Saturday, September 28, 2024

আব্দুল্লাহ ইবনে মাসুদ (রা.) এর জীবনী আলোচনা করুন।

প্রশ্ন: আব্দুল্লাহ ইবনে মাসুদ (রা.) এর জীবনী আলোচনা করুন। বিষয়: IST-507 : Study of Al-Hadithকোর্স: এমএ ইন ইসলামিক স্টাডিজ (১ম পর্ব)



ভূমিকা

মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর অগণিত সাহাবীর মধ্যে হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) অন্যতম। তিনি ইসলামের খেদমতে কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি বদর যুদ্ধসহ সব যুদ্ধে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সঙ্গী ছিলেন। তাঁর আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, তিনি রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর জুতা বহনকারী সাহাবি হিসেবে খ্যাত ছিলেন। তাঁর বর্ণনা মতে, তিনি ষষ্ঠ নম্বরে ইসলাম গ্রহণ করেন।

আব্দুল্লাহ ইবনে মাসউদ এর জীবনী

আব্দুল্লাহ ইবনে মাসউদ এর জীবনী নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো-

আব্দুল্লাহ ইবনে মাসউদ এর জন্ম

তাঁর নাম আবদুল্লাহ, কুনিয়াত আবু আবদুর রহমান আল হুযালী, পিতার নাম মাসউদ, মাতার নাম ইবনে আবদ। তিনি একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। তিনি হিজরতের প্রায় ২৮ বছর পূর্বে জন্মগ্রহণ করেন। তাঁর বংশ পরম্পরা হলো, আবদুল্লাহ ইবনে মাসউদ ইবনে গাফির ইবনে হাবীব ইবনে শামাখ ইবনে মাখযুম ইবনে সাহেল ইবনে কাহিল ইবনে হারিস ইবনে সাদ ইবনে হুযাইল ইবনে মুদরিক ইবনে ইলিয়াস ইবনে নাজ্জার ইবনে সাদ ইবনে আদনান।দৈহিক গঠনের দিক থেকে তিনি অত্যন্ত হালকা-পাতলা ছিলেন। আর তিনি এত অধিক লম্বা ছিলেন যে, বসলেও সাধারণ মানুষের দাঁড়ানোর সমান দেখা যেত।

আব্দুল্লাহ ইবনে মাসুদ (রা.) এর জীবনী আলোচনা করুন।

আব্দুল্লাহ ইবনে মাসউদ এর ইসলাম গ্রহণ

আব্দুল্লাহ ইবনে মাসউদ এর ইসলাম গ্রহণ সম্পর্কে কয়েকটি অভিমত রয়েছে। মুসতাদরাকে হাকেম ও ইবনে সাদের মতে, মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দারুল আরকামে প্রবেশের পূর্বেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ‘আমি ষষ্ঠ মুসলিম হওয়ার সৌভাগ্য অর্জন করেছি’- এই কথা আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) নিজেই বলতেন। সিয়ারে আলামু নুবালা গ্রন্থকারের মতে, তিনি ১৭তম মুসলমান। ‘আল হাদীস ওয়াল মুহাদ্দিসুন’ গ্রন্থে আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) সাঈদ ইবনে যায়েদ (রা)-এর মুসলমান হওয়ার সময় মুসলমান হন বলে উল্লেখ রয়েছে।

আব্দুল্লাহ ইবনে মাসউদ এর চারিত্রিক মাধুর্য

আব্দুল্লাহ ইবনে মাসউদবাহ্যিক আচরণ এবং চাল-চলনে ছিলেন মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সদৃশ। আর ন্যায় নিষ্ঠা, দক্ষতা ও বিচক্ষণতার এক জীবন্ত প্রতীক। মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাঁর জন্য জান্নাতের সুসংবাদ দান করেন। মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) একদা বলেন, ‘উম্মে আবদের পুত্র তথা আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) আমার উম্মতের জন্য যা পছন্দ করে আমিও তা পছন্দ করি। আর যা সে অপছন্দ করে আমিও তা অপছন্দ করি । তিনি একজন বড় মুহাদ্দিস, ফিকহবিদ ও মুফাসসির ছিলেন। মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাঁর কুরআনের জ্ঞানের সাক্ষ্য দিয়েছেন। তিনি ইরশাদ করেছেন- خُذُوا القرأن من اربعة مِنْ عَبْدِ اللهِ وَسَالِيم مَولى أبي حذيقَةً وَمُعَادٍ وَأَبَى بن كعيب অর্থাৎ, চারজন থেকে কুরআন শিক্ষা কর। তাঁরা হলেন, আবদুল্লাহ ইবনে মাসউদ, সালেম, মুয়ায ও উবাই ইবনে কাব (রা)। বিশেষ করে ফিকহশাস্ত্রে তিনি ছিলেন অদ্বিতীয়।

আব্দুল্লাহ ইবনে মাসউদ এর হিজরত

আব্দুল্লাহ ইবনে মাসউদ ইসলাম গ্রহণের পর মক্কায় প্রকাশ্যে পবিত্র কুরআন তেলাওয়াত করেছিলেন। যার ফলে মক্কার কুরাইশরা ক্ষিপ্ত হয়ে তাঁর প্রতি নির্মমভাবে অত্যাচার নির্যাতন চালায়। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রথমে আবিসিনিয়া পরে মদিনায় হিজরত করেন।

আব্দুল্লাহ ইবনে মাসউদ এর যুদ্ধে অংশগ্রহণ

ইবনে মাসউদ (রা) বদর ও উহুদ যুদ্ধসহ বিভিন্ন যুদ্ধে যুদ্ধে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সঙ্গী হয়ে অংশগ্রহণ করেন। হোনাইন যুদ্ধে তিনি বিশেষ বীরত্ব প্রদর্শন করেন। হযরত ওমর (রা)-এর যুগে সংঘটিত ঐতিহাসিক ইয়ারমুক যুদ্ধেও তিনি অংশগ্রহণ করে ছিলেন।

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর খেদমত

ইসলাম গ্রহণের পর মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাঁকে নিজ পরিবারের মধ্যে শামিল করে নেন। এমনকি তাঁকে তাঁর আপনজনের অন্তর্ভুক্ত করে নেন। নতুন কোনো আগন্তুক আসলে ইবনে মাসউদ (রা)-কে মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর পরিবারের সদস্য মনে করত। তিনি ছিলেন মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -এর বিশেষ খাদেম। রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) অনেক গোপনীয় বিষয় সম্পর্কে ইবনে মাসউদ (রা) এর সাথে আলোচনা করতেন। তিনি ছিলেন মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -এর সফরে সঙ্গী হতে। রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর মিসওয়াক, পাদুকা মুবারক, বিছানা, অযুর পানি ইত্যাদির বিষয়ে আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) দায়িত্ব পালন করতেন। হযরত আবু মুসা আশয়ারী (রা) বলেন, আমি এবং আমার ভাই ইয়েমেন থেকে মক্কায় গিয়ে তাঁকে মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -এর পরিবারভুক্ত লক্ষ্য করেছি।

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আবদুল্লাহ ইবনে মাসউদ রা. সম্পর্কে বলেছেন, ‘যে ব্যক্তি বিশুদ্ধভাবে কুরআন পাঠ করে আনন্দ পেতে চায়, যেমন তা অবতীর্ণ হয়েছে- সে যেন ইবন উম্মু আবদের পাঠের অনুসরণে কুরআন পাঠ করে।’

আব্দুল্লাহ ইবনে মাসউদ এর সরকারি দায়িত্ব পালন

আব্দুল্লাহ ইবনে মাসউদ কে হযরত ওমর (রা) কুফার শিক্ষক নিযুক্ত করেন এবং মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করেন। দ্বিতীয় খলিফা ওমর (রা) কুফাবাসীদের নিকট এ মর্মে পত্র লিখেন যে, আমি তোমাদের নিকট হযরত আম্মারকে আমীর এবং আবদুল্লাহ ইবনে মাসউদ (রা)-কে শিক্ষক ও মন্ত্রী নিযুক্ত করে প্রেরণ করলাম। তাঁরা উভয়ই রাসূলুল্লাহ (স)-এর সম্মানিত সাহাবী এবং বদরী সাহাবী। অতএব তাদের অনুসরণ কর। আর আমি আবদুল্লাহ ইবনে মাসউদ (রা)-কে আমার নিজের ওপর তোমাদের জন্য প্রাধান্য দিয়েছি।

কোনো কোনো বর্ণনা মতে, তাঁকে কুফার প্রধান বিচারপতি ও বায়তুল মালের তত্ত্বাবধায়ক পদে নিযুক্ত করা হয়েছিল। হযরত ওসমান (রা)-এর সময়ও তিনি এ পদে বহাল ছিলেন।

আব্দুল্লাহ ইবনে মাসউদ এর হাদীস বর্ণনা

হাদীসশাস্ত্রে আব্দুল্লাহ ইবনে মাসউদ এর অবদান অনস্বীকার্য। তিনি রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হতে সর্বমোট ৮৪৮টি হাদীস বর্ণনা করেছেন। তন্মধ্যে বুখারী ও মুসলিমে ৬৮, এককভাবে বুখারীতে ২১ আর মুসলিমে ৩৫টি হাদীস লিপিবদ্ধ হয়েছে। হাদীস শিক্ষার ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত আগ্রহী, তীক্ষ্ণ ধীশক্তিসম্পন্ন এবং দুনিয়াবিমুখ ও নবীপ্রেমিক।

আব্দুল্লাহ ইবনে মাসউদ এর ইন্তেকাল

তিনি ৩২ হিজরীতে ৬০-এর অধিক বয়সে মদিনা অথবা কুফা নগরীতে ইন্তেকাল করেন। অধিকাংশের মতে, তিনি মদিনায় ইন্তেকাল করেন। তাঁকে জান্নাতুল বাকীতে কবরস্থ করা হয়।



সম্ভাব্য প্রশ্ন এবং উত্তরসমূহ (এমএ ইন ইসলামিক স্টাডিজ)

• IST-507 : Study of Al-Hadith (Al-Mishkat Al-Masabih: Al-Iman, AlILM and Al-Salat (Selected Hadith) • IST-508 : Principles and History of Hadith literature • IST-509 : Muslim Personal Law and Law of Inheritance in Islam • IST-510 : Banking and Insurance in Islam • IST-511 : Study of Religions (Islam, Buddhism, Hinduism, Judaism, Christianity) • IST-512 : Muslim Contribution to science and technology

Related Articles

Stay Connected

0FansLike
3,606FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles