টুথপেস্ট যখন মুখে সমস্যার সৃষ্টি করে
আমরা সাধারণত যেসব টুথপেস্ট ব্যবহার করি তাতে অধিকাংশ ক্ষেত্রেই ফ্লোরাইড থাকে। ফ্লোরাইড এমন একটি পদার্থ যা দাঁতের এনামেল গঠনে ভূমিকা রাখে। কিন্তু প্রয়োজনের অতিরিক্ত ফ্লোরাইড শুধু দাঁতের নয়, দেহেরও ক্ষতি করতে পারে। সব ধরনের প্রাকৃতিক পানিতে ফ্লোরাইড বিদ্যমান। এটি সাধারণত শরীরে শোষিত হয়ে থাকে পাকস্থলি থেকে। পানিতে অতিরিক্ত ফ্লোরাইড থাকলে এবং সেই পানি দীর্ঘদিন পান করলে দাঁতের এনামেলে অতিরিক্ত ফ্লোরাইড জমা হতে থাকে। এ অবস্থায় দাঁতের এনামেলে বাদামি বর্ণের দাগ দেখা যেতে পারে। এ অবস্থায় ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করলে সমস্যা আরো বেড়ে যাবে।
আরো পড়তে পারেন: ক্যালসিয়ামের উৎস | শরীরের চাহিদা পূরণে প্রাকৃতিক ক্যালসিয়াম
শিশুরা দাঁত ব্রাশ করায় সময় প্রায় সময়ই টুথপেস্ট গিলে ফেলে। অনেক সময় অভিভাবকরা শিশুদের দাঁত ব্রাশ করানো নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েন। ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট গিলে ফেললে অবশ্যই একসময় দেহে ফ্লোরাইডের বিষক্রিয়া দেখা দিতে পারে। তাই টুথপেস্ট ব্যবহারে সতর্ক হবেন ।
মহিলারা মেনোপজের সময় মুখে জ্বালাপোড়ার অভিযোগ প্রায়ই করে থাকেন। যারা ডায়াবেটিস রোগে ভুগছেন তারাও মাঝে মাঝে জিহ্বায় জ্বালাপোড়ার অভিযোগ করে থাকেন। কিছু টুথপেস্ট রয়েছে যেগুলোর মধ্যে বিদ্যমান গ্যানোডারিক এসিড প্রদাহ বিনাশকারী হিসেবে কাজ করে এবং অ্যান্টি অ্যালার্জিক উপাদান হিসেবে কাজ করে। এ ধরনের টুথপেস্ট অ্যান্টি অ্যালার্জিক উপাদান বিদ্যমান থাকায় মুখের অভ্যন্তরে লাইকেন প্ল্যানাস রোগের প্রাদুর্ভাব হলে এ পেস্ট কার্যকর ভূমিকা রাখবে। তাই টুথপেস্ট যখন আপনার ভাবনার বিষয় তখন ডাক্তারের পরামর্শ নেয়াই উত্তম।