শিশুরা সাধারণতই চটপটে দুরন্ত হয়ে থাকে। তারা নতুন কোন কিছু দেখলেই তার প্রতি আগ্রহ অনুভব করে। সেটা দেখতে চায়, সেটা সম্পর্কে জানতে চায়। সেই বিষয়টা যে তার জন্য ক্ষতির কারণ হতে সেটা তো আর শিশুরা বোঝে না।
এজন্য অনেক সময় অনেক ভাবেই শিশুর হাত, পা বা কোন স্থান কেটে যেতে পারে। শিশু কোনো জায়গা কেটে গেলে দিশেহারা না হয়ে রক্তক্ষরণ বন্ধ করার জন্য সেই কাটা জায়গায় কোনো অ্যান্টিসেপটিক যেমন- ডেটল বা স্যাভলনের সাহায্যে মুছে দিতে হবে। তারপর কোনো জীবাণুমুক্ত কাপড় না পাওয়া গেলে পরিষ্কার পানিতে ক্ষতস্থান ধুয়ে পরিষ্কার কাপড় দিতে ক্ষতস্থান শক্ত করে চেপে ধরতে হবে। সেই সঙ্গে হাতের কাটা জায়গা বুকের লেবেলের একটু উপরে তুলে ধরা চাই। কারণ হৃৎপিণ্ড থেকে ওই স্থানটি উপরে থাকলে ওখানকার রক্তচাপ কমে যাবে ও রক্তপাতের সম্ভাবনা কমে যায়। এরপর চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।
👉 আরো পড়তে পারেন: শিশুদের বুদ্ধি বিকাশের জন্য টিপস
কোনো উঁচু স্থান থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে রক্তপাত হলে এবং শিশু যদি বমি করতে থাকে, ক্রমাগত নীল হয়ে যায় এবং ক্রমশ নির্জীব হয়ে পড়ে বা তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে ফেলে তবে সত্বর তাকে হাসপাতালে বা শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যাবেন। শিশু তখন ভালো থাকলেও যদি পরে খিঁচুনি দেখা দেয়, নাক দিয়ে রক্তক্ষরণ হতে থাকে তবে হাসপাতালে নিয়ে যেতে হবে । শিশুকে চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো ঘুমের ওষুধ কিংবা কোনো অন্টিহিস্টামিন জাতীয় ওষুধ খাওয়াবেন না।