Wednesday, October 16, 2024

গোপনীয় অনুবেদন ও ডোসিয়ার কী?

গোপনীয় অনুবেদন কি

কোন কর্মস্থলে একই ইংরেজি পঞ্জিকা বৎসরে অনুবেদনকারী কৃর্তৃপক্ষের অধীনে অনুবেদনাধীন কর্মকর্তা/কর্মচারির কর্মকালীন সার্বিক কর্মমূল্যায়নের নামই গোপনীয় অনুবেদন বা বার্ষিক গোপনীয় অনুবেদন। বার্ষিক গোপনীয় অনুবেদন নির্ধারিত ফরমে করা হয়ে থাকে।

গোপনীয় অনুবেদন ০২ প্রকার। যথা-

ক. বার্ষিক

খ. আংশিক/খন্ডকালীন

ডোসিয়ার কী

ডোসিয়ার হচ্ছে এমন একটি নথি বা ফোল্ডার যাতে একজন কর্মকর্তা/কর্মচারির চাকরি বিবরণী, সকল বার্ষিক, আংশিক ও বিশেষ গোপনীয় অনুবেদন এবং এতে প্রদত্ত পরামর্শ ও বিরুপ মন্তব্য সংক্রান্ত আদেশের কপি সংরক্ষণ করা হয়। ডোসিয়ার দুই প্রকারের হয়ে থাকে। যথা-

ক. সক্রিয় ডোসিয়ার

খ. নিষ্ক্রিয় (সংরক্ষিত) ডোসিয়ার

ডোসিয়ার সংরক্ষণ যোগ্য বিষয়

  1. কর্মকর্তা/কর্মচারির চাকরি বিবরণী
  2. সকল বার্ষিক/ আংশিক ও বিশেষ গোপনীয় অনুবেদন
  3. পরামর্শ ও বিরুপ মন্তব্য সংক্রান্ত আদেশের কপি
  4. শৃংখলা সংক্রান্ত আদেশের কপি
  5. প্রশিক্ষণের তথ্যাদি

গোপনীয় অনুবেদনের সময়সূচি

বিষয়নিয়মিত সময়বিলম্বিত সময় (যৌক্তিক কারণ সাপেক্ষে)
দাখিলজানুয়ারি মাসমার্চ পর্যন্ত
অনু্স্বাক্ষরফেব্রুয়ারি মাসএপ্রিল পর্যন্ত
প্রতিস্বাক্ষরমার্চ মাসমে পর্যন্ত
ব্যবস্থাপনাডিসেম্বর মাস 

Related Articles

Stay Connected

0FansLike
3,606FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles