Monday, July 1, 2024
Homeস্বাস্থ্যশিশু খেতে না চাইলে কী করা উচিত

শিশু খেতে না চাইলে কী করা উচিত

শিশু না খেতে চাইলে যা করা উচিত, তা হচ্ছে খাওয়ার জন্য শিশুকে জোরাজুরি না করা। জানা দরকার খাবার হজম হলেই শিশুর খিদে পাবে। অর্থাৎ খিদে লাগার জন্য একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন। আবার সব শিশুর খাবারের চাহিদাও সমান নয়।

👉 আরো পড়তে পারেন: শিশুর শারীরিক ও মানসিক বিকাশে দেশীয় ছোট মাছ

অনেক ক্ষেত্রে দেখা যায় কম ওজনের লোক বেশি খায়, কিন্তু অনেক মোটা লোক বেশি খেতে পারে না। তা শিশুদের ক্ষেত্রেও সত্য। সে কারণে একটি শিশু বেশি খেলে অন্যজন সে পরিমাণ খাবে তার কোনো মানে নেই। যদি শিশু উৎফুল্ল থাকে, ওজন ঠিকঠাক বাড়ে এবং খেলাধুলা করতে থাকে তবে বুঝতে হবে তার খাবার পরিমাণ ঠিক আছে- সেক্ষেত্রে তার খাওয়া নিয়ে মা- বাবার অহেতুক মাথা ঘামাবার দরকার নেই। বরং এ অবস্থায় জোর করে খাওয়াতে চাইলে, খাওয়াকে সে শাস্তি হিসেবে গন্য করবে, খাবার খাওয়া কমবে, খাবারের প্রতি তার কোনো উৎসাহ থাকবে না।

এ অবস্থায় মায়ের হাতে খাবার দেখলেই শিশু আর্তনাদ করে ওঠে, মা-বাবা খাবার নিয়ে শিশুর দিকে এগিয়ে গেলে শিশু পেছনের দিকে সরতে থাকে। জোর করে খাওয়াতে গেলে শিশু বমি করে দেয়। খিটখিটে মেজাজের হয়ে ওঠে এবং তার ওজন কমতে থাকে। আবার অনেক ক্ষেত্রে শিশু খেতে না চাওয়ার প্রধান কারণ যখন-তখন শিশুকে যা ইচ্ছে তা কোনোরূপ রুটিন না মেনে খাওয়ানো।

x

tiltony.com
tiltony.comhttp://www.tiltony.com
তিলটনি.কম একটি বাংলা ব্লগ সাইট। সঠিক, নির্ভরযোগ্য ও পূর্ণ তথ্য সমৃদ্ধ কনটেন্ট প্রকাশ করার উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে ওয়েবসাইটটি।বিজ্ঞান ও প্রযুক্তি ‣ শিক্ষা ‣ স্বাস্থ্য ‣ জীবনযাপন ‣ পাঁচমিশালি ‣ অন্যান্য প্রয়োজনীয় তথ্য ও সংবাদ পেতে ভিজিট করুন।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments