Thursday, June 27, 2024
Homeশিক্ষানীলকণ্ঠ • প্রেমেন্দ্র মিত্র

নীলকণ্ঠ • প্রেমেন্দ্র মিত্র

নীলকণ্ঠ • প্রেমেন্দ্র মিত্র


আনিসুল হকবঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়আহমদ ছফাহুমায়ূন আহমেদকাজী নজরুল ইসলামরবীন্দ্রনাথ ঠাকুরসমরেশ মজুমদারসুনীল গঙ্গোপাধ্যায়শরৎচন্দ্র চট্টোপাধ্যায়মানিক বন্দোপাধ্যায়সৈয়দ শামসুল হকআহমদ ছফাজহির রায়হানসৈয়দ ওয়ালীউল্লাহআবু ইসহাকআবদুল্লাহ আল-মুতীআবুল বাশারআবুল মনসুর আহমদফররুখ আহমদযতীন্দ্রমোহন বাগচীপ্রমথ চৌধুরীসৈয়দ মুজতবা আলীমুনীর চৌধুরীহুমায়ুন আজাদআব্দুল জব্বারশামসুর রাহমান • অন্নদাশঙ্কর রায় • জগদীশচন্দ্র বসু • সুফিয়া কামালবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর • ডক্টর মুহম্মদ শহীদুল্লাহএম আর আখতার মুকুল • শীর্ষেন্দু মুখোপাধ্যায় • মীর মশাররাফ হোসেন • আবদুল্লাহ আবু সায়ীদ • রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ • সেলিনা হোসেন • সুকান্ত ভট্টাচার্যদ্বিজেন্দ্রলাল রায়জসীম উদ্দীনজীবনানন্দ দাশসত্যেন্দ্রনাথ দত্ত • বুদ্ধদেব গুহ • শিহাব আহমেদ তুহিন • রাগিব হাসান • আহসান হাবীব • সৈয়দ মকসুদ আলী • এনায়েতুল্লাহ আলতামাশ • আরিফ আজাদ • মুসা আনসারী • সুনীতিকুমার চট্টোপাধ্যায় • তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় • সৈয়দ আলী আহসান • এপিজে আবুল কালাম আজাদ • আলী রিয়াজ • শওকত ওসমান • শাহীন আখতার • মহিউদ্দিন আহমদ • তিলোত্তমা মজুমদার • মাইকেল মধুসূদন দত্ত • সৈয়দ আমীর আলী • মুহম্মদ জাফর ইকবাল • আকবর আলি খান • আনিসুজ্জামান • ড. সৌমিত্র শেখর • সরদার ফজলুল করিম • অন্যান্য লেখকের বই



নীলকণ্ঠ • প্রেমেন্দ্র মিত্র

নীলকণ্ঠ 
প্রেমেন্দ্র মিত্র

হাওয়াই দ্বীপে যাইনি, দক্ষিণ সমুদ্রের কোন দ্বীপপুঞ্জে। 
তবু চিনি ঘাসের ঘাগরাপরা ছায়াবরণ তার সুন্দরীদের; 
-বিদেশী টহলদারের ক্যামেরা-কলুষিত চোখে নয়। 
দেখেছি তাদের ঘাসের ঘাগরায় নাচের ঢেউ-এর হিল্লোল, 
নোনা হাওয়ার দমকে দমকে যেমন নারকেল-বনের দোলা। 
মোহিনী পলিনেসিয়া! 
মহাসাগরে ছড়ান 
ভেঙে যাওয়া ভুলে যাওয়া কোন্‌ সুদূর সভ্যতার নাকি ভগ্নাংশ 
আমি জানি,-
সমুদ্রের ঔরসে 
প্রবাল দ্বীপের গর্ভে তার জন্ম! 

সূর্যের ঔরসে
	মহারণ্যের গর্ভে যার জন্ম,
আঁধার-বরণ সেই আফ্রিকাকেও জানি, 
-শৌখিন শিকারী আর পণ্ডিত-পর্যটকের চোখে নয়। 
অরণ্য-চোয়ানো ঝাপসা আলোয়, 
কি, দিশস্ত-ছোয়া ফেল্টর চোখ-ঝলসানো উজ্জ্বলতায় 
উদ্দাম আধার-বরণ আফ্রিকা! 
কণ্ঠে তার দূরন্ত অরণ্য উল্লাস 
-হে- ইডি, হাইডি, হাই! 

হে-ইডি, হাইডি হা-ই! 
কালো চামড়ার ছোঁয়াচ বাচাঁতে
কালো মনের ছোঁয়াচে রোগে জর্জর 
বিলাসী ক্লীবের প্রলাপ -প্রতিধবনি নয়। 
রাত্রি-নিবিড়, অরণ্য-গহন আফ্রিকার 
রোমাঞ্চিত উত্তাল উচ্চারণ, 
হে-ইডি হাইডি হা-ই! 


হে- ইডি, হাইডি, হা-ই। 
অরণ্য ডাকে ওই, -যাই! 
সিংহের দাঁতে ধার, সিংহের নখে ধার, 
চোখে তার মৃত্যুর রোশনাই। 
-হে-ইডি, হাইডি, হা-ই! 
বনপথে বিভীষিকা, বিঘ্ন, 
আমাদেরও বল্লম তীক্ষ্ণ
কাপুরুষ সিংহ তো মারতেই জানে শুধু 
আমরা যে মরতেও চাই! 
হে-ইডি, হাইডি, হা-ই!
মেয়েদের চোখ আজ চকচকে ধারালো;
নেচে নেচে ঢেউ-তোলা, নাচের নেশায় দোলা
মিশকালো অঙ্গে কি চেকনাই! 
মৃত্যুর মৌতাতে বুঁদ হয়ে গেছি সব 
রমণী ও মরণেতে ভেদ নাই! 
-হে-ইডি, হাইডি, হা-ই! 

হে-ইডি, হাইডি, হা-ই!
	আমাদের গলায় কই সেই উদ্দাম উল্লাস,
ঘাসের ঘাগরায় দুরন্ত সমুদ্র-দোলা?
কেমন করে থাকবে? 
আমাদের জীবনে নেই জলন্ত মৃত্যু,
সমুদ্র নীল মৃত্যু পলিনেসিয়ার! 
আফ্রিকার সিংহ-হিংস্র মৃত্যু! 
আছে শুধু স্তিমিত হয়ে নিভে যাওয়া, 
-ফ্যাকাশে রুগ্ন তাই সভ্যতা ! 

সভ্যতাকে সুস্থ করো, করো সার্থক।
	আনো তীব্র, তপ্ত, ঝাঁঝালো, মৃত্যুর স্বাদ,
সূর্য আর সমুদ্রের ঔরসে 
যাদের জন্ম, 
মৃত্যু-মাতাল তাদের রক্তের বিনিময়। 

ভরাট-করা সমুদ্র আর উচ্ছেদ করা অরণ্যের জগতে 
কি লাভ গ’ড়ে কৃমি-কী্টের সভ্যতা, 
লালন ক’রে স্তিমিত দীর্ঘ পরমায়ু 
কচ্ছপের মত? 
অ্যামিবারও ত' মৃত্যু নেই। 
মৃত্যু জীবনের শেষ সার আবিস্কার
আর 
শিব নীলকণ্ঠ। 


নীলকণ্ঠ • প্রেমেন্দ্র মিত্র- Download

  • নীলকণ্ঠ • প্রেমেন্দ্র মিত্র ➜ PDF Download
  • নীলকণ্ঠ • প্রেমেন্দ্র মিত্র ➜ Image Download

নীলকণ্ঠ • প্রেমেন্দ্র মিত্র
নীলকণ্ঠ • প্রেমেন্দ্র মিত্র

অন্যান্য কবিতাসমূহ

x

tiltony.com
tiltony.comhttp://www.tiltony.com
তিলটনি.কম একটি বাংলা ব্লগ সাইট। সঠিক, নির্ভরযোগ্য ও পূর্ণ তথ্য সমৃদ্ধ কনটেন্ট প্রকাশ করার উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে ওয়েবসাইটটি।বিজ্ঞান ও প্রযুক্তি ‣ শিক্ষা ‣ স্বাস্থ্য ‣ জীবনযাপন ‣ পাঁচমিশালি ‣ অন্যান্য প্রয়োজনীয় তথ্য ও সংবাদ পেতে ভিজিট করুন।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments