Saturday, December 21, 2024

বিশ্বের জনপ্রিয় ২০টি ব্লগ সাইটের তালিকা

যারা ব্লগিং (Blogging) করতে চান, ব্লগ সাইট তৈরি করতে চান তাদের সবারই একটা কমন প্রশ্ন থাকে কোন নিশ নিয়ে কাজ করবো? কেমন সাইট তৈরি করবো? কিভাবে কি করবো? ইত্যাদি। আপনি যদি সত্যিই ব্লগিং করতে চান তাহলে সর্বাগ্রে যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হলো রিসার্চ। সেটা কী-ওয়ার্ড রিসার্চই হোক, নিশ রিসার্চই হোক অথবা অন্য কোন রিসার্চ। ব্লগে সফল হতে হলে রিসার্চ আপনাকে সবসময় করতে হবে। অন্য একজনে যে নিশ নিয়ে কাজ করেছে, যে পদ্ধতিতে কাজ করেছে- আপনিও সেইভাবে করবেন? অবশ্যই না। আপনি অন্য জনেরটা দেখবেন, সেটা নিয়ে রিসার্চ করবেন। মানে ঘাটাঘাটি করবেন। তাহলেই দেখবেন আপনার নিশটা খুঁজে পেয়ে গেছেন। কোন পদ্ধতিতে কাজ করবেন সেটা পেয়ে গেছেন। তাই অন্যের কাজ দেখবেন, কিন্তু অন্ধের মতো তাকে ফলো করার কোন মানে নেই। অন্যের কাজ দেখে নিজের রাস্তা নিজের মতো করে তৈরি করবেন।

ব্লগিং শুরু করার জন্য আপনাকে বিভিন্ন ধরনের ব্লগ সাইট (Blog site) দেখতে হবে। এসব সাইট থেকে অভিজ্ঞতা নিতে হবে। দেখবেন তারা কিভাবে ব্লগের ডিজাইন করেছে, কি ধরণের কনটেন্ট দিচ্ছে, টাইটেল কিভাবে লিখছে, এসইও কিভাবে করেছে? এগুলো সব দেখতে হবে। এসব অভিজ্ঞতা অর্জনের জন্য আপনাকে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের ব্লগ সাইট দেখতে হবে। তাই এখানে বিশ্বের জনপ্রিয় ২০টি ব্লগ সাইটের তালিকা দেয়া হলো। আর জনপ্রিয় মানে আয়ের দিক থেকেও এগুলো শীর্ষে রয়েছে। এই ব্লগ সাইটগুলো অবশ্যই ভালোভাবে মনোযোগ দিয়ে দেখে নিবেন-

এক নজরে বিশ্বের শীর্ষ ২০টি ব্লগ সাইটের তথ্য

ক্র. নংব্লগ সাইটের নামবিষয়ইউআরএলমাসিক ভিজিটর
১.এনগেজেটপ্রযুক্তিhttps://www.engadget.com২৭ মিলিয়ন
২.এন্টারপ্রেনার ডট কমব্যবসা, উদ্যোক্তাhttps://www.entrepreneur.com১২ মিলিয়ন
৩.টিএমজেডট্যাবলয়েড পত্রিকাhttps://www.tmz.com৬০ মিলিয়ন
৪.বিলবোর্ডবিনোদনhttps://www.billboard.com২১ মিলিয়ন
৫.এলেফ্যাশনhttps://www.elle.com৩৭ মিলিয়ন
৬.বিজনেস ইনসাইডারবিজনেস নিউজhttps://www.businessinsider.com১২৪ মিলিয়ন
৭.গিজমোডোপ্রযুক্তিhttps://gizmodo.com২২ মিলিয়ন
৮.ফাস্ট কোম্পানিবিজনেস, টেকনোলজি, ডিজাইনhttps://www.fastcompany.com১০ মিলিয়ন
৯.পিপল ডট কমসেলিব্রেটি, লাইফ স্টাইলhttps://people.com৯০ মিলিয়ন
১০.সিকিং আলফাআর্থিকhttps://seekingalpha.com৩০ মিলিয়ন
১১.মার্কেট ওয়াচআর্থিকhttps://www.marketwatch.com১০৫ মিলিয়ন
১২.উইয়ার্ড ডট কমপ্রযুক্তি, সংস্কৃতি, রাজনীতিhttps://www.wired.com১৯ মিলিয়ন
১৩.ম্যাশেবলবিনোদন, প্রযুক্তি, সোস্যাল মিডিয়াhttps://mashable.com১৪ মিলিয়ন
১৪.সিনেটপ্রযুক্তিhttps://www.cnet.com৯৫ মিলিয়ন
১৫.জিকিউম্যানজhttps://www.gq-magazine.co.uk/?international৯ মিলিয়ন
১৬.টেকক্রাঞ্চ প্রযুক্তিhttps://techcrunch.com১৫ মিলিয়ন
১৭.স্কোর ডট কমস্পোর্টসhttps://www.thescore.com৩ মিলিয়ন
১৮.অটো ব্লগঅটোমোবাইলhttps://www.autoblog.com১২ মিলিয়ন
১৯মেনজ হেলথমেনজhttps://www.menshealth.com১৩ মিলিয়ন
২০.কয়েন টেলিগ্রাফক্রিপ্টোকারেন্সিhttps://cointelegraph.com৭ মিলিয়ন
বিশ্বের জনপ্রিয় ২০টি ব্লগ সাইটের নামের তালিকা

এই সাইটগুলো ভালোভাবে দেখলে, ব্লগ সাইট কেমন হতে পারে সে সম্পকের্ ভালো ধারণা পেয়ে যাবেন। তবে ভালোভাবে দেখতে হবে। তার মানে হলো- তাদের সাইটের ডিজাইন কেমন? কত কনটেন্ট রয়েছে? কনটেন্টগুলো কিভাবে সাজিয়েছে? কনটেন্ট এর ভলিউম কতো মানে কতো শব্দের কনটেন্ট দিয়েছে তারা? কিভাবে টাইটেল লিখেছে? টাইটেলে কিভাবে কী-ওয়ার্ড দিয়েছে? ইউআরএল এ কি লিখেছে? কনটেন্টে ছবি বা ভিডিও কি দিয়েছে? গ্রাফিক্সগুলো কতোটা আই ক্যাচিং? লেখায় কিভাবে পাঠককে ধরে রেখেছে? ইত্যাদি বিষয়গুলো খুব মনোযোগের সাথে দেখতে হবে। তাই এই সাইটগুলো সম্বন্ধে নিচে কিছুটা বিস্তারিত লেখার চেষ্টা করেছি।

বিশ্বের জনপ্রিয় ২০টি ব্লগ সাইটের তালিকা | তিলটনি.কম

এনগেজেট | Engadget

এনগেজেট একটি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট। প্রযুক্তির শীর্ষ বিষয়গুলো এই সাইটে প্রকাশ করা হয়ে থাকে। মাসিক প্রায় ২৭ মিলিয়ন ভিজিট হয় সাইটটি। প্রযুক্তি সম্পকির্ত সাইটগুলোর মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে এই সাইটটির। প্রযুক্তি দুনিয়ার সর্বশেষ খবরাখবর প্রকাশ করে থাকে এই ব্লগ সাইটটি। অর্থাৎ পুরোপুরি প্রযুক্তি নির্ভর কনটেন্ট প্রকাশ করে এনগেজেট। শুধুমাত্র টুইটারেই এদের ফলোয়ার রয়েছে প্রায় ২.৪ মিলিয়নেরও বেশি।

