Monday, December 23, 2024

মাছের মাথা-খাওয়ার লোভ | নাসির গাজীর বুদ্ধিদীপ্ত ও শিক্ষণীয় গল্প

উপমহাদের প্রখ্যাত আলেম, হাকিমুল উম্মত হিসেবে খ্যাত মাওলানা আশরাফ আলী থানভী রচিত মুসলমানের হাসি বই-এ নাসির গাজীর অনেকগুলো বুদ্ধিদীপ্ত ও শিক্ষণীয় গল্প স্থান পেয়েছে। গল্পগুলো থেকে শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। বিশেষ করে শিশু-কিশোরদের জন্য অনেক হাস্যরসাত্মক শিক্ষণীয় গল্প রয়েছে। সেখান থেকে গল্পগুলো এখানে তুলে ধরা হলো-


মাছের মাথা-খাওয়ার লোভ

নাসির গাজী একবার রাতে তার শ্বশুরবাড়ীতে গেল। তার শুশুর তাকে দেখে বাজারে গেল আর বাজার থেকে বড় বড় দু’টি কাতল মাছ নিয়ে এল। তার শাশুড়ী মাছ দু’টো রান্না করে তার স্বামীকে বলল- জামাইকে ডাকেন। শ্বশুর নাসির গাজীর কাছে এসে দেখল, সে ঘুমিয়ে আছে। তাই তাকে আর ডাকল না। আসলে সে ঘুমের ভানে সব লক্ষ করছিল। তার শ্বশুর ফিরে গিয়ে তার শাশুড়ীকে বলল, “জামাই ঘুমিয়ে আছে। তার ঘুম ভাঙ্গানো ঠিক হবে না। থাক সে সকালে খাবে, এখন আমরা দু’জনে মাছের মাথা দু’টো খেয়ে নেই। এই বলে দু’জনে মাথা দুটো নিয়ে খেতে বসল।

ঐ দিকে নাসির গাজী খেতে না পেয়ে তার পেট জ্বলে যাচ্ছে। আবার সে মাছের মাথা বেশী পছন্দ করতো তা-ও হাত ছাড়া হচ্ছে। কিন্তু তা শ্বশুর-শাশুড়ী তাকে না ডাকায় আসতে পারছে না। এখন কি করবে, চিন্তা করতে লাগল।

হঠাৎ বিদ্যুৎ চলে গেলে ঘর অন্ধকার হয়ে গেল। নাসির গাজী ছিল একটু বেলাজ ধরনের, নিজের লোভ মেটাতে অনেক সময় লজ্জাকেও ভুলে যেত। তাই সে হঠাৎ বুদ্ধি করে ঘুম থেকে উঠে এল খানার সামনে। অন্ধকারের ফাঁকে নাসির গাজী তার শ্বশুরের সামনে থেকে মাছের মাথাটি উঠিয়ে নিতেই শ্বশুরের হাতের সঙ্গে তার হাত লাগল। তখন শ্বশুর তার হাতটি ধরে ফেলল। আর সেও দেরি না করে অপর হাতে তার শাশুড়ীর হাত ধরে ফেলল। তখন শাশুড়ী বলল- ওগো! কি ব্যাপার! হাত ধরলেন যে? শ্বশুর তখন তার স্ত্রী হাত মনে করে নাসির গাজীর হাত ছেড়ে দিল। তখন নাসির গাজীও তার শাশুড়ীর হাত ছেড়ে দিল। এরপর নাসির গাজী মাথাটি খেয়ে নিল। অতঃপর নাসির গাজী শাশুড়ীর সামনে হতে দ্বিতীয় মাথাটি তুলে নিতেই ঐরূপ তার শাশুড়ী তার হাত ধরে ফেলল। সেও অপর হাতে তার শ্বশুরের হাত ধরল। তখন তার শ্বশুর বলে উঠলো, কি ব্যাপার! হাত ধরলে যে? তার শাশুড়ী স্বামীর হাত মনে করে নাসির গাজীর হাত ছেড়ে দিল। সে তখন তার শ্বশুরের হাত ছেড়ে দিল। এরপর সেই মাথাটিও খেয়ে নিল।

