তোমারে ভিক্ষা দাও • কাজী নজরুল ইসলাম
আনিসুল হক • বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় • আহমদ ছফা • হুমায়ূন আহমেদ • কাজী নজরুল ইসলাম • রবীন্দ্রনাথ ঠাকুর • সমরেশ মজুমদার • সুনীল গঙ্গোপাধ্যায় • শরৎচন্দ্র চট্টোপাধ্যায় • মানিক বন্দোপাধ্যায় • সৈয়দ শামসুল হক • আহমদ ছফা • জহির রায়হান • সৈয়দ ওয়ালীউল্লাহ • আবু ইসহাক • আবদুল্লাহ আল-মুতী • আবুল বাশার • আবুল মনসুর আহমদ • ফররুখ আহমদ • যতীন্দ্রমোহন বাগচী • প্রমথ চৌধুরী • সৈয়দ মুজতবা আলী • মুনীর চৌধুরী • হুমায়ুন আজাদ • আব্দুল জব্বার • শামসুর রাহমান • অন্নদাশঙ্কর রায় • জগদীশচন্দ্র বসু • সুফিয়া কামাল • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর • ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ • এম আর আখতার মুকুল • শীর্ষেন্দু মুখোপাধ্যায় • মীর মশাররাফ হোসেন • আবদুল্লাহ আবু সায়ীদ • রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ • সেলিনা হোসেন • সুকান্ত ভট্টাচার্য • দ্বিজেন্দ্রলাল রায় • জসীম উদ্দীন • জীবনানন্দ দাশ • সত্যেন্দ্রনাথ দত্ত • বুদ্ধদেব গুহ • শিহাব আহমেদ তুহিন • রাগিব হাসান • আহসান হাবীব • সৈয়দ মকসুদ আলী • এনায়েতুল্লাহ আলতামাশ • আরিফ আজাদ • মুসা আনসারী • সুনীতিকুমার চট্টোপাধ্যায় • তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় • সৈয়দ আলী আহসান • এপিজে আবুল কালাম আজাদ • আলী রিয়াজ • শওকত ওসমান • শাহীন আখতার • মহিউদ্দিন আহমদ • তিলোত্তমা মজুমদার • মাইকেল মধুসূদন দত্ত • সৈয়দ আমীর আলী • মুহম্মদ জাফর ইকবাল • আকবর আলি খান • আনিসুজ্জামান • ড. সৌমিত্র শেখর • সরদার ফজলুল করিম • অন্যান্য লেখকের বই •
তোমারে ভিক্ষা দাও • কাজী নজরুল ইসলাম
তোমারে ভিক্ষা দাও কাজী নজরুল ইসলাম বলো হে পরম প্রিয়-ঘন মোর স্বামী! আমাতে কাহারও অধিকার নাই, এক সে তোমার আমি। ভালো ও মন্দে মধুর দ্বন্দ্বে কী খেলা আমারে লয়ে খেলিতেছ তুমি, কেহ জানিবে না, থাকুক গোপন হয়ে! আমারেও তাহা জানিতে দিয়ো না শুধু এই জানাইয়ো, আমার পূর্ণ পরম মধুর, মধুর তুমি হে প্রিয়! আমার জানা ও না-জানা সর্ব অস্তিত্বের প্রভু একা তুমি হও! সেথা কারও ছায়া পড়ে নাকো যেন কভু! তোমার আমার পরমানন্দ ফোটে ছন্দ ও গানে, তুমি শুনো তাহা, তুমি লঘু ; গুরুজন হাত দিক কানে! লতার প্রলাপ গোলাপের মতো কথা মোর কেন ফোটে! তুমি জান, কেন উষা আসে ভোরে, কেন শুকতারা ওঠে। ঘুমে জাগরণে শয়নে স্বপনে সর্বকর্মে মম তব স্মৃতি তব নাম যেন হয় সাথি মোর, প্রিয়তম! নিবিড় বেদনা হইয়া আমার বক্ষে নিত্য থেকো, ভুলিতে দিয়ো না, আমি যদি ভুলি অমনি আমারে ডেকো! তুমি যারে ভোলো, ভাগ্যহীন সে তোমারে ভুলিয়া যায়, তুমি কৃপা করে চাহ যার পানে, সেই তব প্রেম পায়। তুমি যারে ডাক, পাগল হইয়া সেই ধায় তব পথে, বাঁশি না শুনিলে বন-হরিণী কি ছুটে আসে বন হতে? চাঁদ ওঠে আগে, দেখে অনুরাগে চকোরী ব্যাকুলা হয়, এত পাখি আছে, চাতকীরই কেন মেঘের সাথে প্রণয়? কে দিলে তাহারে মেঘের তৃষ্ণা, হে রস-মধুর, বলো! তুমি রস দিলে আঁখির আকাশ হয় জল-ছলছল। চাঁদ যবে ওঠে, চকোর তাহার চকোরীরে ভুলে যায়, চকোরীও ভোলে চকোরে, যখন চাঁদের সে দেখা পায়। চাঁদের স্বপন ভুলিয়া দুজন নীড়ে কেন ফিরে আসে? তব লীলা ধরা পড়ে যায়, দেখে কেউ কাঁদে, কেউ হাসে। তুমি নির্গুণ নাকি? আমি দেখি গুণের অন্ত নাই, ভিক্ষা যাচ্ঞা করিতে আসিয়া শুধু তব গুণ গাই! ভুলে যাই আমি কী ভিক্ষা চাই, পরান কাহারে যাচে,
তোমারে ভিক্ষা দাও • কাজী নজরুল ইসলাম- Download
- তোমারে ভিক্ষা দাও • কাজী নজরুল ইসলাম ➜ PDF Download
- তোমারে ভিক্ষা দাও • কাজী নজরুল ইসলাম ➜ Image Download