Monday, December 23, 2024

অঙ্গীকারনামা (পাসপোর্ট এর তথ্য পরিবর্তন/সংশোধন সংক্রান্ত)

পাসপোর্ট এর তথ্য পরিবর্তন/সংশোধন সংক্রান্ত অঙ্গীকারনামার নমুনা কপি। প্রয়োজনে এই অঙ্গীকারনামার কপি ডাউনলোড (এডিটেবল ওয়ার্ড ফাইল ও পিডিএফ ফাইল) করে নিতে পারেন।

অঙ্গীকারনামার নমুনা (for Passport Correction)

অঙ্গীকারনামা

(পাসপোর্ট এর তথ্য পরিবর্তন/সংশোধন সংক্রান্ত)

আমি: ……………………………………………….. পিতা: ………………………………………… মাতা: ………………………………………… ঠিকানা: ……………………………………………… ………………………………………………………………………………………………………… পেশা: ……………………….. ধর্ম: ……………………….. জাতীয়তা: বাংলাদেশী, জাতীয় পরিচয়পত্র নম্বর/জন্ম নিবন্ধন নম্বর (অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে) ……………………….. এই মর্মে অঙ্গীকার করিতেছি যে, আমার পাসপোর্ট নম্বর ……………………… ইস্যুর তারিখ ……………….. এ আবেদনের সময় আমার নিজ নাম/পিতাম নাম/মাতার নাম/জন্ম তারিখ ভুল লিপিবদ্ধ করা হয়েছে। প্রকৃতপক্ষে আমার জাতীয় পরিচয় পত্র/জন্ম সনদ (অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে) অনুযায়ী আমার নিজ নাম/পিতার নাম/মাতার নাম/জন্ম তারিখ এবং পাসপোর্ট উল্লিখিত নিজ নাম/পিতার নাম/মাতার নাম/জন্ম তারিখ নিম্নরুপ:


👉 আরো পড়তে পারেন: দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় ১০০টি স্মার্ট টিপস ও ট্রিক্স

বর্তমান পাসপোর্ট প্রদর্শিত ভুল তথ্যজাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ অনুযায়ী প্রকৃত তথ্য
নাম:নাম:
পিতার নাম:পিতার নাম:
মাতার নাম:মাতার নাম:
জন্ম তারিখ:জন্ম তারিখ:

উপযুক্ত অঙ্গীকারনামার যাবতীয় তথ্য সঠিক। ইহার কোন অংশ মিথ্যা নহে। আমি কোন তথ্য গোপন করি নাই। কোন মিথ্যা তথ্য দিয়া থাকিলে এই পরিবর্তন/সংশোধনজনিত কারণে ভবিষ্যতে কোন প্রকার আইনগত জটিলতা হইলে আমি দায়ী থাকিব।

আমি স্বেচ্ছায় ও স্বজ্ঞানে উপযুক্ত অঙ্গীকারনামার যাবতীয় মর্ম সম্যক অব্যগত হইয়া স্বাক্ষর প্রদান করিলাম।

স্বাক্ষর/অভিভাবকের স্বাক্ষর (আবেদনকারীর অপ্রাপ্ত বয়স্ক হইলে)

পাসপোর্ট এর তথ্য পরিবর্তন/সংশোধন সংক্রান্ত অঙ্গীকারনামার নমুনা কপি।

অঙ্গীকারনামার নমুনা কপি ডাউনলোড করুন

Related Articles

Stay Connected

0FansLike
3,606FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles