Monday, July 1, 2024
Homeইসলামনামাযের ফরয কয়টি ও কি কি??

নামাযের ফরয কয়টি ও কি কি??

নামাযের ফরয কয়টি ও কি কি??

নামাযের ফরয সর্বমোট ১৩টি। এর মধ্যে নামাযের বাইরে রয়েছে ৭টি এবং ভিতরে রয়েছে ৬টি। নামাযের ফরযগুলোর কোন একটি ছুটে গেলে বা সঠিকভাবে আদায় না হলে নামায পুনরায় পড়তে হয়। তাই খুবই সতর্কতার সাথে খেয়াল করে নামাযের ফরয এবং ওয়াজিবগুলো আদায় করা জরুরী।

নামাযের বাইরের ৭টি ফরয

  1. শরীর পাক হওয়া। (সূরায়ে মায়িদা:৬)
  2. কাপড় পাক হওয়া। (সূরায়ে মুদ্দাসসির:৪)
  3. নামাযের জায়গা পাক হওয়া। (বাকারা: ১২৫)
  4. ছতর ঢাকা (অর্থাৎ, পুরুষগণের নাভি হতে হাঁটুর নীচ পর্যন্ত এবং মহিলাদের চেহারা, কব্জি পর্যন্ত এবং পায়ের পাতা ব্যতিরেকে সমস্ত শরীর ঢেকে রাখা।) (বাকারা-৩১)
  5. কিবলামুখী হওয়া। (বাকারা-১৪৪)
  6. সময়মত বা ওয়াক্তমত নামায পড়া। (সূরা আন নিসা-১০৩)
  7. অন্তরে নির্দিষ্ট নামাযের নিয়ত করা। (সহীহ বুখারী শরীফ হাদিস নং ১)

নামাযের ভেতরে ৬টি ফরয

  1. তাকবীরে তাহরীমা অর্থাৎ, শুরুতে আল্লাহু আকবার বলা। (মুদ্দাসসির: ৩)
  2. ফরয ও ওয়াজিব নামায দাঁড়িয়ে পড়া। (বাকারা-২৩৮)
  3. কিরাত পড়া। (মুযযাম্মিল:২০)
  4. রুকু করা। (হজ্ব-৭৭)
  5. দুই সিজদা করা।
  6. শেষ বৈঠক করা। (আবূ দাউদ শরীফ হাদিস নং ৯৭০)
x

tiltony.com
tiltony.comhttp://www.tiltony.com
তিলটনি.কম একটি বাংলা ব্লগ সাইট। সঠিক, নির্ভরযোগ্য ও পূর্ণ তথ্য সমৃদ্ধ কনটেন্ট প্রকাশ করার উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে ওয়েবসাইটটি।বিজ্ঞান ও প্রযুক্তি ‣ শিক্ষা ‣ স্বাস্থ্য ‣ জীবনযাপন ‣ পাঁচমিশালি ‣ অন্যান্য প্রয়োজনীয় তথ্য ও সংবাদ পেতে ভিজিট করুন।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments