মিলনোৎকণ্ঠা • মোহিত লাল মজুমদার
আনিসুল হক • বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় • আহমদ ছফা • হুমায়ূন আহমেদ • কাজী নজরুল ইসলাম • রবীন্দ্রনাথ ঠাকুর • সমরেশ মজুমদার • সুনীল গঙ্গোপাধ্যায় • শরৎচন্দ্র চট্টোপাধ্যায় • মানিক বন্দোপাধ্যায় • সৈয়দ শামসুল হক • আহমদ ছফা • জহির রায়হান • সৈয়দ ওয়ালীউল্লাহ • আবু ইসহাক • আবদুল্লাহ আল-মুতী • আবুল বাশার • আবুল মনসুর আহমদ • ফররুখ আহমদ • যতীন্দ্রমোহন বাগচী • প্রমথ চৌধুরী • সৈয়দ মুজতবা আলী • মুনীর চৌধুরী • হুমায়ুন আজাদ • আব্দুল জব্বার • শামসুর রাহমান • অন্নদাশঙ্কর রায় • জগদীশচন্দ্র বসু • সুফিয়া কামাল • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর • ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ • এম আর আখতার মুকুল • শীর্ষেন্দু মুখোপাধ্যায় • মীর মশাররাফ হোসেন • আবদুল্লাহ আবু সায়ীদ • রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ • সেলিনা হোসেন • সুকান্ত ভট্টাচার্য • দ্বিজেন্দ্রলাল রায় • জসীম উদ্দীন • জীবনানন্দ দাশ • সত্যেন্দ্রনাথ দত্ত • বুদ্ধদেব গুহ • শিহাব আহমেদ তুহিন • রাগিব হাসান • আহসান হাবীব • সৈয়দ মকসুদ আলী • এনায়েতুল্লাহ আলতামাশ • আরিফ আজাদ • মুসা আনসারী • সুনীতিকুমার চট্টোপাধ্যায় • তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় • সৈয়দ আলী আহসান • এপিজে আবুল কালাম আজাদ • আলী রিয়াজ • শওকত ওসমান • শাহীন আখতার • মহিউদ্দিন আহমদ • তিলোত্তমা মজুমদার • মাইকেল মধুসূদন দত্ত • সৈয়দ আমীর আলী • মুহম্মদ জাফর ইকবাল • আকবর আলি খান • আনিসুজ্জামান • ড. সৌমিত্র শেখর • সরদার ফজলুল করিম • অন্যান্য লেখকের বই •
মিলনোৎকণ্ঠা • মোহিত লাল মজুমদার
মিলনোৎকণ্ঠা মোহিত লাল মজুমদার বধূরে আমার দেখিনি এখনো, শুনেছি তার, অপরূপ রূপ, চোখের চাহনি চমৎকার! কাজলের রেখা আঁখিপাতে, ‘কাজল-লতা’টি ধ’রে আছে হাতে করমুলে বাঁধা লাল সুতা সেই- অলংকার! শুনেছি সে রূপ চমৎকার? পরেছে বসন- বুঝি লাল চেলি, ডালিম ফুলী? দুরু দুরু হিয়া -মনিহার তায় উঠিছে দুলি’। এরোয়া যখন শঙ্খ বাজায় বধু চমকিয়া ইতি উতি চায়, আকুল কবরী, রুখু ভুখু-চুল পড়িছে খুলি’ হিয়া দুরু দুরু উঠিছে দুলি’। কত দিবানিশি কাটানু স্বপনে - সেই সে মুখ দেখিনি কখনো, তবু সে আমার ভরেছে বুক! প্রানের বিজনে ঝরিয়াছে ফুল- সকালে শেফালি, বিকালে বকুল, ফুটিয়াছে নীপ - বরষা- আসারে ভরসা-সুখ, সে - মুখ আমার ভরেছে বুক। এতদিনে বুঝি বিরহ যামিনী হয়েছে ভোর- বাঁশি বাজে ওই - এবার নয়নে লেগেছে ঘোর! হাতে হাতে সেই বাঁধি’ মালাখানি আর কতখনে পরশিব পাণি? এসেছে কি আজি সে সুখলগন জীবনে মোর- স্বপন-রজনী হয়েছে ভোর? পাতি ফুল শেজ বসিব দুজনে কথা না বলি চিবুক ধরিয়া তুলিব আনত কুসুম কলি! সে রূপ নেহারি’ আঁখি অনিমেষ প্রদীপ জ্বালায়ে হবে রাতি শেষ! ভুলে যাব গান, ফুলের মধুও ভুলিবে অলি- শুধু চেয়ে রঁবো কথা না বলি’। বধুরে আমার দেখিনি এখনো, শুনেছি তার অপরূপ রূপ - চোখের চাহনি চমৎকার! আর কত দেরি গোধূলি লগন? নিবিয়া আসিবে সারাটি গগন, শুধু সেই চেলি উজলি তুলিবে অন্ধকার- সেই আঁখি তারা চমৎকার!
মিলনোৎকণ্ঠা • মোহিত লাল মজুমদার- Download
- মিলনোৎকণ্ঠা • মোহিত লাল মজুমদার ➜ PDF Download
- মিলনোৎকণ্ঠা • মোহিত লাল মজুমদার ➜ Image Download