অতঃপর বিদ্যুৎ চলে এলে শ্বশুর-শাশুড়ী দু’জনে প্লেটে মাছের মাথা দেখতে পেল না। উভয়ে কাউকে কিছু না বলে, মনে মনে ফুলে থেকে শুধু ভাত খেয়ে উঠল। মাছের মাথা কারো ভাগ্যে জুটল না ।

👉 আরো পড়তে পারেন: অনুসরণীয় 30টি সাধারণ স্বাস্থ্য পরামর্শ আপনার জন্য

নাসির গাজী মাথা দু’টো খেয়ে আনন্দে ঘুমাতে লাগল। ওদিকে তার শ্বশুর শাশুড়ীর উপর এবং শাশুড়ী শ্বশুরের উপর অত্যন্ত রাগ হয়ে বসে আছে। কারণ, তার শ্বশুর মনে করেছে— শাশুড়ী মাথা-দু’টো খেয়ে ফেলেছে, আর শাশুড়ী মনে করেছে— শ্বশুর মাথা দু’টো খেয়ে ফেলেছে। কারো সঙ্গে কারো কথা নেই। দু’জন বিছানায় শুয়ে শুধু ছটফট করছে, আর নাসির গাজী এসব দেখে মিটি মিটি হাসছে।

অপরের হক নষ্ট করা এবং দু’জনের মধ্যে মনোমালিন্য লাগানো মারাত্মক গুনাহের কাজ-এ কথা চিন্তা করে নাসির গাজী সকাল বেলা নিজেই তাদের দু’জনের মাথা খাওয়ার কথা স্বীকার করে ক্ষমা চেয়ে নিল। জামাইর কান্ড দেখে তাদের বিস্ময়ের অন্ত রইল না, হাসিও পেল। তারপর শ্বশুর তাকে মুরুব্বী হিসেবে শুধরাবার জন্য এমন লজ্জার কাজ ভবিষ্যতে না করার জন্য কড়াভাবে শাসিয়ে দিল। সেও তাওবা করল-এমন নির্লজ্জ কাজ সে জীবনে আর করবে না।

নাসির গাজীর অন্যান্য গল্পসমূহ

  • এক সিংহ ও পথচারীর গল্প ➜ পড়ুন
  • জ্বি হুজুর! জ্বি হুজুর!! ➜ পড়ুন
  • মূল্যবান সম্পদ ➜ পড়ুন
  • আজ নগদ কাল বাকী ➜ পড়ুন
  • মাছের মাথা-খাওয়ার লোভ ➜ পড়ুন
  • ওয়াজ না করার ফন্দি ➜ পড়ুন
  • একসাথে দু’জন ➜ পড়ুন
  • হতবাক ইহুদি ➜ পড়ুন
  • উচিত বিচার ➜ পড়ুন
  • তিন টাকার সদাই ➜ পড়ুন
  • বাদশাহ’র ছেলের লেখাপড়া ➜ পড়ুন
  • ফুলদানির জন্য মৃত্যুদন্ড ➜ পড়ুন
  • পন্ডিত খেতাবের বিড়ম্বনা ➜ পড়ুন
  • সৎ লোকের সন্ধানে ➜ পড়ুন
  • চৈতন্য ফিরে এল ➜ পড়ুন
  • ঝাড়-ফুঁকের এ্যাকশন ➜ পড়ুন
  • দিতে জানে না, নিতে জানে ➜ পড়ুন
  • সম্পদের ওসীয়তনামা ➜ পড়ুন
  • আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যেই করেন ➜ পড়ুন
  • সব জায়গায় একই সূত্র ➜ পড়ুন
  • চোর ধরার আজব বুদ্ধি ➜ পড়ুন
  • দুনিয়া ধ্বংসের আগেই ধ্বংস ➜ পড়ুন
  • অল্প সময়ের জন্য বিনা খরচে সুখের আস্বাদ ➜ পড়ুন
  • পনের দিনের মজুরীর ভয়ে ➜ পড়ুন
  • কুকুর তাড়ানো ভণ্ডপীর ➜ পড়ুন
  • সব জায়গায় একই সূত্র ➜ পড়ুন
  • পবিত্র কোরআনের আয়াতের ফুঁকের ক্ষমতা

Related Articles

Stay Connected

0FansLike
3,606FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles