Wednesday, July 3, 2024
Homeইসলামমহিলাদের নামাযের ৯৯ মাসায়িল

মহিলাদের নামাযের ৯৯ মাসায়িল

মহিলাদের নামাযের ৯৯ মাসায়িল



মাসায়িলে কিয়াম ২৭টি

দাঁড়ানোতে ৭ কাজ

  • পায়ের আঙ্গুলসমূহ কিবলার দিকে সোজাভাবে রাখা।
  • উভয় পায়ের মাঝখানে অনূর্ধ্ব চার আঙ্গুল পরিমাণ ফাঁক রাখা।
  • উভয় পায়ের বৃদ্ধাঙ্গুলদ্বয় ও গোঁড়ালিদ্বয়ের মাঝে সমান দূরত্ব রাখা।
  • তাকবীরে তাহরীমার পূর্বে হাত ছেড়ে দাঁড়ানো। (হাত বেঁধে না রাখা)।
  • সম্পূর্ণ সোজা হওয়া (এক পায়ে ভর দিয়ে বাঁকা হয়ে না দাঁড়ানো)।
  • ঘাড় সোজা রাখা। চেহারা জমিনের দিকে না করা।
  • সিজদার জায়গার দিকে নজর রাখা।

⭐ [বি.দ্র. ফরয নামাযের কিয়াম (দাঁড়িয়ে নামায পড়া পুরুষ-মহিলা সকলের জন্যই ফরয।]

হাত উঠানোতে ৮ কাজ

  • হাত কাপড়ের ভিতর রেখে উঠানো। (বাইরে বের না করা) হাত উঠানোর সময় জমিনের দিকে মাথা না ঝুঁকানো।
  • হাত উঠানোর সময় (যথাসম্ভব) হাত শরীরের সাথে লাগিয়ে রাখা।
  • তাকবীরে তাহরিমার সময় হাত কাঁধ পর্যন্ত উঠানো।
  • হাতের আঙ্গুলগুলো মিলিয়ে রাখা।
  • হাতের তালু সম্পূর্ণ কিবলামুখী করে রাখা।
  • তাকবীরে তাহরীমা বলার প্রাক্কালে উক্ত নামাযের খেয়াল (নিয়ত) মনে হাজির করা। [ফরয]
  • হাত উঠানোর পর তাকবীরে তাহরীমা শুরু করা। (তাকবীর-এর মাদ এক আলিফ থেকে বেশী না টানা।)
  • তাকবীরে তাহরীমা বলার পর সরাসরি বুকের উপর হাত রাখা। (হাত বাঁধার আগে হাত ঝুলিয়ে না দেয়া)।

হাত বাঁধায় ৪ কাজ

  • ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর রাখা।
  • সিনার উপর হাত রাখা।
  • হাতের আঙ্গুলগুলো মিলিয়ে রাখা।
  • উভয় বাজু বগলের সাথে মিলিয়ে রাখা।

হাত বাঁধার পর ৮ কাজ

  • ছানা পড়া
  • আ‘উযুবিল্লাহ পড়া।
  • বিসমিল্লাহ পড়া।
  • সূরা ফাতিহা পড়া [ওয়াজিব]।
  • সূরা ফাতিহা পড়ার পর নীরবে আমীন বলা।
  • সূরা মিলানো (ফজরের প্রথম দু’রাকা‘আতে এবং ওয়াজিব, সুন্নাত ও নফলের সব ক’টি রাকা‘আতে) [ওয়াজিব]।
  • সূরা এর শুরু থেকে মিলালে প্রথমে বিসমিল্লাহ পড়া।
  • মাসনূন ক্বিরা‘আত পড়া।

⭐ [বি.দ্র.পরবর্তী রাকা‘আতগুলোতে তাকবীরে তাহরীমার মত হাত উঠানো,ছানা,আউ‘যুবিল্লাহ নেই।]


মাসায়িলে রুকু ১৩টি

রুকু অবস্থায় ১০ কাজ

  • রুকু‘তে যাওয়া অবস্থায় তাকবীর বলা।
  • উভয় পায়ের গোড়ালীদ্বয় মিলিয়ে রাখা।
  • রুকুতে পূর্ণ বাঁকা না হয়ে মধ্যম ধরনের ঝুঁকা।
  • চাদরের ভিতর দিয়ে হাতের আঙ্গুল হাঁটু পর্যন্ত পৌঁছে দেয়া।
  • হাতের আঙ্গুলগুলো মিলিয়ে রাখা।
  • হাঁটুদ্বয় একটু বাঁকিয়ে সামনের দিকে ঝুঁকিয়ে রাখা।
  • সম্পূর্ণ হাত শরীরের সাথে মিলিয়ে রাখা।
  • পায়ের দিকে নজর রাখা।
  • রুকু‘তে কমপক্ষে তিনবার রুকু‘র তাসবীহ্ (সুবহানা রাব্বিয়াল ‘আযীম) পড়া।
  • রুকু‘ করা ফরয এবং রুকুতে কমপক্ষে এক তাসবীহ পরিমাণ দেরী করা ওয়াজিব।

রুকু থেকে উঠায় ৩ কাজ

  • রুকু‘ থেকে উঠার সময় ‘সামি‘আল্লাহু লিমান হামিদাহ্’ বলা।
  • সোজা হয়ে (হাত ছেড়ে) স্থিরভাবে দাঁড়ানো। [ওয়াজিব]
  • দাঁড়িয়ে ‘রাব্বানা ওয়া লাকাল হামদ্’ বলা।

মাসায়িলে সিজদা ৩৪টি

সিজদা অবস্থায় ১৯ কাজ

  • সিজদায় যাওয়া অবস্থায় তাকবীর বলা।
  • হাঁটু মাটিতে লাগার আগ পর্যন্ত সিনা ও মাথা সোজা রাখা অবস্থায় সিজদায় যাওয়া।
  • (প্রথমে) উভয় হাঁটু মাটিতে রাখা।
  • (তারপর) নিতম্ব রাখা।
  • উভয় পা ডান দিক দিয়ে বের করে বিছিয়ে রাখা।
  • পায়ের আঙ্গুলগুলো কিবলামুখী করে রাখা।
  • তারপর আঙ্গুল মিলিয়ে হাঁটুর কাছে মাথা রাখা।
  • আঙ্গুলের মাথাগুলো কিবলামুখী করে সোজাভাবে রাখা।
  • দু‘হাতের মধ্যখানে চেহারা রাখা যায় এ পরিমাণ ফাঁক রাখা।
  • (তারপর) বৃদ্ধাঙ্গুলের মাথা বরাবর হাঁটুর সামনে রাখা।
  • নাকের অগ্রভাগের দিকে অর্থাৎ জমিনের দিকে নজর রাখা।
  • (তারপর) কপাল রাখা।
  • পেট উরু থেকে পৃথক রাখা।
  • কনুই মাটি ও রান থেকে পৃথক রাখা।
  • পেট উরুর সঙ্গে মিলিয়ে রাখা।
  • কনুই মাটিতে লাগিয়ে রাখা।
  • বাহু শরীরের সঙ্গে মিলিয়ে রাখা।
  • অত্যন্ত জড়সড় হয়ে সিজদা করা।
  • আঙ্গুলসমূহ পরস্পরে মিলিয়ে রাখা।
  • কমপক্ষে তিনবার সিজদার তাসবীহ (সুবহানা রাব্বিয়াল আ‘লা ) পড়া।
  • সিজদা করা ফরয এবং সিজদায় কমপক্ষে এক তাসবীহ পরিমাণ দেরী করা ওয়াজিব।

