Monday, February 3, 2025

কাজলা দিদি • যতীন্দ্রমোহন বাগচী

কাজলা দিদি • যতীন্দ্রমোহন বাগচী



কাজলা দিদি • যতীন্দ্রমোহন বাগচী

কাজলা দিদি
যতীন্দ্রমোহন বাগচী

বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই-
মাগো, আমার শোলোক-বলা কাজলা-দিদি কই?
পুকুর পাড়ে নেবুর তলে থোকায় থোকায় জোনাই জ্বলে,-
ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে’ রই;
মাগো, আমার কোলের কাছে কাজলা-দিদি কই?
সেদিন হ’তে দিদিকে আর কেনই বা না ডাকো,
দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো?
খাবার খেতে আসি যখন দিদি বলে’ ডাকি তখন
ও- ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো,
আমি ডাকি, তুমি কেন চুপটি করে’ থাকো?

বল্‌ মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে?
কাল যে আমার নতুন ঘরে পুতুল-বিয়ে হবে
দিদির মত ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে--
তুমি তখন একলা ঘরে কেমন করে’ রবে?
আমিও নাই দিদিও নাই -- কেমন মজা হবে!

ভূঁই-চাঁপাতে ভরে’ গেছে শিউলি গাছের তল
মাড়াস নে মা পুকুর থেকে আনতে গিয়ে জল;
দিস না তারে উড়িয়ে মাগো, ছিড়তে গিয়ে ফল;
দিদি এসে শুনবে যখন, বলবি কি মা বল্!

বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই--
এমন সময়, মাগো, আমার কাজলা - দিদি কই?
বেড়ার ধারে, পুকুর পাড়ে বিঝি ডাকে ঝোপে-ঝাড়ে;
নেবুর গন্ধে ঘুম আসে না- তাইতো জেগে’ রই;
রাত হ’ল যে, মাগো, আমার কাজলা-দিদি কই?


কাজলা দিদি • যতীন্দ্রমোহন বাগচী- Download

  • কাজলা দিদি • যতীন্দ্রমোহন বাগচী ➜ PDF Download
  • কাজলা দিদি • যতীন্দ্রমোহন বাগচী ➜ Image Download

কাজলা দিদি, যতীন্দ্রমোহন বাগচী

অন্যান্য কবিতাসমূহ


Related Articles

Stay Connected

0FansLike
3,606FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles