নেককার মহিলাদের কাহিনী • শাহ ইবনে শুজা কারমানির কন্যা
মহান আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য নবী-রাসুল দুনিয়াতে প্রেরণ করেছেন মানুষের হেদায়াতের জন্য। তাদের একত্ববাদের দাওয়াত ও শিক্ষা দেয়ার দায়িত্ব দিয়ে আল্লাহ তায়ালা দুনিয়াতে প্রেরণ করেছিলেন। ঠিক তেমিনভাবে অনেক নেককার মহিলাও দুনিয়াতে প্রেরণ করেছেন। তাদের মধ্যেও আল্লাহ তায়ালা অসংখ্য মুজিজা দিয়েছিলেন। যেগুলো থেকে শিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে। এখানে তেমনিভাবে আল্লাহর কিছু প্রিয় নেককার মহিলাদের কাহিনী ও তাদের শিক্ষা তুলে ধরা হলো।
নেককার মহিলাদের কাহিনী • শাহ ইবনে শুজা কারমানির কন্যা
শাহ ইবনে শুজা কারমানী এক সুবিশাল রাজ্যের বাদশাহ্ ছিলেন। কিন্তু পরে তিনি বাদশাহী পরিত্যাগ করে ফকিরের বেশ ধারণ করেন। তাঁর ছিল এক পরমা সুন্দরী কন্যা। অন্য রাজ্যের এক বাদশাহ্ কন্যার বিবাহের পয়গাম দেন। কিন্তু তিনি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন।
কিছুদিন পর শাহ ইবনে শুজা কারমানি জনৈক যুবকের নামায আদায় করার তরীকায় মুগ্ধ হয় এবং তাঁর সাথে স্বীয় কন্যার বিবাহ দেন। যুবক কন্যাকে নিয়ে নিজ বাড়িতে প্রত্যাবর্তন করেন।
কন্যা স্বামীর বাড়ি গিয়ে দেখলেন, একটি শুকনা রুটি রয়েছে। স্বামীকে জিজ্ঞাসা করলেন, এটা কি? স্বামী যুবক উত্তর করলেন, সারাদিন রোযা রেখেছি ইফতার করার জন্য এই রুটি রেখেছি। এটা শুনেই কন্যা আপন পিতার বাড়ির দিকে রওয়ানা করলেন। যুবক বললেন, আমি পূর্বাহ্ণেই ধারণা করেছিলাম—বাদশাহযাদী কি করে আমার বাড়ি কাল যাপন করবে?
কন্যা বললেন, না। আব্বা বলেছেন, তোমার বিবাহ এক দরবেশ যুবকের সাথে দিয়েছি। এটা শুনে আমি যারপর নাই খুশী হয়েছিলাম। কিন্তু এখন দেখছি, আমার স্বামী দরবেশ নয়; যদি দরবেশ হবে, তবে কেন ঘরে রুটি জমা রাখবে? তৎক্ষণাৎ যুবক রুটিটি খয়রাত করলেন। ফলে কন্যা সন্তুষ্ট চিত্তে যুবকের সাথে ঘর করতে লাগলেন। ওলী, দরবেশগণের জীবনের ছবি এটাই, যা এই ঘটনায় দেখা গেল। আল্লাহ্ তাআলার উপর যাঁহাদের ভরসা এমনি চরম ও পরম তাঁরাই ওলীআল্লাহ্।
নেককার মহিলাদের কাহিনী ও তাদের জীবনী
• হযরত হাওয়া (আঃ) • হযরত সারা (আঃ) • হযরত হাজেরা (আঃ) • হযরত ইসমাঈল (আঃ)-এর বিবি • বাদশাহ্ নমরুদের কন্যা • আইয়ূব নবীর স্ত্রী বিবি রহিমা • হযরত ইউসুফ (আঃ)-এর খালা • হযরত মূসা (আঃ)-এর মাতা • হযরত মূসা (আঃ)-এর বোন • হযরত মূসা (আঃ)-এর বিবি ছফুরা • হযরত বিবি আছিয়া • ফেরাউনের কন্যা ও বাঁদী • হযরত মূসার এক বৃদ্ধা লস্কর • হাইসূরের ভগ্নী • হযরত বিলকিস • বনি-ইসরাইলের এক দাসী • বনি-ইসরাইলের এক বুদ্ধিমতী নারী • হযরত বিবি মারইয়াম • হযরত খাদিজা • হযরত সওদা • হযরত আয়েশা ছিদ্দীকা • হযরত হাফসা • হযরত যয়নব বিনতে জাহাশ • হযরত যোয়ায়রিয়াহ • হযরত মায়মুনাহ • হযরত সাফিয়া • হযরত যয়নব • হযরত রোকেয়া • হযরত উম্মে কুলসুম • হযরত ফাতেমা (রাঃ) • হযরত হালিমা সাদিয়া •
তথ্যসূত্র
- বেহেশতী জেওর • লেখক: হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) • অনুবাদক: হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী (রহ.)