এন্টারপ্রেনার ডট কম | Entrepreneur.com

ছোট ব্যবসা বিশেষ করে উদ্যোক্তা বা ব্যবসায়ের উদ্যোগ বিষয়ক ম্যাগাজিন হলো এন্টারপ্রেনার ডট কম। এর হেড কোয়ার্টার ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। বাৎসরিক ১০টি সংখ্যা বের করে এন্টারপ্রেনার ডট কম। প্রতিমাসে প্রায় ১২ মিলিয়ন ভিজিট হয় সাইটটি। সারা বিশ্বের উদ্যোক্তাদের জন্য খুবই জনপ্রিয় সাইট এটি। ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ, ছোট-বড় উদ্যোগ গ্রহণের পদ্ধতি, ব্যবসা শুরু করার ইতিবাচক-নেতিবাচক দিকগুলো, সাধারণ সমস্যা এবং ভবিষ্যত সম্ভাবনা ইত্যাদি নিয়ে তাদের কনটেন্ট। এছাড়াও সমসাময়িক বিষয় এবং প্রযুক্তি বিষয়ক কনটেন্টও তারা প্রকাশ করে থাকে। তাদের ফেসবুক পেজে প্রায় ৪ মিলিয়ন ফলোয়ার রয়েছে।

টিএমজেড | TMZ

থার্টি মাইল জোন (টিএমজেড) হলো আমেরিকার একটি ট্যাবলয়েড পত্রিকার ওয়েবসাইট। প্রতিমাসে প্রায় ৬০ মিলিয়ন ভিজিট হয় সাইটটি। স্পোর্টস, নিউজ, ভিডিও ইত্যাদি নিয়ে সমসাময়িক কনটেন্ট প্রকাশ করে সাইটটি। বিশেষ করে বিনোদন বিষয়ক কনটেন্টে তাদের ফোকাসটা বেশি। যদিও তারা সমসাময়িক সব বিষয় নিয়েই কনটেন্ট দেয়। এই সাইটটিতে শপ নামে একটি মেন্যু রয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানের পণ্য তারা কমিশনের মাধ্যমে বিক্রির জন্য এফিলিয়েট করে। সোস্যাল মিডিয়া পিনটারেস্টে তাদের মাসিক ৫.৫ মিলিয়ন ভিউয়ার রয়েছে।

বিলবোর্ড | Billboard

বিলবোর্ড আমেরিকার অনেক পুরাতন চার্ট লিস্টার। ১৯৪৫ সালে এটি প্রতিষ্ঠিত হয়। টপ ১০০, বিলবোর্ড ২০০, আর্টিস্ট ১০০, ইয়ার এন্ড হট ১০০ ইত্যাদির তালিকা করে সাইটটি। সপ্তাহ ভিত্তিতে জনপ্রিয় গান এবং শিল্পীর নামের তালিকা প্রকাশ করে। সর্বোপরি বলা যায়, এটি আমেরিকা বিনোদন জগতের খবরাখবরসহ এ সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে কাজ করে। প্রতিমাসে প্রায় ২১ মিলিয়ন ভিজিট হয় সাইটটি।

এলে | Elle

ফ্রান্সের ফ্যাশন ম্যাগাজিন এলে। যদিও এটি ইউরোপে বেশ জনপ্রিয়। প্রতিমাসে প্রায় ৩৭ মিলিয়ন ভিজিট হয় সাইটটি। তাদের সাইটের অন্যতম একটি আয়ের মাধ্যম হলো এডসেন্স। এডসেন্সের এড শো করে আয় করে থাকে। তাছাড়া তাদের সাইটে বিভিন্ন এফিলিয়েট লিংক প্রমোট করে থাকে। সেগুলো থেকেও যথেষ্ট পরিমাণ আয় হয়ে থাকে। ELLE participates in various affiliate marketing programs, which means we may get paid commissions on editorially chosen products purchased through our links to retailer sites. তাদের সাইটে ফুটারে এই কথা লিখে দিয়েছে যে তারা এফিলিয়েট করছে। এছাড়াও তারা ম্যাগাজিনের সাবসক্রিপশন বিক্রি করে থাকে।

বিজনেস ইনসাইডার | Business Insider

বিজনেস ইনসাইডার আমেরিকার বিজনেস নিউজ ওয়েবসাইট। সাইটটির হেডকোয়ার্টার জার্মানিতে। এর প্রকাশনা হয়ে থাকে জামার্নি থেকে। সাইটটি প্রতিমাসে প্রায় ১২৪ মিলিয়ন ভিজিট হয়। বিজনেস ইনসাইডার যদি একটি বিজনেস ব্লগ সাইট। পাশাপাশি তারা লাইট স্টাইল, নিউজ এবং টেকনোলজি বিষয়ক কনটেন্ট নিয়ে কাজ করে। তাদের কনটেন্টগুলো থেকে বিজ্ঞানের মাধ্যমে আয় করে থাকে। যা সাধারণ ভিউয়াররা সাইটে দেখতে পায়। এর সাথে তাদের প্রিমিয়াম সেবা রয়েছে। প্রিমিয়াম কনটেন্টগুলো দেখার জন্য প্রিমিয়াম সাবসক্রিপশন কিনতে হয়। বাৎসরিক ভিত্তিতে প্রিমিয়াম মেম্বারশিপ কিনে ওই কনটেন্টগুলো দেখা যায়। শুধুমাত্র ইউটিউবেই তাদের রয়েছে প্রায় ৪ মিলিয়ন সাবস্ক্রাইবার। আর ফেসবুকে রয়েছে প্রায় ১০ মিলিয়ন ফলোয়ার।

গিজমোডো | Gizmodo

আমেরিকার সায়েন্স ফিকশন ওয়েবসাইট গিজমোডো। মূলত প্রযুক্তি বিষয়ক আর্টিকেল বা নিউজ নিয়ে কাজ করে ওয়েবসাইটটি। এটি ২০০২ সালে চালু করা হয়। প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যে সাইটটি প্রতিমাসে প্রায় ২২ মিলিয়ন ভিজিটের সাফল্য অর্জন করেছে। গিজমোডো একটি ব্রড নিশের ব্লগ সাইট। প্রায় সবধরণের বিষয় নিয়েই কনটেন্ট পাবলিশ করে তারা। খুবই পরিচ্ছন্ন ডিজাইনের একটি সাইট। বিভিন্ন ধরনের এড পাবলিশিং করে সাইট থেকে আয় করে থাকে তারা। টুইটারে তাদের ফলোয়ার রয়েছে ২.৮ মিলিয়নেরও বেশি। তাদের সাইটেও শপিং কার্ট রয়েছে। টি-শার্টসহ বিভিন্ন ধরণের পণ্য বিক্রি করে থাকে তারা। অর্থাৎ শফিফাই (shopify) এর মাধ্যমে তাদের একটি নিজস্ব স্টোর তৈরি করেছে। যেটি যথেষ্ট জনপ্রিয়।

ফাস্ট কোম্পানি | Fast Company

এটি একটি আমেরিকান ম্যাগাজিন। বিজনেস, টেকনোলজি এবং ডিজাইন বিষয়ক ম্যাগাজিন এই ফাস্ট কোম্পানি। মাসিক প্রায় ১০ মিলিয়ন ভিজিট হয় সাইটটি। ১৯৯৫ সালের নভেম্বর মাসে প্রথম প্রকাশিত হয় ম্যাগাজিনটি। অনলাইনে যেমন জনপ্রিয়, প্রিন্ট কপিতে খুবই জনপ্রিয় এই ম্যাগাজিনটি। বিশ্বের নামকরা সেলিব্রেটিদের নিয়ে ফিচার করে থাকে ম্যাগাজিনটি। তাদের টিপস, সিক্রেট, লাইট স্টাইল ইত্যাদি বিষয় নিয়ে কভার ফিচারিং করে থাকে সাইটটি। এছাড়া অন্যান্য সমসাময়িক বিষয় নিয়েও কনটেন্ট পাবলিশ করে সাইটটি। প্রায় ২.৩ মিলিয়ন ফলোয়ার রয়েছে সাইটটির টুইটার পেজে।

পিপল ডট কম | People.com

আমেরিকান তরুনদের কাছে খুবই জনপ্রিয় একটি ম্যাগাজিন পিপল ডট কম। সেলিব্রেটি, লাইফ স্টাইল ও পিপলস ইন্টারেস্ট বিষয়ক কনটেন্ট প্রকাশ করে সাইটটি। সাইটি মাসে প্রায় ৯০ মিলিয়ন ভিজিট হয়।

সিকিং আলফা | Seeking Alpha

সিকিং আলফা আর্থিক বিশ্লেষণধর্মী একটি ওয়েবসাইট। স্টক মার্কেট বিষয়ক সংবাদ, সংবাদের বিশ্লেষণ এবং এধরনের কনটেন্ট প্রকাশিত হয় সাইটটিতে। সাইটটি মাসিক প্রায় ৩০ মিলিয়ন ভিজিটের সাফল্য অর্জন করেছে।

মার্কেট ওয়াচ | Market Watch

আর্থিক খাতের ওয়েবসাইটগুলোর মধ্যে অনেক বেশি জনপ্রিয় হলো মার্কেট ওয়াচ। এটি আর্থিক বিশেষণধর্মী একটি ওয়েব সাইট। মার্কেট ওয়াচ মাসিক প্রায় ১০৫ মিলিয়ন ভিজিট হয়।

উইয়ার্ড ডট কম | Wizard.com

উইয়ার্ড ওয়েবসাইটটি ইউরোপসহ এশিয়াতেও বেশ জনপ্রিয়। এটি একটি আমেরিকান মাসিক ম্যাগাজিন। রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তি বিষয়ক কনটেন্ট প্রকাশ করে উইয়ার্ড ডট কম। প্রতিমাসে প্রায় ১৯ মিলিয়ন ভিজিট হয় সাইটটি।

ম্যাশেবল | Mashable

বিনোদন, প্রযুক্তি ও সোস্যাল মিডিয়া বিষয়ক কনটেন্ট প্রকাশ করে আমেরিকান এই ওয়েব সাইট ম্যাশেবল ডট কম। ম্যাশেবলের মাসিক ভিজিট সংখ্যা হলো প্রায় ১৪ মিলিয়ন।

সিনেট | Cnet

প্রযুক্তি সংশ্লিষ্ট সকলের কাছে খুব পরিচিত একটি ওয়েবসাইট সিনেট। বিভিন্ন সফটওয়ার ডাউনলোড এবং রিভিউ এর জন্য আমরা প্রায়ই সাইটটি ভিজিট করি। আমেরিকান এই সাইটটি প্রযুক্তি বিষয়ক লেখা, রিভিউ, ব্লগ, পডকাস্ট প্রকাশ করে। জনপ্রিয় এই সাইটটি মাসিক প্রায় ৯৫ মিলিয়ন ভিজিট হয়। ১৯৯৪ সালের মার্চ মাসে প্রথম চালু হয় সাইটটি। ২০২০ সালে রেড ভেনচারস নামক একটি আমেরিকান প্রতিষ্ঠান কিনে নেয় এই সাইটটিকে। তাদের সাইটের মূল কনটেন্ট হলো রিভিউ কনটেন্ট। এই সব কনটেন্টের মাধ্যমে এফিলিয়েশন করে থাকে সাইটটি। যা যথেষ্ট রেভিনিউ জেনারেট করা এফিলিয়েট সাইট হিসেবে ধরা যায়।

জিকিউ | GQ

জিকিউ এর পূর্বের নাম ছিল জেন্টেলম্যান কোয়ার্টারলি। পুরুষদের অর্থাৎ আমেরিকান ম্যানজ ম্যাগাজিন হলো জিকিউ। এর মাসিক ভিটিজ হলো প্রায় ৯ মিলিয়ন।

টেকক্রাঞ্চ | TechCrunch

প্রযুক্তি বিষয়ক খুবই জনপ্রিয় একটি ম্যাগাজিন হলো টেকক্রাঞ্চ। ওয়েবসাইটটি প্রযুক্তি প্রেমীদের কাছে খুবই বিশ্বস্থ একটি জায়গা। টেকক্রাঞ্চের মাসিক ভিজিট প্রায় ১৫ মিলিয়ন। প্রযুক্তি নিয়ে যারা মোটামুটি ঘাটাঘাটি করেন তাদের মধ্যে টেকক্রাঞ্চ এর নাম শুনেনি এমন মানুষ পাওয়া কঠিন হবে। এই সাইটটির ডিজাইন একটু অন্যরকম। একেবারের গতানুগতিক ধারার বাইরে। আমরা সাধারণত যেসব ডিজাইন দেখে অভ্যস্ত এই সাইট ঠিক সেরকম নয়। শুধমাত্র টুইটারে তাদের ১০ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে।

দ্য স্কোর ডট কম | Thescore.com

আমেরিকান স্পোর্টস বিষয়ক জনপ্রিয় ম্যাগাজিন স্কোর ডট কম। মাসিক প্রায় ৩ মিলিয়ন ভিজিট হয় সাইটটি।

অটো ব্লগ | Auto Blog

আমেরিকার অটো মোবাইল বিষয়ক ব্লগ হলো অটো ব্লগ। অটোমোবাইল বিষয়ক পোস্ট, রিভিউ, বিশেষণ, নিউজ প্রকাশ করে সাইটটি। সাইটটি মাসিক ভিজিট হয় প্রায় ১২ মিলিয়ন।

মেনজ হেলথ | Menz Health

বিশ্বের মেনজ বিষয়ক জনপ্রিয় একটি ওয়েবসাইট হলো মেনজ হেলথ ডট কম। পুরুষের স্বাস্থ্য, সৌন্দর্য্য, ফিটনেস ও লাইফ স্টাইল বিষয়ক কনটেন্ট প্রকাশ করে সাইটটি। সারা বিশ্বে মেনজ সাইটগুলোর মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি সাইট। সাইটটির মাসিক ভিজিট প্রায় ১৩ মিলিয়ন। মেনজ হেলথ অনলাইন এড শো করে আয় করে থাকে। তাছাড়া রয়েছে তাদের বিভিন্ন ধরণের এফিলিয়েশন। এসব এফিলিয়েটেড কনটেন্ট থেকে যথেষ্ট পরিমাণ আয় করে থাকে। বিশেষ করে হেলথ এবং ফিটনেস রিলেটেড পণ্য এফিলিয়েশন করে থাকে তারা। প্রিন্ট ভার্সনের পাশাপাশি ডিজিটালিও তারা সাবস্ক্রিপশন বিক্রি করে। কেউ ইচ্ছা করলে ডিজিটাল প্রিমিয়াম কনটেন্ট সাবস্ক্রিপশন কিনে দেখতে পারেন। রয়েছে প্রিন্ট কপি কিনে পড়ার অপশন।

কয়েন টেলিগ্রাফ | Coin Telegraph

ক্রিপ্টোকারেন্সি বিষয়ক ওয়েব সাইট হলো কয়েন টেলিগ্রাফ। ২০১৩ সালে জনপ্রিয় এই সাইটি প্রকাশ হয়। ক্রিপ্টোকারেন্সির নিউজ, এনালিসিসসহ অনেক ধরনের কনটেন্ট প্রকাশ করে সাইটটি। এর মাসিক ভিজিট হলো প্রায় ৭ মিলিয়ন।


Related Articles

Stay Connected

0FansLike
3,606FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles