নেককার মহিলাদের কাহিনী • হযরত মূসার এক বৃদ্ধা লস্কর
মহান আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য নবী-রাসুল দুনিয়াতে প্রেরণ করেছেন মানুষের হেদায়াতের জন্য। তাদের একত্ববাদের দাওয়াত ও শিক্ষা দেয়ার দায়িত্ব দিয়ে আল্লাহ তায়ালা দুনিয়াতে প্রেরণ করেছিলেন। ঠিক তেমিনভাবে অনেক নেককার মহিলাও দুনিয়াতে প্রেরণ করেছেন। তাদের মধ্যেও আল্লাহ তায়ালা অসংখ্য মুজিজা দিয়েছিলেন। যেগুলো থেকে শিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে। এখানে তেমনিভাবে আল্লাহর কিছু প্রিয় নেককার মহিলাদের কাহিনী ও তাদের শিক্ষা তুলে ধরা হলো।
হযরত মূসার এক বৃদ্ধা লস্কর
মিসরাধিপতি ফেরআউন খোদায়ী দাবী করলো। যারা তাকে খোদা হিসেবে মানল তারা নিশ্চিন্ত রইলো। আর যারা মানল না সে তাদের উপর অসহনীয় উৎপীড়ন নির্যাতন চালালো ৷ ফলে, খোদা-বিশ্বাসী হযরত মূসা নবীর অনুসারীদের কষ্টের আর সীমা রইলো না। শেষে একদিন হযরত মূসা বিশ্ব-নিয়ন্তা আল্লাহর নিকট থেকে আদেশপ্রাপ্ত হলেন। যালেম ফেরআউনের কবল থেকে বাচাঁর উদ্দেশ্যে স্বীয় ভক্তবৃন্দকে নিয়ে দেশ ত্যাগ করতে আল্লাহ্ তা’আলা কর্তৃক আদিষ্ট হলেন।
আল্লাহর আদেশ পেয়ে হযরত মূসা আলাইহিস সালাম আর কাল বিলম্ব করলেন না। সঙ্গী সাথী, ভক্তবৃন্দ সকলকে নিয়ে তিনি অচেনা পথের যাত্রী হলেন। পথ চলতে চলতে লোহিত সাগর তীরে এসে উপনীত হলেন। এখন দরিয়া পার হওয়ার ভীষণ সমস্যা দেখা দিল। সম্মুখে অগ্রসর হওয়ার কোন পথই খুজে পেলেন না। অবশেষে মূসা আলাইহিস সালাম স্বীয় লোকজনের মধ্যে ঘোষণা দিলেন,
- কে আছ, যে এর ভেদ আমাকে বলতে পারে?
- এক বৃদ্ধা হাজির হয়ে বলতে লাগলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বীয় ইন্তেকালের সময় তাঁর বংশধরগণকে বলেছিলেন, যদি তোমরা কোন সময় মিসর দেশ ত্যাগ করে যাও, তবে আমার কবরকেও তোমাদের সাথে নিয়ে যেও, নচেৎ তোমরা সম্মুখে অগ্রসর হওয়ার পথ খুজে পাবে না।
- মূসা আলাইহিস সালাম বৃদ্ধাকে কবরের স্থান নির্দেশ করতে বললেন।
- বৃদ্ধা বলল, হে নবী! আপনি আমাকে একটি স্বীকারুক্তি প্রদান করলেই আমি কবরের সন্ধান দান করবো।
- মূসা (আঃ) বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, তোমার সেই স্বীকারুক্তি কি?
- বৃদ্ধা আরয করলো, আমার মৃত্যু ঈমানের উপর হউক এবং বেহেশতে আপনার নিকট আমার স্থানলাভ ঘটুক।
- মূসা (আঃ) আল্লাহর দরবারে হাত উঠিয়ে মুনাজাত করলেন, এলাহী! এই ব্যাপারে আমার তো কোন কিছু করার নাই। আল্লাহর তরফ থেকে আশ্বাস বাণী আসলো, হে মূসা! আপনি স্বীকার করুন; আমি সেটা পূর্ণ করবো। অতঃপর হযরত মূসা (আঃ) বৃদ্ধাকে এই আশ্বাসবাণী শুনালেন!
বৃদ্ধা সন্তুষ্ট হয়ে কবরের ঠিকানা বলে দিল। সেটা দরিয়ার মাঝখানে ছিল। কবর বাহির করার সঙ্গে সঙ্গে রাস্তাও মিলে গেল। এই ঘটনা থেকে বুঝা গেল, এই বৃদ্ধা কত বড় বুযুর্গ ছিলেন। তিনি এখানে দুনিয়ের কোন ধন-সম্পদের লোভ করলেন না। তিনি সবকিছু ভুলে চাইলেন আখেরাতের উন্নতি ও শান্তি। যেহেতু দুনিয়ের আরাম আয়েশ নছিব পরিমাণ স্বাভাবিকভাবে মিলে যায়। তাই ক্ষণস্থায়ী দুই দিনের দুনিয়ার লোভ-লালসা জলাঞ্জলি দিয়ে চিরস্থায়ী চির-শান্তিময় আলমে আখেরাতের উন্নতি বিধান ও শান্তি কামনা করাই মুসলমানের কাজ।
নেককার মহিলাদের কাহিনী ও তাদের জীবনী
• হযরত হাওয়া (আঃ) • হযরত সারা (আঃ) • হযরত হাজেরা (আঃ) • হযরত ইসমাঈল (আঃ)-এর বিবি • বাদশাহ্ নমরুদের কন্যা • আইয়ূব নবীর স্ত্রী বিবি রহিমা • হযরত ইউসুফ (আঃ)-এর খালা • হযরত মূসা (আঃ)-এর মাতা • হযরত মূসা (আঃ)-এর বোন • হযরত মূসা (আঃ)-এর বিবি ছফুরা • হযরত বিবি আছিয়া • ফেরাউনের কন্যা ও বাঁদী • হযরত মূসার এক বৃদ্ধা লস্কর • হাইসূরের ভগ্নী • হযরত বিলকিস • বনি-ইসরাইলের এক দাসী • বনি-ইসরাইলের এক বুদ্ধিমতী নারী • হযরত বিবি মারইয়াম • হযরত খাদিজা • হযরত সওদা • হযরত আয়েশা ছিদ্দীকা • হযরত হাফসা • হযরত যয়নব বিনতে জাহাশ • হযরত যোয়ায়রিয়াহ • হযরত মায়মুনাহ • হযরত সাফিয়া • হযরত যয়নব • হযরত রোকেয়া • হযরত উম্মে কুলসুম • হযরত ফাতেমা (রাঃ) • হযরত হালিমা সাদিয়া •
তথ্যসূত্র
- বেহেশতী জেওর • লেখক: হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) • অনুবাদক: হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী (রহ.)