Sunday, December 22, 2024

কোন্ দেশে • সত্যেন্দ্রনাথ দত্ত

কোন্ দেশে • সত্যেন্দ্রনাথ দত্ত



কোন্ দেশে • সত্যেন্দ্রনাথ দত্ত

কোন্‌ দেশে
সত্যেন্দ্রনাথ দত্ত

কোন্‌ দেশেতে তরুলতা-
সকল দেশের চাইতে শ্যামল?
কোন্‌ দেশেতে চলতে গেলেই--
দ’লতে হয় রে দুর্বা কোমল?
কোথায় ফলে সোনার ফসল,--
সোনোর কমল ফোটে রে?
সে আমাদের বাংলাদেশ
আমাদেরি বাংলা রে!
কোথায় ডাকে দোয়েল শ্যামা
ফিঙ্গে গাছে গাছে নাচে?
কোথায় জলে মরাল চলে-
মরালী তার পাছে পাছে?
বাবুই কোথা বাসা বোনে-
চাতক বারি যাচে রে?
সে আমাদের বাংলাদেশ,
আমাদেরি বাংলা রে?
কোন্‌ ভাষা মরমে পশি’-
আকুল করি’ তোলে প্রান?
কোথায় গেলে শুনতে পা’ব-
বাউল সুরে মধুর গান?
চন্ডীদাসের -- রাম প্রসাদের
কণ্ঠ কোথায় বাজে রে?
সে আমাদের বাংলাদেশ,
আমাদেরি বাংলা রে!
কোন্‌ দেশের দুর্দশায় মোরা--
সবার অধিক পাইরে দুখ?
কোন্‌ দেশের গৌরবের কথায়-
বেড়ে উঠে মোদের বুক
মোদের পিতৃপিতামহের-
চরণ-ধুলি কোথা রে?
সে আমাদের বাংলাদেশ
আমাদেরই বাংলা রে!


কোন্ দেশে • সত্যেন্দ্রনাথ দত্ত- Download

  • কোন্ দেশে • সত্যেন্দ্রনাথ দত্ত ➜ PDF Download
  • কোন্ দেশে • সত্যেন্দ্রনাথ দত্ত ➜ Image Download

কোন্ দেশে • সত্যেন্দ্রনাথ দত্ত

অন্যান্য কবিতাসমূহ

Related Articles

Stay Connected

0FansLike
3,606FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles