Sunday, December 22, 2024

শাশ্বতী • সুধীন্দ্রনাথ দত্ত

শাশ্বতী • সুধীন্দ্রনাথ দত্ত


আনিসুল হকবঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়আহমদ ছফাহুমায়ূন আহমেদকাজী নজরুল ইসলামরবীন্দ্রনাথ ঠাকুরসমরেশ মজুমদারসুনীল গঙ্গোপাধ্যায়শরৎচন্দ্র চট্টোপাধ্যায়মানিক বন্দোপাধ্যায়সৈয়দ শামসুল হকআহমদ ছফাজহির রায়হানসৈয়দ ওয়ালীউল্লাহআবু ইসহাকআবদুল্লাহ আল-মুতীআবুল বাশারআবুল মনসুর আহমদফররুখ আহমদযতীন্দ্রমোহন বাগচীপ্রমথ চৌধুরীসৈয়দ মুজতবা আলীমুনীর চৌধুরীহুমায়ুন আজাদআব্দুল জব্বারশামসুর রাহমান • অন্নদাশঙ্কর রায় • জগদীশচন্দ্র বসু • সুফিয়া কামালবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর • ডক্টর মুহম্মদ শহীদুল্লাহএম আর আখতার মুকুল • শীর্ষেন্দু মুখোপাধ্যায় • মীর মশাররাফ হোসেন • আবদুল্লাহ আবু সায়ীদ • রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ • সেলিনা হোসেন • সুকান্ত ভট্টাচার্যদ্বিজেন্দ্রলাল রায়জসীম উদ্দীনজীবনানন্দ দাশসত্যেন্দ্রনাথ দত্ত • বুদ্ধদেব গুহ • শিহাব আহমেদ তুহিন • রাগিব হাসান • আহসান হাবীব • সৈয়দ মকসুদ আলী • এনায়েতুল্লাহ আলতামাশ • আরিফ আজাদ • মুসা আনসারী • সুনীতিকুমার চট্টোপাধ্যায় • তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় • সৈয়দ আলী আহসান • এপিজে আবুল কালাম আজাদ • আলী রিয়াজ • শওকত ওসমান • শাহীন আখতার • মহিউদ্দিন আহমদ • তিলোত্তমা মজুমদার • মাইকেল মধুসূদন দত্ত • সৈয়দ আমীর আলী • মুহম্মদ জাফর ইকবাল • আকবর আলি খান • আনিসুজ্জামান • ড. সৌমিত্র শেখর • সরদার ফজলুল করিম • অন্যান্য লেখকের বই



শাশ্বতী • সুধীন্দ্রনাথ দত্ত

শাশ্বতী
সুধীন্দ্রনাথ দত্ত 

শ্রান্ত বরষা, অবেলার অবসরে,
প্রাঙ্গণে মেলে দিয়েছে শ্যামল কায়া;
স্বর্ণ সুযোগে লুকোচুরি - খেলা করে 
গগনে গগণে পলাতক আলো ছায়া। 
আগত শরৎ অগোচর প্রতিবেশে;
হানে মৃদঙ্গ বাতাসে প্রতিধ্বনি;
মুক প্রতিক্ষা সমাপ্ত অবশেষে, 
মাঠে, ঘাটে, বাটে আরব্ধ আগমনী। 
কুহেলীকলুষ, দীর্ঘ দিনের সীমা 
এখনই হারাবে কৌমুদীজাগরে যে; 
বিরহবিজন ধৈর্যের ধুসরিমা 
রঞ্জিত হবে দলিত শেফালীশেজে।
মিলনোৎসবে সেও তো পড়েনি বাকী;
নবান্নে তার আসন হয়েছে পাতাঃ 
পশ্চাতে চায় আমারই উদাস আঁখি; 
একবেশী হিয়া ছাড়ে না মলিন কাঁথা।। 

একদা এমনই বাদলশেষের রাতে- 
মনে হয় যেন শত জনমের আগে-
সে এসে, সহসা হাত রেখেছিল হাতে,
চেয়েছিল মুখে সহজিয়া অনুরাগে।
সে-দিনও এমনই ফসলবিলাসী হাওয়া 
মেতেছিল তার চিকুরের পাকা ধানে; 
অনাদি যুগের যত চাওয়া, যত পাওয়া 
খুঁজেছিল তার আনত দিঠির মানে। 
একটি কথার দ্বিধা থরথর চুড়ে 
ভর করেছিল সাতটি অমরাবতী; 
একটি নিমেষ দাঁড়াল সরণী জুড়ে,
থামিল কালের চিরচঞ্চল গতি;
একটি পণের অমিত প্রগলভতা 
মর্ত্যে আনিল ধ্রুবতারকারে ধ’রে; 
একটি স্মৃতির মানুষী দুর্বলতা 
প্রলয়ের পথ ছেড়ে দিল অকাতরে।


সন্ধিলগ্ন ফিরেছে সগৌরবেঃ
অধরা আবার ডাকে সুধাসংকেতে; 
মদমুকুলিত তারই দেহসৌরভে 
অনামা কুসুম অজান্নায় ওঠে মেতে। 
ভরা নদী তার আবেগের প্রতিনিধি, 
অবাধ সাগরে উধাও অগাধ থেকে; 
অমল আকাশে মুকুরিত তার হৃদি; 
স্বাতি মণিময় তারই প্রত্যাভিষেকে। 
স্বপ্নালু নিশা নীল তার আঁখি-সম; 
সে-রোমরাজির কোমলতা ঘাসে ঘাসে; 
পুনরাবৃত্ত রসনায় প্রিয়তম;
কিন্তু সে আজ আর কারে ভালবাসে। 
স্মৃতিপিপীলিকা তাই পুঞ্জিত করে
আমার রন্ধ্রে মৃত মাধুরীর কণাঃ 
সে ভুলে ভুলুক, কোটি মন্বস্তরে 
আমি ভুলিব না, আমি কভু ভুলিব না।। 


শাশ্বতী • সুধীন্দ্রনাথ দত্ত- Download

  • শাশ্বতী • সুধীন্দ্রনাথ দত্ত ➜ PDF Download
  • শাশ্বতী • সুধীন্দ্রনাথ দত্ত ➜ Image Download

শাশ্বতী • সুধীন্দ্রনাথ দত্ত
শাশ্বতী • সুধীন্দ্রনাথ দত্ত

অন্যান্য কবিতাসমূহ

Related Articles

Stay Connected

0FansLike
3,606FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles