, ৩. উভয় হাত কনুই পর্যন্ত মাসেহ করা।
আল্লাহ তায়ালা পবিত্র কুরআনের সূরা মায়েদার ৬ নম্বর আয়াতে তায়াম্মুমের কথা উল্লেখ করে বলেন,
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا قُمْتُمْ اِلَی الصَّلٰوۃِ فَاغْسِلُوْا وُجُوْهَكُمْ وَاَیْدِیَكُمْ اِلَی الْمَرَافِقِ وَامْسَحُوْا بِرُءُوْسِكُمْ وَ اَرْجُلَكُمْ اِلَی الْکَعْبَیْنِ ؕ وَ اِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوْا ؕ وَ اِنْ كُنْتُمْ مَّرْضٰۤی اَوْ عَلٰی سَفَرٍ اَوْجَآءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَآئِطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَآءَ فَلَمْ تَجِدُوْا مَآءً فَتَیَمَّمُوْا صَعِیْدًا طَیِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَیْدِیْكُمْ مِّنْهُ ؕ مَایُرِیْدُ اللهُ لِیَجْعَلَ عَلَیْكُمْ مِّنْ حَرَجٍ وَّلٰکِنْ یُّرِیْدُ لِیُطَهِّرَكُمْ وَلِیُتِمَّ نِعْمَتَهٗ عَلَیْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ﴿۶﴾
হে মুমিনগণ! তোমরা যখন নামাযের জন্য উঠবে তখন নিজেদের চেহারা ও কনুই পর্যন্ত নিজেদের হাত ধুয়ে নিবে, নিজেদের মাথাসমূহ মাসেহ করবে এবং টাখনু পর্যন্ত নিজেদের পা (ও ধুয়ে নেবে)। তোমরা যদি জানাবত অবস্থায় থাক তবে নিজেদের দেহ (গোসলের মাধ্যমে) ভালোভাবে পবিত্র করে নেবে। তোমরা যদি পীড়িত হও বা সফরে থাক কিংবা তোমাদের মধ্যে কেউ শৌচস্থান থেকে আসে অথবা তোমরা স্ত্রীদের সাথে দৈহিক মিলন করে থাক এবং পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে এবং তা (মাটি) দ্বারা নিজেদের চেহারা ও হাত মাসেহ করবে। আল্লাহ তোমাদের উপর কোনও কষ্ট চাপাতে চান না; বরং তিনি তোমাদেরকে পবিত্র করতে চান এবং তোমাদের প্রতি স্বীয় নিয়ামত পরিপূর্ণ করতে চান, যাতে তোমরা শুকরগোযার হয়ে যাও।
উপসংহার
ইসলাম মানব কল্যাণ মুখী জীবন ব্যবস্থা। সর্বক্ষেত্রে ইসলাম মানুষের জন্য সহজ বিধান প্রবর্তন করেছে। তায়াম্মুমের বিধান তার-ই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ইসলামে অসুস্থ কিংবা অফারেগ ব্যক্তিদের জন্য জোরজবরদস্তি নেই। অসুস্থ ব্যক্তির জন্য রয়েছে অসুস্থ ব্যক্তির বিধান। যদি কোন ব্যক্তি পানি ব্যবহারে অক্ষম হয় তাহলে তার তায়াম্মুম এর বিধান।
• IST-601 : Study of al Tafsir (Tafsir Ibn Kathir : Surah-al-Maieda verse 1 to 77) • IST-602 : Study of al-Fiqh • IST-603 : Philosophy of religion and Comparative Religion • IST-604 : History of Sufism in Bangladesh and some prominent • IST-605 : Trade, Commerce and Business Studies in Islam •