Friday, February 21, 2025

টেলিভিশন দেখা কবীরা গুনাহ ও হারাম

টেলিভিশন দেখা কবীরা গুনাহ ও হারাম

عن عائشۃ ؓ زوج النبی ۔ﷺ۔ أنہا أخبرتہ أنہا اشترت نمرقۃ فیہا تصاویر‘ فلما رأہا رسول اللہ ۔ﷺ۔ قام علی الباب‘ فلم یدخل‘ فعرفت فی وجہہ الکراہیۃ ‘ قالت : یا رسول اللہ! أتوب الی اللّٰہ والی رسولہ‘ ماذا أذنبت؟ قال : ما بال ہذہ النمرقۃ ؟ فقالت : اشتریتہا لتعقد علیہا وتوسدہا فقال رسول اللّٰہ ۔ ﷺ۔ ان أصحا ب ہذہ الصور یعذبون یوم القیامۃ‘ ویقال لہم : أحیوا ماخلقتم‘ وقال : ان البیت الذی فیہ الصور لا تدخلہا الملائکۃ.
رواہ البخاری فی ’’صحیحہ‘‘ ۴/۱۵۱۳ (۵۹۶۱)کتاب اللباس‘ باب من لم یدخل بیتا فیہ صورۃ.

অর্থ: উম্মুল মুমিনীন হযরত আয়িশা সিদ্দীকা রাযি. থেকে বর্ণিত, তিনি একটি গদী কিনেছিলেন যাতে ছবি ছিল। প্রিয় নবী সাল্লালাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যখন তা দেখলেন, তখন ঘরে প্রবেশ না করে দরজায় দাঁড়িয়ে গেলেন। তখন হযরত আয়িশা রা. প্রিয় নবী ﷺ  এর চেহারা মুবারকে অসন্তুষ্টি ভাব লক্ষ্য করলেন। ফলে আরয করলেনঃ আল্লাহ ও তদীয় রাসূলের দরবারে তওবা করছি। ইয়া রাসূলুল্লাহ আমি কী অপরাধ করেছি ? প্রিয় নবী ﷺ জিজ্ঞেস করলেনঃ এই গদী কোথা থেকে কে এনেছে ? তিনি জবাব দিলেন: আমি ইহা কিনেছি। আপনার তাতে বসা ও হেলান দেওয়ার জন্য। এবার প্রিয় নবী ﷺ  ইরশাদ করলেন, এসকল ছবি নির্মাতাদের কে কিয়ামতের দিন শাস্তি দেয়া হবে এবং বলা হবে যে তোমরা যা নির্মাণ করেছ তাতে জীবন দাও। এরপর বললেন: নিশ্চয় যে গৃহে কোন ছবি থাকে সে গৃহে ফেরেশতা প্রবেশ করেন না।

উল্লেখ্য যে, বর্তমানে টেলিভিশনের মধ্যেও যেহেতু ছবি রয়েছে এবং টিভি এর মূখ্য উদ্দেশ্যও ছবি দেখা, তাই তা ঘরে রাখা ও দেখা এ হাদীসের ধমকির অন্তর্ভূক্ত। আর একথা অনস্বীকার্য যে, এত মারাত্মক ধমকি কোন কবীরা গোনাহের ব্যাপারেই হতে পারে।

Related Articles

Stay Connected

0FansLike
3,606FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles