Monday, December 23, 2024

জুমু‘আর দিনের বিশেষ ফযীলতময় ০৬টি কাজ

জুমু‘আর দিনে ছয়টি কাজের বিশেষ ফযীলত

عن أوس بن أوس ؓ قال : قال رسول اللہ ۔ ﷺ ۔ ’’ من غسل یوم الجمعۃ و اغتسل و بکر و ابتکر و مشی و لم یرکب و دنا من الإمام فاستمع و لم یلغ کان لہ بکل خطوۃ عمل سنۃ أجر صیامہا و قیامہا‘‘
رواہ الترمذی فی’’ جامعہ‘‘ برقم (۴۹۶) و قال : حدیث أوس بن أوس حدیث حسن . کتاب الجمعۃ باب ما جاء فی فضل الغسل یوم الجمعۃ وابن ماجہ فی ’’سننہ‘‘ ۲/۱۹ (۱۰۸۷) کتاب اقامۃ الصلاۃ ‘ باب ما جاء فی الغسل یوم الجمعۃ و ہذا لفظہ. قال النووی : اسنادہ جید. وقال ابن حجر : ورواہ احمد وصححہ ابن حبان والحا کم‘ وقال : ان علی شرط الشیخین ‘ قال بعض الأئمۃ لم نسمع فی الشریعۃ حدیثا صحیحا مشتملا علی مثل ہذا اثواب. کذا فی المرقات ۳؍۲۵۶

অর্থ: হযরত আউস ইবনে আউস রাযি. থেকে বর্ণিত তিনি বলেন প্রিয়নবী ﷺ  ইরশাদ করেন যে, “জুমু‘আর দিন যে ব্যক্তি ভাল ভাবে গোসল করবে, নামাযের ওয়াক্ত হওয়ার সাথে সাথে কোন বাহনে না চড়ে পায়ে হেটে মসজিদে গমন করবে, ইমাম সাহেবের নিকটবর্তী স্থানে বসবে, মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করবে এবং (খুতবা চলাকালে) কোন রূপ কথা বার্তা বা কাজে লিপ্ত হবে না, তার জন্য রয়েছে মসজিদে গমনের পথে প্রতি কদমের বিনিময়ে (আল্লাহর পক্ষ থেকে) এক বৎসরের (নফল) রোযা ও এক বৎসরের (নফল) নামাযের ছওয়াব। সূত্র: আবূ দাউদ শরীফ হাদীস নং (৩৪৫) তিরমিযী শরীফ হাদীস নং (৪৯৬) ইবনে মাজাহ শরীফ ২/১৮-১৯ (১০৮৭) ইমাম তিরমিযী রহ. বলেন “এটি হাসান হাদীস।” মুস্তাদরাকে হাকেম ১/২৮২ (১০৪২) বাইহাকী ৩/২২৯ তারগীব ১/২৮৮ (৭৮৯) আল্লামা মুনযিরী রহ. বলেন: হাদীসটিকে ইবনে খুযাইমা, ইবনে হিব্বান, হাকিম প্রমুখ সহীহ বলেছেন। 

ইমাম নববী রহ. বলেন হাদীসটির সনদ ভাল। মুল্লা আলী কারী রহ. জনৈক ইমাম থেকে নকল করেন যে, শরী‘আতের মধ্যে এত অধিক ছাওয়াব সম্বলিত কোন সহীহ হাদীস আমরা শুনিনি। দ্রষ্টব্য: মিরকাত ৩/২৫৬

Related Articles

Stay Connected

0FansLike
3,606FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles