উপমহাদের প্রখ্যাত আলেম, হাকিমুল উম্মত হিসেবে খ্যাত মাওলানা আশরাফ আলী থানভী রচিত মুসলমানের হাসি বই-এ নাসির গাজীর অনেকগুলো বুদ্ধিদীপ্ত ও শিক্ষণীয় গল্প স্থান পেয়েছে। গল্পগুলো থেকে শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। বিশেষ করে শিশু-কিশোরদের জন্য অনেক হাস্যরসাত্মক শিক্ষণীয় গল্প রয়েছে। সেখান থেকে গল্পগুলো এখানে তুলে ধরা হলো-
সৎ লোকের সন্ধানে
একদা এক রাজ্যের সুলতান তার রাজ্যের কর আদায়ের জন্য একজন লোক খুঁজছিলেন। কিন্তু অনেক খোঁজার পরেও একজন সৎ লোক খুঁজে পেলেন না। অবশেষে ক্লান্ত হয়ে সুলতান নাসির গাজীকে তার রাজ্যে ডাকলেন।
নাসির গাজীর কাছে সমস্ত ঘটনা বলার পর নাসির গাজী সুলতানকে বললেন, আপনি কয়েকজন লোককে আপনার রাজ্যে নিমন্ত্রণ করুন। তারপর সবাইকে বলবেন- আমি চাই, আপনারা লাফান। তারপর যা করার আমি করব। সুলতান বললেন- ঠিক আছে, আপনার উপদেশ মত আমি কাজ করব।
তারপর একদিন রাজা তার রাজ্যের কয়েকজন লোকে দাওয়াত করলেন। দাওয়াত পত্র পেয়ে সবাই যখন হাজির হল, তখন সুলতান বললেন- আমি চাই, আপনার কিছুক্ষণ লাফালাফি করুন। আনন্দ-ফুর্তি করুন ।
সুলতানের কথা শুনে সবাই লাফাতে অস্বীকৃতি জানাল। শুধু একজন লাফাতে লাগলো। অন্য সবাই চুপ মেরে থাকল ।
নাসির গাজী সুলতানকে বললেন, যে লোকটি লাফালাফি করছে, সে-ই সৎ লোক। সুলতান নাসির গাজীকে বললেন, কিভাবে বুঝলেন যে, এই লোকটি সৎ লোক? নাসির গাজী বললেন, ওরা যে রুম দিয়ে মহলে প্রবেশ করেছিল, সেই রুমের মধ্যে আমি এক বস্তা সোনা মুদ্রা খুলে রেখেছিলাম। দুর্নীতিবাজ লোভীরা এই মুদ্রা থেকে কিছু মুদ্রা পকেটে ভরে নিয়েছিল। তাই তারা লাফাতে অসম্মতি জানিয়েছে। কেননা, লাফাতে গেলেই পকেটের স্বর্ণ মুদ্রা লাফানোর কারণে ঝনঝনিয়ে উঠবে। তখন সে চোর হিসাবে ধরা পড়বে। কিন্তু এই লোকটি কোন স্বর্ণমুদ্রা স্পর্শ করেনি। তাই সে নির্ভয়ে লাফিয়েছে।
নাসির গাজীর বুদ্ধি দেখে সুলতান তার খুবই প্রশংসা করলেন এবং খুশি হয়ে তাকে অনেক পুরস্কার দিলেন।
নাসির গাজীর অন্যান্য গল্পসমূহ
- এক সিংহ ও পথচারীর গল্প ➜ পড়ুন
- জ্বি হুজুর! জ্বি হুজুর!! ➜ পড়ুন
- মূল্যবান সম্পদ ➜ পড়ুন
- আজ নগদ কাল বাকী ➜ পড়ুন
- মাছের মাথা-খাওয়ার লোভ ➜ পড়ুন
- ওয়াজ না করার ফন্দি ➜ পড়ুন
- একসাথে দু’জন ➜ পড়ুন
- হতবাক ইহুদি ➜ পড়ুন
- উচিত বিচার ➜ পড়ুন
- তিন টাকার সদাই ➜ পড়ুন
- বাদশাহ’র ছেলের লেখাপড়া ➜ পড়ুন
- ফুলদানির জন্য মৃত্যুদন্ড ➜ পড়ুন
- পন্ডিত খেতাবের বিড়ম্বনা ➜ পড়ুন
- সৎ লোকের সন্ধানে ➜ পড়ুন
- চৈতন্য ফিরে এল ➜ পড়ুন
- ঝাড়-ফুঁকের এ্যাকশন ➜ পড়ুন
- দিতে জানে না, নিতে জানে ➜ পড়ুন
- সম্পদের ওসীয়তনামা ➜ পড়ুন
- আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যেই করেন ➜ পড়ুন
- সব জায়গায় একই সূত্র ➜ পড়ুন
- চোর ধরার আজব বুদ্ধি ➜ পড়ুন
- দুনিয়া ধ্বংসের আগেই ধ্বংস ➜ পড়ুন
- অল্প সময়ের জন্য বিনা খরচে সুখের আস্বাদ ➜ পড়ুন
- পনের দিনের মজুরীর ভয়ে ➜ পড়ুন
- কুকুর তাড়ানো ভণ্ডপীর ➜ পড়ুন
- সব জায়গায় একই সূত্র ➜ পড়ুন
- পবিত্র কোরআনের আয়াতের ফুঁকের ক্ষমতা