সিজদা থেকে উঠার সময় ১৫ কাজ

  • সিজদা থেকে উঠা অবস্থায় তাকবীর বলা।
  • (প্রথমে) কপাল উঠানো।
  • (তারপর) নাক উঠানো।
  • (তারপর) উভয় হাত উঠানো।
  • দুই সিজদার মাঝখানে সোজা হয়ে স্থিরভাবে বসা। [ওয়াজিব]।
  • উভয় পা ডান দিক দিয়ে বের করে বিছিয়ে রাখা।
  • উভয় পায়ের আঙ্গুলসমূহ (সম্ভবমত) কিবলার দিকে মুড়িয়ে রাখা।
  • নিতম্বের উপর বসা।
  • উভয় হাত উরুর উপর হাতের আঙ্গুলের মাথা হাঁটু বরাবর রাখা।
  • নজর দুই হাঁটুর মাঝে রাখা।
  • বসা অবস্থায় দু‘আ (আল্লাহুম্মাগফিরলী) বলা।
  • তাকবীর বলা অবস্থায় দ্বিতীয় সিজদায় যাওয়া।
  • পূর্বের নিয়মে দ্বিতীয় সিজদার পর তাকবীর বলা অবস্থায় পরবর্তী রাক‘আতের জন্য পায়ের অগ্রভাগে ভর করে দাঁড়ানো।
  • হাঁটুর উপর হাত রেখে দাঁড়ানো।
  • সিজদা হতে সরাসরি দাঁড়ানো। (মাঝখানে না বসা) এবং উঠার মাঝে রুকুর অবস্থা সৃষ্টি না করা।

মাসায়িল কু‘উদ (বৈঠক) ১৯টি

বসায় ১২ কাজ

  • উভয় পা ডান দিকে বের করে বিছিয়ে বসা।
  • উভয় পায়ের আঙ্গুলসমূহ (সম্ভবমত) কিবলার দিকে মুড়িয়ে রাখা।
  • উভয় হাতের আঙ্গুলসমূহ মিলিয়ে রাখা এবং উরুর উপর আঙ্গুলসমূহের মাথা হাঁটু বরাবর রাখা।
  • মাথা ও পিঠ সোজা রাখা।
  • নজর দুই হাঁটুর মাঝে রাখা।
  • ‘আত্তাহিয়্যাতু’ পড়া। [ওয়াজিব]
  • ‘আশহাদু’ বলার সঙ্গে সঙ্গে মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলির মাথা একসঙ্গে মিলিয়ে এবং অনামিকা ও কনিষ্ঠাঙ্গুলদ্বয় মুড়িয়ে রেখে হালকা বাঁধা।
  • ‘লা ইলাহা’ বলার সময় শাহাদাত আঙ্গুল সামান্য উঁচু করে ইশারা করা। অতঃপর ‘ইল্লাল্লাহু’ বলার সময় নামানো।
  • বৈঠক শেষ হওয়া পর্যন্ত হাত ঐরূপ হালকা বাঁধা অবস্থায় রাখা।
  • আখেরী বৈঠক (আত্তাহিয়্যাতুর পর) দরূদ শরীফ পড়া।
  • (অতঃপর) দু‘আয়ে মাসূরা পড়া।

⭐ [বি.দ্র. ১ম বৈঠক ওয়াজিব ও শেষ বৈঠক ফরজ।]

সালাম ফিরানোর ৭ কাজ

  • একা নামায পড়লে উভয় সালামের সময় ফেরেশতাদেরকে সালাম করার নিয়ত করা এবং জামা‘আতের সময় উভয় সালামে ইমাম, অন্যান্য মুসল্লী, ফেরেশতা ও নামাযী জ্বিনদের সালাম করার নিয়ত করা।
  • উভয় সালাম কিবলার দিক থেকে শুরু করা।
  • উভয় দিকে সালাম বলতে বলতে চেহারা কাঁধের দিকে ঘুড়ানো।
  • প্রথমে ডান দিকে, অতঃপর বাম দিকে সালাম ফিরানো।
  • সালামের সময় ডানে-বামে শুধু চেহারা ফিরানো (সিনা না ফিরানো)।
  • আলাইকুম বলার সময় নজর কাঁধের দিকে রাখা।
  • দ্বিতীয় সালাম, প্রথম সালামের তুলনায় আস্তে বলা।

তথ্য সূত্র

x

tiltony.com
tiltony.comhttp://www.tiltony.com
তিলটনি.কম একটি বাংলা ব্লগ সাইট। সঠিক, নির্ভরযোগ্য ও পূর্ণ তথ্য সমৃদ্ধ কনটেন্ট প্রকাশ করার উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে ওয়েবসাইটটি।বিজ্ঞান ও প্রযুক্তি ‣ শিক্ষা ‣ স্বাস্থ্য ‣ জীবনযাপন ‣ পাঁচমিশালি ‣ অন্যান্য প্রয়োজনীয় তথ্য ও সংবাদ পেতে ভিজিট করুন।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments