লেজুড় • ফারুক হোসেন
লেজুড় • ফারুক হোসেন
লেজুড় ফারুক হোসেন কেউ নিয়েছে পিছনে লেজ কেউ হয়েছে লেজুড়, লেজ দেখে যায় স্বভাব চেনা যায় চেনা গোঁফ খেজুর সিংহ বাঘের ডানপিটে লেজ পাক দিয়ে পা বাড়ায়, সব গরুরই লেজ জরুরী মাকড়-মাছি তাড়ায়। অলস গোছের লেজ রয়েছে গাধা এবং হাতির, নাচতে পটু লেজ ময়ূরের মেঘের সঙ্গে খাতির। লেজ হয়ে যায় ঐতিহাসিক যোদ্ধা হনুমানের, রাম রাবনের যুদ্ধে যে তার ভয় ছিলো না প্রাণের। আঠারশ’ সাতান্নতে লেজ হলো মীর জাফর, তাই পলাশীর আমবাগানে নামলো মহাফাঁপর। কাজ ফুরালেই লেজ থাকে না ফুরায় সকল ফিকির, জিকির তালে লেজ খসে যায় যেমনটি টিকটিকির।
লেজুড় • ফারুক হোসেন- Download
- লেজুড় • ফারুক হোসেন ➜ PDF Download
- লেজুড় • ফারুক হোসেন ➜ Image Download