মোহররম • কাজী নজরুল ইসলাম
আনিসুল হক • বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় • আহমদ ছফা • হুমায়ূন আহমেদ • কাজী নজরুল ইসলাম • রবীন্দ্রনাথ ঠাকুর • সমরেশ মজুমদার • সুনীল গঙ্গোপাধ্যায় • শরৎচন্দ্র চট্টোপাধ্যায় • মানিক বন্দোপাধ্যায় • সৈয়দ শামসুল হক • আহমদ ছফা • জহির রায়হান • সৈয়দ ওয়ালীউল্লাহ • আবু ইসহাক • আবদুল্লাহ আল-মুতী • আবুল বাশার • আবুল মনসুর আহমদ • ফররুখ আহমদ • যতীন্দ্রমোহন বাগচী • প্রমথ চৌধুরী • সৈয়দ মুজতবা আলী • মুনীর চৌধুরী • হুমায়ুন আজাদ • আব্দুল জব্বার • শামসুর রাহমান • অন্নদাশঙ্কর রায় • জগদীশচন্দ্র বসু • সুফিয়া কামাল • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর • ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ • এম আর আখতার মুকুল • শীর্ষেন্দু মুখোপাধ্যায় • মীর মশাররাফ হোসেন • আবদুল্লাহ আবু সায়ীদ • রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ • সেলিনা হোসেন • সুকান্ত ভট্টাচার্য • দ্বিজেন্দ্রলাল রায় • জসীম উদ্দীন • জীবনানন্দ দাশ • সত্যেন্দ্রনাথ দত্ত • বুদ্ধদেব গুহ • শিহাব আহমেদ তুহিন • রাগিব হাসান • আহসান হাবীব • সৈয়দ মকসুদ আলী • এনায়েতুল্লাহ আলতামাশ • আরিফ আজাদ • মুসা আনসারী • সুনীতিকুমার চট্টোপাধ্যায় • তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় • সৈয়দ আলী আহসান • এপিজে আবুল কালাম আজাদ • আলী রিয়াজ • শওকত ওসমান • শাহীন আখতার • মহিউদ্দিন আহমদ • তিলোত্তমা মজুমদার • মাইকেল মধুসূদন দত্ত • সৈয়দ আমীর আলী • মুহম্মদ জাফর ইকবাল • আকবর আলি খান • আনিসুজ্জামান • ড. সৌমিত্র শেখর • সরদার ফজলুল করিম • অন্যান্য লেখকের বই •
মোহররম • কাজী নজরুল ইসলাম
মোহররম কাজী নজরুল ইসলাম ওরে বাংলার মুসলিম, তোরা কাঁদ! এনেছে এজিদি বিদ্বেষ পুন মোহররমের চাঁদ। এক ধর্ম ও এক জাতি তবু ক্ষুধিত সর্বনেশে তখ্তের লোভে এসেছে এজিদ কমবখ্তের বেশে! এসেছে ‘সীমার’, এসেছে ‘কুফা’র বিশ্বাসঘাতকতা, ত্যাগের ধর্মে এসেছে লোভের প্রবল নির্মমতা! মুসলিমে মুসলিমে আনিয়াছে বিদ্বেষের বিষাদ, কাঁদে আশমান জমিন, কাঁদিছে মোহররমের চাঁদ। একদিকে মাতা ফতেমার বীর দুলাল হোসেনি সেনা, আর দিকে যত তখ্ত-বিলাসী লোভী এজিদের কেনা। মাঝে বহিতেছে শান্তিপ্রবাহ পুণ্য ফোরাত নদী, শান্তিবারির তৃষাতুর মোরা, ওরা থাকে তাহা রোধি! একদিকে ইসলামি ইমামের সিপাহি শান্তিব্রতী, আর একদিকে স্বার্থান্বেষী হিংসুক ক্রোধমতি! এই দুনিয়ার মৃত্তিকা ছিল তখ্ত সে খলিফার, ভেঙে দিয়েছিল স্বর্ণ-সিংহাসনের যে অধিকার, মদগর্বী ও ভোগী বর্বর এজিদি ধর্মী যত, যুগে যুগে সেই সাম্য ধর্মে করিতে চেয়েছে হত। এই ধূর্ত ও ভোগীরাই তলোয়ারে বেঁধে কোরআন, ‘আলীর’ সেনারে করেছে সদাই বিব্রত পেরেশান! এই এজিদের সেনাদল শয়তানের প্ররোচনায় হাসান হোসেনে গালি দিতে যেত মদিনা ও মক্কায়। এরাই আত্মপ্রতিষ্ঠা-লোভে মসজিদে মসজিদে বক্তৃতা দিয়ে জাগাত ঈর্ষা হায় স্বজাতির হৃদে। ঐক্য যে ইসলামের লক্ষ্য, এরা তাহা দেয় ভেঙে। ফোরাত নদীর কূল যুগে যুগে রক্তে উঠেছে রেঙে এই ভোগীদের জুলুমে! ইহারা এজিদি মুসলমান, এরা ইসলামি সাম্যবাদেরে করিয়াছে খান খান! এক বিন্দুও প্রেম-অমৃত নাই ইহাদের বুকে, শিশু আসগরে তির হেনে হাসে পিশাচের মতো সুখে! আপনার সুখ ভোগ ও বিলাস ছাড়া জানে নাকো কিছু, একজন বড়ো হতে চায়, করে লক্ষ জনেরে নিচু।
মোহররম • কাজী নজরুল ইসলাম- Download
- মোহররম • কাজী নজরুল ইসলাম ➜ PDF Download
- মোহররম • কাজী নজরুল ইসলাম ➜ Image Download