সূরা ফাতিহার ফযীলত
- হযরত আবু হুরাইরা রা. থেকে বর্ণিত আছে, রাসূলে আকরাম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, আমি আল্লাহর শপথ করে বলছি, যার কুদরতী হাতে আমার জান রয়েছে, সূরা ফাতিহার মত সূরা তাওরাত, যাবুর, ইনজিল ও কুরআনের বাকি অংশের কোথাও নেই।
- হযরত আব্দুল্লাহ ইবনে উমর রা. বর্ণনা করেন যে, সূরা ফাতিহার ফযীলত সম্পর্কে প্রিয়নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে কোন রোগের জন্য ঔষধ।
- একটি বর্ণনায় আছে যে, যে ব্যক্তি ঘুমানোর পূর্বে সূরা ফাতিহা ও সূরা ইখলাস পাঠ করে নিজ শরীরে ফুঁক দিবে সে মৃত্যু ব্যতীত সকল মুসীবত থেকে নিরাপদ থাকবে।
তথ্যসূত্র
- তিরমিযী শরীফ, হাদীস নং-২৮৭৫
- দারিমী হাদীস নং-৩৪১৩
- মুসনাদে বাযযার, হাদীস নং-৭৩৯৩
- Advertisement -