জামাআত ওয়াজিব হওয়ার শর্তসমূহ
- পুরুষ হওয়া; স্ত্রীলোকের উপর জামাআত ওয়াজিব না।
- বালেগ হওয়া; নাবালগের উপর জামাআত ওয়াজিব না।
- আযাদ হওয়া; ক্রীতদাসের উপর জামাআত ওয়াজিব না।
- যাবতীয় ওযর হতে মুক্ত হওয়া; মা’যূরের উপর জামাআত ওয়াজিব না; কিন্ত তাদের জামাআতে নামায পড়া আফযাল। কারণ, জামাআত না পড়লে জামাআতে ছওয়াব হতে মকরূহ থাকবে।
তথ্যসূত্র
- বেহেশতী জেওর • লেখক: হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) • অনুবাদক: হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী (রহ.)