সৈয়দ শামসুল হক এর জীবন • কর্ম • বইসমূহ
সৈয়দ শামসুল হক এর জীবনী
সৈয়দ শামসুল হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রাম শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ডা. সৈয়দ সিদ্দিক হুসাইন এবং মা সৈয়দা হালিমা খাতুন। তিনি ১৯৫০ সালে কৃতিত্বের সঙ্গে ম্যাট্রিক পাশ করেন এবং এক বছর বিরতি দিয়ে জগন্নাথ কলেজে ভর্তি হন ও সেখান থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। ১৯৫৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হয়ে কিছুদিন পড়াশুনা করেন কিন্তু তা শেষ করেননি। কর্মজীবনের প্রথমে কিছুদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন, কিছুদিন ছিলেন বিবিসি বাংলা বিভাগের প্রযোজক। পরে তিনি লেখালেখিকে একমাত্র ব্রত হিসেবে বেছে নিয়েছেন। ম্যাট্রিক পরীক্ষার পরে ব্যক্তিগত খাতায় তিনি প্রায় দুইশটির মতো কবিতা লিখে ফেলেন। কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, চিত্রকর, ভাস্কর এবং আরো বিচিত্র সাহিত্য-শিল্পধারার কীর্তিমান স্রষ্টা তিনি। সব্যসাচী লেখক হিসেবে তিনি অধিক পরিচিত। অবিরাম বিচিত্রতার পথে চলমান এই কবি ও লেখকের সৃষ্টিতে উঠে এসেছে নানা বিষয়। আঞ্চলিক ট্রিয়াপদের চমৎকার ব্যবহার শুধু কাব্যনাট্যেই নয়, কোনো কোনো কবিতায় তিনি সচেতনভাবেই ব্যবহার করেছেন। শুধু লেখক বা কবি হিসেবেই নয়, দেশের সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক আন্দোলনে একজন প্রগতিশীল মানুষ হিসেবে তিনি এখনো ভূমিকা রেখে চলেছেন। মাত্র ২৯ বছর বয়সে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান। এছাড়াও তিনি একুশে পদক, স্বাধীনতা পদক, আলাওল সাহিত্য পুরস্কার, নাসিরুদ্দিন স্বর্ণপদকসহ বিভিন্ন পরস্কার ও সম্মাননায় ভূষিত হন
সৈয়দ শামসুল হক এর বইসমূহ
- ➜ PDF Download
সৈয়দ শামসুল হক এর কবিতাসমূহ
• আমার পরিচয় •
সৈয়দ শামসুল হক এর কাব্যগ্রন্থসমূহ
একদা এক রাজ্যে (১৯৬১) • বিরতিহীন উৎসব (১৯৬৯) • বৈশাখে রচিত পংক্তিমালা (১৯৭০) • প্রতিধ্বনিগণ (১৯৭৩) • অপর পুরুষ (১৯৭৮) • পরাণের গহীন ভিতর (১৯৮০) • নিজস্ব বিষয় (১৯৮২) • রজ্জুপথে চলেছি (১৯৮৮) • বেজান শহরের জন্য কোরাস (১৯৮৯) • এক আশ্চর্য সংগমের স্মৃতি (১৯৮৯) • অগ্নি ও জলের কবিতা (১৯৮৯) • কাননে কাননে তোমারই সন্ধানে (১৯৯০) • আমি জন্মগ্রহণ করিনি (১৯৯০) • তোরাপের ভাই (১৯৯০) • শ্রেষ্ঠ কবিতা (১৯৯০) • রাজনৈতিক কবিতা (১৯৯১) • নাভিমূলে ভস্মাধার • কবিতা সংগ্রহ • প্রেমের কবিতা • ধ্বংস্তূপে কবি ও নগর (২০০৯) •
সৈয়দ শামসুল হক এর ছোটগল্পসমূহ
তাস (১৯৫৪) • রক্তগোলাপ (১৯৬৪) • প্রাচীন বংশের নিঃস্ব সন্তান (১৯৮২) • শ্রেষ্ঠ গল্প (১৯৯০) •
সৈয়দ শামসুল হক এর উপন্যাসসমূহ
এক মহিলার ছবি (১৯৫৯) • সীমানা ছাড়িয়ে (১৯৬৪) • বৃষ্টি ও বিদ্রোহীগণ (১৯৮৯) • খেলারাম খেলে যা (১৯৯১) •
সৈয়দ শামসুল হক এর কাব্যনাটকসমূহ
পায়ের আওয়াজ পাওয়া যায় (১৯৭৬) • গণনায়ক (১৯৭৬) • নূরলদীনের সারাজীবন (১৯৮২) •
সৈয়দ শামসুল হক এর শিশুতোষ রচনা
সীমান্তের সিংহাসন (১৯৮৮)
আনিসুল হক • বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় • আহমদ ছফা • হুমায়ূন আহমেদ • কাজী নজরুল ইসলাম • রবীন্দ্রনাথ ঠাকুর • সমরেশ মজুমদার • সুনীল গঙ্গোপাধ্যায় • শরৎচন্দ্র চট্টোপাধ্যায় • মানিক বন্দোপাধ্যায় • সৈয়দ শামসুল হক • আহমদ ছফা • জহির রায়হান • সৈয়দ ওয়ালীউল্লাহ • আবু ইসহাক • আবদুল্লাহ আল-মুতী • আবুল বাশার • আবুল মনসুর আহমদ • ফররুখ আহমদ • যতীন্দ্রমোহন বাগচী • প্রমথ চৌধুরী • সৈয়দ মুজতবা আলী • মুনীর চৌধুরী • হুমায়ুন আজাদ • আব্দুল জব্বার • শামসুর রাহমান • অন্নদাশঙ্কর রায় • জগদীশচন্দ্র বসু • সুফিয়া কামাল • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর • ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ • এম আর আখতার মুকুল • শীর্ষেন্দু মুখোপাধ্যায় • মীর মশাররাফ হোসেন • আবদুল্লাহ আবু সায়ীদ • রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ • সেলিনা হোসেন • সুকান্ত ভট্টাচার্য • দ্বিজেন্দ্রলাল রায় • জসীম উদ্দীন • জীবনানন্দ দাশ • সত্যেন্দ্রনাথ দত্ত • বুদ্ধদেব গুহ • শিহাব আহমেদ তুহিন • রাগিব হাসান • আহসান হাবীব • সৈয়দ মকসুদ আলী • এনায়েতুল্লাহ আলতামাশ • আরিফ আজাদ • মুসা আনসারী • সুনীতিকুমার চট্টোপাধ্যায় • তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় • সৈয়দ আলী আহসান • এপিজে আবুল কালাম আজাদ • আলী রিয়াজ • শওকত ওসমান • শাহীন আখতার • মহিউদ্দিন আহমদ • তিলোত্তমা মজুমদার • মাইকেল মধুসূদন দত্ত • সৈয়দ আমীর আলী • মুহম্মদ জাফর ইকবাল • আকবর আলি খান • আনিসুজ্জামান • ড. সৌমিত্র শেখর • সরদার ফজলুল করিম • অন্যান্য লেখকের বই •