বাদশাহ্ নমরুদের কন্যা
মহান আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য নবী-রাসুল দুনিয়াতে প্রেরণ করেছেন মানুষের হেদায়াতের জন্য। তাদের একত্ববাদের দাওয়াত ও শিক্ষা দেয়ার দায়িত্ব দিয়ে আল্লাহ তায়ালা দুনিয়াতে প্রেরণ করেছিলেন। ঠিক তেমিনভাবে অনেক নেককার মহিলাও দুনিয়াতে প্রেরণ করেছেন। তাদের মধ্যেও আল্লাহ তায়ালা অসংখ্য মুজিজা দিয়েছিলেন। যেগুলো থেকে শিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে। এখানে তেমনিভাবে আল্লাহর কিছু প্রিয় নেককার মহিলাদের কাহিনী ও তাদের শিক্ষা তুলে ধরা হলো।
বাদশাহ্ নমরুদের কন্যা
যে নমরুদ হযরত ইব্রাহীম আলাইহিসসালামকে অগ্নিতে নিক্ষেপ করেছিল, তার এক কন্যার নাম রেয়’যা। হযরত ইব্রাহীম আলাইহিসসালামকে ভীষণ অগ্নি-কুণ্ডে নিক্ষেপ করা হলো। শত শত লোক সেটা দেখার জন্য ভিড় করলো। নমরুদের কন্যাও একটি উঁচুস্থানে চড়ে এই দৃশ্য দেখতেছিল। সে দেখলো, এই ভীষণ প্রজ্বলিত অগ্নি হযরত ইব্রাহীমের একটি লোমও স্পর্শ করতেছে না।
তৎক্ষণাৎ সে উচ্চৈঃস্বরে জিজ্ঞাসা করলো, ওহে ইব্রাহীম! তোমাকে অগ্নি কেন জ্বালাইতেছে না? উত্তরে খালীলুল্লাহ্ বললেন, ঈমানের বরকতেই আল্লাহ্ তা’আলা আমাকে অগ্নি থেকে রক্ষা করতেছেন। তখন রেয়’যা বলে উঠলো, আপনার অনুমতি থাকলে এক্ষুণি আমি অগ্নিতে প্রবেশ করবো। হযরত ইব্রাহীম আলাইহিস সালাম বললেন, তুমি ‘লা-ইলাহা ইল্লাল্লাহ্ ইব্রাহীম খালীলুল্লাহ্’ হিসেবে এখানে চলে এসো। তৎক্ষণাৎ সে কলেমা পড়ে অগ্নিতে প্রবেশ করলো, অগ্নি তাঁকে স্পর্শ করলো না।
রেয়’যা অগ্নি থেকে বাহির হয়ে তার বাবা নমরুদকে ভাল-মন্দ অনেক কিছুই বললেন। এটাতে ক্ষুব্ধ হয়ে নমরুদ তাঁর উপর অকথ্য অত্যাচার নির্যাতন করলো। কিন্তু সকল উৎপীড়ন নির্যাতন তাঁর অটল ঈমানের মোকাবেলায় নিশ্চিহ্ন হয়ে গেল। নমরুদের সকল চেষ্টাই ব্যর্থ হলো। অধিকন্তু সে তার আদরণীয় মেয়েকেও সে হারাইল।
সুবহানাল্লাহ্! কত নিৰ্ভীক সাহসী মেয়েটি। অকথ্য নির্যাতন, অসহনীয় উৎপীড়ন সকলই পরাভূত হলো তাঁর ঈমানের সামনে। প্রত্যেক মুসলমানের উচিত এহেন বিশ্বাসী ধর্মপরায়ণ হওয়া যার নিকট শত বাধা-বিপত্তি পদদলিত নিষ্পেষিত হয় অনায়াসে।
নেককার মহিলাদের কাহিনী ও তাদের জীবনী
• হযরত হাওয়া (আঃ) • হযরত সারা (আঃ) • হযরত হাজেরা (আঃ) • হযরত ইসমাঈল (আঃ)-এর বিবি • বাদশাহ্ নমরুদের কন্যা • আইয়ূব নবীর স্ত্রী বিবি রহিমা • হযরত ইউসুফ (আঃ)-এর খালা • হযরত মূসা (আঃ)-এর মাতা • হযরত মূসা (আঃ)-এর বোন • হযরত মূসা (আঃ)-এর বিবি ছফুরা • হযরত বিবি আছিয়া • ফেরাউনের কন্যা ও বাঁদী • হযরত মূসার এক বৃদ্ধা লস্কর • হাইসূরের ভগ্নী • হযরত বিলকিস • বনি-ইসরাইলের এক দাসী • বনি-ইসরাইলের এক বুদ্ধিমতী নারী • হযরত বিবি মারইয়াম • হযরত খাদিজা • হযরত সওদা • হযরত আয়েশা ছিদ্দীকা • হযরত হাফসা • হযরত যয়নব বিনতে জাহাশ • হযরত যোয়ায়রিয়াহ • হযরত মায়মুনাহ • হযরত সাফিয়া • হযরত যয়নব • হযরত রোকেয়া • হযরত উম্মে কুলসুম • হযরত ফাতেমা (রাঃ) • হযরত হালিমা সাদিয়া •
তথ্যসূত্র
- বেহেশতী জেওর • লেখক: হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) • অনুবাদক: হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী (রহ.)