উপমহাদের প্রখ্যাত আলেম, হাকিমুল উম্মত হিসেবে খ্যাত মাওলানা আশরাফ আলী থানভী রচিত মুসলমানের হাসি বই-এ নাসির গাজীর অনেকগুলো বুদ্ধিদীপ্ত ও শিক্ষণীয় গল্প স্থান পেয়েছে। গল্পগুলো থেকে শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। বিশেষ করে শিশু-কিশোরদের জন্য অনেক হাস্যরসাত্মক শিক্ষণীয় গল্প রয়েছে। সেখান থেকে গল্পগুলো এখানে তুলে ধরা হলো-
নিরপেক্ষ স্থুল কারচুপি বিচারক
একবার জনসাধারণ সর্বসম্মতিক্রমে নাসির গাজীকে কাজী নির্বাচিত করতে চাইলো। নাসির গাজী বলল, ‘না, প্রথমে আমি কাজীর থেকে শিক্ষা গ্রহণ করি, তারপর তোমরা সিদ্ধান্ত নিও।’ তাতে সবাই রাজী হল।
নাসির গাজী কাজীর দরবারে গিয়ে কাজীকে জিজ্ঞেস করল, ‘হুজুর! যদি দু’টি গরুর মধ্যে লড়াইয়ে একটি গরু আরেকটিকে মেরে ফেলে, তাহলে এই মামলার কি করে ফয়সালা হবে?’
- কাজী একটু ভেবে বললেন, ‘প্রথমেই জানতে হবে-নিহত গরুর মালিক কে?’
- যদি নিহত গরু জমিদারের হয়?
- তাহলে বিধি অনুযায়ী জিতে যাওয়া গরুর মালিক জমিদারকে দু’টি গরুর মূল্য দেবে।
- যদি ঐ নিহত গরুর মালিক একজন গরীব হয়?
- তাহলে তার তো সহজ ফয়সালা, গরীব একটি গরুর মুল্য দেবে জমিদারকে?
নাসির গাজী ভ্রু কুচকে বলল, ‘হুজুর ঠিক বুঝতে পারলাম না। জমিদারের গরু গরীবের গরুকে মেরে ফেললে গরীব কেন জমিদারকে দুটো দেবে?’
কাজী বললেন, ‘এ তো খুব সহজ কথা। জমিদারের গরু গরীবের গরুকে মেরে ফেলতে গিয়ে নিশ্চয় অনেক শক্তি ক্ষয় করেছে। সুতরাং জমিদারের গরুর শক্তি ক্ষয়ের জন্য খরচার টাকা গরীবকেই দিতে হবে। এটা হচ্ছে নিরপেক্ষ স্থুল কারচুপি বিচার।’
‘হুঁ হুঁ! আচ্ছা এইভাবেই ফয়সালা করতে হবে! এ-তো দেখছি জোর যার মুল্লক তার!’ নাসির গাজী কাজীর কাছ থেকে ফিরে গ্রামবাসীদেরকে কাজীর শিক্ষার ফলাফলের কথা জানিয়ে বলল- ভাইসব! আমার দ্বারা কাজীর কাজ হবে না। কারণ, ঐ কাজীর মতো নিরপেক্ষ স্কুল কারচুপি বিচার আমি সারা জীবনেও শিখতে পারব না। আমি হলাম সাদাসিধা সহজ মানুষ। তখন উপস্থিত লোকেরা বলল, আমরা ঐ কাজীর মত নিরপেক্ষ স্থুল কারচুপি বিচারক চাই না। আমরা চাই আপনার মত সাদাসিধা সহজ বিচারক। তখন সবাই কাকুতি-মিনতি করে নাসির গাজীকে বিচারক নির্বাচিত করল।
নাসির গাজীর অন্যান্য গল্পসমূহ
- এক সিংহ ও পথচারীর গল্প ➜ পড়ুন
- জ্বি হুজুর! জ্বি হুজুর!! ➜ পড়ুন
- মূল্যবান সম্পদ ➜ পড়ুন
- আজ নগদ কাল বাকী ➜ পড়ুন
- মাছের মাথা-খাওয়ার লোভ ➜ পড়ুন
- ওয়াজ না করার ফন্দি ➜ পড়ুন
- একসাথে দু’জন ➜ পড়ুন
- হতবাক ইহুদি ➜ পড়ুন
- উচিত বিচার ➜ পড়ুন
- তিন টাকার সদাই ➜ পড়ুন
- বাদশাহ’র ছেলের লেখাপড়া ➜ পড়ুন
- ফুলদানির জন্য মৃত্যুদন্ড ➜ পড়ুন
- পন্ডিত খেতাবের বিড়ম্বনা ➜ পড়ুন
- সৎ লোকের সন্ধানে ➜ পড়ুন
- চৈতন্য ফিরে এল ➜ পড়ুন
- ঝাড়-ফুঁকের এ্যাকশন ➜ পড়ুন
- দিতে জানে না, নিতে জানে ➜ পড়ুন
- সম্পদের ওসীয়তনামা ➜ পড়ুন
- আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যেই করেন ➜ পড়ুন
- সব জায়গায় একই সূত্র ➜ পড়ুন
- চোর ধরার আজব বুদ্ধি ➜ পড়ুন
- দুনিয়া ধ্বংসের আগেই ধ্বংস ➜ পড়ুন
- অল্প সময়ের জন্য বিনা খরচে সুখের আস্বাদ ➜ পড়ুন
- পনের দিনের মজুরীর ভয়ে ➜ পড়ুন
- কুকুর তাড়ানো ভণ্ডপীর ➜ পড়ুন
- সব জায়গায় একই সূত্র ➜ পড়ুন
- পবিত্র কোরআনের আয়াতের ফুঁকের ক্ষমতা