Saturday, June 29, 2024
Homeইসলামনামাযে সাহু সিজদা করার নিয়ম

নামাযে সাহু সিজদা করার নিয়ম

নামাজের মধ্যে যতগুলি ওয়াজিব আছে তার একটি অথবা একের অধিক যদি ভুলবশত ছুটে যায় তাহলে সাহু সিজদা করতে হয়। এতে নামাজের মধ্যে ওয়াজিব ছুটিয়ে যাওয়ায় যে ক্ষতি হয়েছিল তা পূরণ হয়ে যায়।

নামাজের মধ্যে ভুলবশত কোন ওয়াজিব ছুটে গেলে যে সেজদা করতে হয় তাকে সাহু সিজদা বলা হয়। সাহু সিজদা করলে নামাজ আদায় হয়ে যাবে অন্যথায় নামাজ আবার পড়তে হবে। কিন্তু নামাজের কোন ফরজ যদি ভুলবশত ছুটে যায় তাহলে সাহু সেজদার দ্বারা নামাজ হবে না। ওই নামাজ পুনরায় নতুন করে পড়তে হবে। মনে রাখতে হবে শুধুমাত্র নামাজের কোন ওয়াজিব ছুটে গেলে সাহু সিজদার দ্বারা নামাজ সম্পূর্ণ করা যাবে।

সাহু সিজদার নিয়ম

সাহু সিজদা করার জন্য নামাজের শেষ রাকাতে আত্তাহিয়াতু পরে ডান দিকে সালাম ফেরাতে হবে। তারপর আল্লাহু আকবার বলে দুইটি সেজদা করতে হবে। তারপর পুনরায় বসে আত্তাহিয়াতু দরুদ ও দোয়া মাসুরা পরে উভয় দিকে সালাম ফিরে নামাজ শেষ করতে হবে।

x

tiltony.com
tiltony.comhttp://www.tiltony.com
তিলটনি.কম একটি বাংলা ব্লগ সাইট। সঠিক, নির্ভরযোগ্য ও পূর্ণ তথ্য সমৃদ্ধ কনটেন্ট প্রকাশ করার উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে ওয়েবসাইটটি।বিজ্ঞান ও প্রযুক্তি ‣ শিক্ষা ‣ স্বাস্থ্য ‣ জীবনযাপন ‣ পাঁচমিশালি ‣ অন্যান্য প্রয়োজনীয় তথ্য ও সংবাদ পেতে ভিজিট করুন।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments