Sunday, December 22, 2024

রাত্রিযাপন • অমিয় চক্রবর্তী

রাত্রিযাপন • অমিয় চক্রবর্তী


আনিসুল হকবঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়আহমদ ছফাহুমায়ূন আহমেদকাজী নজরুল ইসলামরবীন্দ্রনাথ ঠাকুরসমরেশ মজুমদারসুনীল গঙ্গোপাধ্যায়শরৎচন্দ্র চট্টোপাধ্যায়মানিক বন্দোপাধ্যায়সৈয়দ শামসুল হকআহমদ ছফাজহির রায়হানসৈয়দ ওয়ালীউল্লাহআবু ইসহাকআবদুল্লাহ আল-মুতীআবুল বাশারআবুল মনসুর আহমদফররুখ আহমদযতীন্দ্রমোহন বাগচীপ্রমথ চৌধুরীসৈয়দ মুজতবা আলীমুনীর চৌধুরীহুমায়ুন আজাদআব্দুল জব্বারশামসুর রাহমান • অন্নদাশঙ্কর রায় • জগদীশচন্দ্র বসু • সুফিয়া কামালবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর • ডক্টর মুহম্মদ শহীদুল্লাহএম আর আখতার মুকুল • শীর্ষেন্দু মুখোপাধ্যায় • মীর মশাররাফ হোসেন • আবদুল্লাহ আবু সায়ীদ • রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ • সেলিনা হোসেন • সুকান্ত ভট্টাচার্যদ্বিজেন্দ্রলাল রায়জসীম উদ্দীনজীবনানন্দ দাশসত্যেন্দ্রনাথ দত্ত • বুদ্ধদেব গুহ • শিহাব আহমেদ তুহিন • রাগিব হাসান • আহসান হাবীব • সৈয়দ মকসুদ আলী • এনায়েতুল্লাহ আলতামাশ • আরিফ আজাদ • মুসা আনসারী • সুনীতিকুমার চট্টোপাধ্যায় • তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় • সৈয়দ আলী আহসান • এপিজে আবুল কালাম আজাদ • আলী রিয়াজ • শওকত ওসমান • শাহীন আখতার • মহিউদ্দিন আহমদ • তিলোত্তমা মজুমদার • মাইকেল মধুসূদন দত্ত • সৈয়দ আমীর আলী • মুহম্মদ জাফর ইকবাল • আকবর আলি খান • আনিসুজ্জামান • ড. সৌমিত্র শেখর • সরদার ফজলুল করিম • অন্যান্য লেখকের বই



রাত্রিযাপন • অমিয় চক্রবর্তী

রাত্রিযাপন
অমিয় চক্রবর্তী 

বুকে প্রাণটা এমনিই রইলো, জানো ভাই, 
ঘরে দাঁড়িয়ে মন বললে শুধু, যাই 
-যাই। 
প্রকাণ্ড তামার চাঁদ রাত্রে 
গলে হ’লো সোনা। সোনার পাত্রে 
পরে আভায় ছড়ালো অন্তলীনি রোদ্দুর!
নৌকো দূরে গেলো বেয়ে সেই অন্তরের সমুদ্দুর । 
সেদিন রাত্রে যখন আমার কুমু বোনকে হারাই। 
আর, অজ্ঞান মুহূর্তগুলো, তারায়
মিলিয়ে রইলো স্বচ্ছধারায়। 
জেগে-থাকা চোখে, 
মাটি গাছমাঠের জমা ঠাণ্ডা দৃশ্য পলকে-পলকে 
বদলালো একটু বর্ণ; তবু বর্ণহীন, 
একটু আলো ছিলো, ক্ষীণ, খুব ক্ষীণ।
আলোর সূক্ষ্ম প্রাণ অণুতে-অণুতে কী হচ্ছিলো । কালোর মধ্যে
দিয়ে উদয়। 
অন্য কিছু নয়। 
তিরোহিত চন্দ্রবর্ণ আকাশে উষা 
এলো আবার দিন, প্রাচীন সোনার বেশভূষা। 
ঘরের দেয়ালগুলো ফুটলো রাঙা আঁচড়ে। 
তারপর? মেঘের স্তরে-স্তরে 
রোজকার বিষণ্ন সুন্দর সকাল এলো ভ’রে। 
তখন দরজায় দেখলেম দাঁড়িয়ে -হঠাৎ -আছি সবাই, 
জানো ভাই, 
- আর সবাই। 
বুকের হাড়ে শক্ত কান্না নেই, কেবল কী জানি 
হয়তো এমনিই মনে-করা 
যাই, একবার যাই। রইলাম তবু। শক্ত ধরা। 


রাত্রিযাপন • অমিয় চক্রবর্তী- Download

  • রাত্রিযাপন • অমিয় চক্রবর্তী ➜ PDF Download
  • রাত্রিযাপন • অমিয় চক্রবর্তী ➜ Image Download

রাত্রিযাপন • অমিয় চক্রবর্তী

অন্যান্য কবিতাসমূহ

Related Articles

Stay Connected

0FansLike
3,606FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles