সাত ভাই চম্পা • বিষ্ণু দে
আনিসুল হক • বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় • আহমদ ছফা • হুমায়ূন আহমেদ • কাজী নজরুল ইসলাম • রবীন্দ্রনাথ ঠাকুর • সমরেশ মজুমদার • সুনীল গঙ্গোপাধ্যায় • শরৎচন্দ্র চট্টোপাধ্যায় • মানিক বন্দোপাধ্যায় • সৈয়দ শামসুল হক • আহমদ ছফা • জহির রায়হান • সৈয়দ ওয়ালীউল্লাহ • আবু ইসহাক • আবদুল্লাহ আল-মুতী • আবুল বাশার • আবুল মনসুর আহমদ • ফররুখ আহমদ • যতীন্দ্রমোহন বাগচী • প্রমথ চৌধুরী • সৈয়দ মুজতবা আলী • মুনীর চৌধুরী • হুমায়ুন আজাদ • আব্দুল জব্বার • শামসুর রাহমান • অন্নদাশঙ্কর রায় • জগদীশচন্দ্র বসু • সুফিয়া কামাল • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর • ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ • এম আর আখতার মুকুল • শীর্ষেন্দু মুখোপাধ্যায় • মীর মশাররাফ হোসেন • আবদুল্লাহ আবু সায়ীদ • রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ • সেলিনা হোসেন • সুকান্ত ভট্টাচার্য • দ্বিজেন্দ্রলাল রায় • জসীম উদ্দীন • জীবনানন্দ দাশ • সত্যেন্দ্রনাথ দত্ত • বুদ্ধদেব গুহ • শিহাব আহমেদ তুহিন • রাগিব হাসান • আহসান হাবীব • সৈয়দ মকসুদ আলী • এনায়েতুল্লাহ আলতামাশ • আরিফ আজাদ • মুসা আনসারী • সুনীতিকুমার চট্টোপাধ্যায় • তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় • সৈয়দ আলী আহসান • এপিজে আবুল কালাম আজাদ • আলী রিয়াজ • শওকত ওসমান • শাহীন আখতার • মহিউদ্দিন আহমদ • তিলোত্তমা মজুমদার • মাইকেল মধুসূদন দত্ত • সৈয়দ আমীর আলী • মুহম্মদ জাফর ইকবাল • আকবর আলি খান • আনিসুজ্জামান • ড. সৌমিত্র শেখর • সরদার ফজলুল করিম • অন্যান্য লেখকের বই •
সাত ভাই চম্পা • বিষ্ণু দে
সাত ভাই চম্পা বিষ্ণু দে চম্পা! তোমার মায়ার অন্ত নেই, কত না পারুলরাঙানো রাজকুমার কত সমুদ্র কত নদী হয় পার! বিরাট বাংলাদেশের কত না ছেলে অবহেলে সয় সকল যন্ত্রণাই- চম্পা কখন জাগবে নয়ন মেলে। চম্পা, তোমার প্রেমেই বাংলাদেশ কত না শাঙন রজনী পোয়াল বলো। গৌরীশৃঙ্গ মাথা হেট টলোমলো, নিষিদ্ধ দেশে দীপঙ্করের শিখা, চম্পা, তোমায় চিনেছিল সিংহলও। তোমাকে খুঁজেছে জান কি কৃষকে নৃপে অশ্বের খুরে, লাঙলের ফলা টেনে, ভাটিয়ালি গানে, কপিলমুনির দ্বীপে; কলিঙ্গ আর কঙ্কনে গুর্জরে চম্পা, তোমার সাত ভাই গান করে। শ্যাম-কম্বোজে তারা বুঝি টানে দাঁড়, নীলকমলের দেশে রেখে আসে হাড় বহু চাঁদ বহু শ্রীমন্ত সদাগর, চম্পা, তোমারই পারুল মায়ার লোভে বাহিরকে ঘর আপনাকে করে পর, বলী হাসে, আসে যবদ্বীপের সাড়। তোমার বাহুর নির্দেশ দেখে ক্ষোভে কত প্রাণ গেল, কতজানা নিশি ডেকে অন্ধ আবেগে বৈতরণীতে ডোবে। চম্পা, তোমার অবিনশ্বর শ্রাণ এ কোন্ হিরণ মায়ায় রেখেছ ঢেকে, খুলে দাও মুখ, রৌদ্রে জুলুক গান। কড়ির পাহাড়ে চম্পা, তুমি তো নেই কাঞ্চনমালা জানে না তোমার খেই; তবুও তোমায় খুঁজে মরে সারা দেশ- ঘোচাও চম্পা, দুস্থ ছদ্মবেশ, এ মাহ ভাদরে ভরা বাদরের শেষে চকিতে দেখাও জনগণমনে মুখ। মুক্তি! মুক্তি! চিনি সে তীব্র সুখ, সাত ভাই জাগে, নন্দিত দেশ-দেশ।।
সাত ভাই চম্পা • বিষ্ণু দে- Download
- সাত ভাই চম্পা • বিষ্ণু দে ➜ PDF Download
- সাত ভাই চম্পা • বিষ্ণু দে ➜ Image Download