নেককার মহিলাদের কাহিনী • হযরত মূসা (আঃ)-এর মাতা
মহান আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য নবী-রাসুল দুনিয়াতে প্রেরণ করেছেন মানুষের হেদায়াতের জন্য। তাদের একত্ববাদের দাওয়াত ও শিক্ষা দেয়ার দায়িত্ব দিয়ে আল্লাহ তায়ালা দুনিয়াতে প্রেরণ করেছিলেন। ঠিক তেমিনভাবে অনেক নেককার মহিলাও দুনিয়াতে প্রেরণ করেছেন। তাদের মধ্যেও আল্লাহ তায়ালা অসংখ্য মুজিজা দিয়েছিলেন। যেগুলো থেকে শিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে। এখানে তেমনিভাবে আল্লাহর কিছু প্রিয় নেককার মহিলাদের কাহিনী ও তাদের শিক্ষা তুলে ধরা হলো।
হযরত মূসা (আঃ)-এর মাতা
তাঁর মোবারক নাম ইউখান্দ। সেই যমানার পণ্ডিতগণ ফেরআউনকে আতঙ্কিত করেছিল যে, বনি-ইস্বায়ীল কওমে এক ছেলের জন্ম হবে। আর সেই ছেলেই তোমার এই সোনার বাদশাহী ধূলিসাৎ করে দিবে।
এই ভবিষ্যদ্বাণী ফেরআউনকে ভীষণ সন্ত্রস্ত করে তুললো। সে সমস্ত রাজকীয় লোকদের হুকুম করলো, বনি-ইস্বায়ীল কওমের ছেলে সন্তানদিগকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলতে। হুকুম পালনার্থে বনি-ইস্বায়ীলের হাজার হাজার মাছুম ছেলে সন্তানকে হত্যা করা হলো। এই নির্মম হত্যাকাণ্ড কালের পর কাল, দিনের পর দিন ধরে চলতে লাগলো। কোন সন্তানকেই এই চরম নিষ্ঠুরতা থেকে রক্ষা করা কারো পক্ষে সম্ভব ছিল না।
ঠিক এই ভয়াবহ মুহূর্তে হযরত মূসা (আঃ) জন্ম নিলেন বনি-ইস্বায়ীল কওমে। হযরত মূসার মাতার নিকট আল্লাহ্ তা’আলার তরফ থেকে এলহাম হলো যে, তুমি নিশ্চিন্তে ছেলেকে স্তন্য পান করাতে থাক। যখন আশংকা হয় যে, ছেলের জন্ম সংবাদ শীঘ্রই প্রচার হয়ে যাবে, ফলে ফেরআউনের লোক এসে তাকে হত্যা করে ফেলবে, তখন তুমি ছেলেকে সিন্দুকে ভরে দরিয়ায় ভাসিয়ে দিও। এর পর ছেলেকে পুনরায় তোমার নিকট পৌঁছাইয়া দেওয়া আমার দায়িত্বে রইলো।
একদিন সত্য সত্যই মাতা মূসা (আঃ)-কে সিন্দুকে ভরে অসীম অতল সাগরে ভাসিয়ে দিলেন। অবশেষে দেখা গেল, আল্লাহ্ তা’আলাও স্বীয় ওয়াদা যথাযথ পুরা করলেন। এখানে প্রণিধানযোগ্য এটাই যে, অবলা একজন নারী—কিন্তু তাঁর ঐশীপ্রেম ও আত্মবিশ্বাস কত প্রবল! আল্লাহর আদেশ রক্ষার্থ সদ্যপ্রসূত দুগ্ধপোষ্য শিশুকে সিন্দুকে ভরে তরঙ্গমালা বিক্ষুদ্ধ বিশাল সাগর বক্ষে নিক্ষেপ করলেন। আল্লাহ্ তা’আলাও বান্দার কৃতকার্যে সন্তুষ্ট হয়ে পুরস্কার দান করলেন।
নেককার মহিলাদের কাহিনী ও তাদের জীবনী
• হযরত হাওয়া (আঃ) • হযরত সারা (আঃ) • হযরত হাজেরা (আঃ) • হযরত ইসমাঈল (আঃ)-এর বিবি • বাদশাহ্ নমরুদের কন্যা • আইয়ূব নবীর স্ত্রী বিবি রহিমা • হযরত ইউসুফ (আঃ)-এর খালা • হযরত মূসা (আঃ)-এর মাতা • হযরত মূসা (আঃ)-এর বোন • হযরত মূসা (আঃ)-এর বিবি ছফুরা • হযরত বিবি আছিয়া • ফেরাউনের কন্যা ও বাঁদী • হযরত মূসার এক বৃদ্ধা লস্কর • হাইসূরের ভগ্নী • হযরত বিলকিস • বনি-ইসরাইলের এক দাসী • বনি-ইসরাইলের এক বুদ্ধিমতী নারী • হযরত বিবি মারইয়াম • হযরত খাদিজা • হযরত সওদা • হযরত আয়েশা ছিদ্দীকা • হযরত হাফসা • হযরত যয়নব বিনতে জাহাশ • হযরত যোয়ায়রিয়াহ • হযরত মায়মুনাহ • হযরত সাফিয়া • হযরত যয়নব • হযরত রোকেয়া • হযরত উম্মে কুলসুম • হযরত ফাতেমা (রাঃ) • হযরত হালিমা সাদিয়া •
তথ্যসূত্র
- বেহেশতী জেওর • লেখক: হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) • অনুবাদক: হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী (রহ.)