Monday, July 1, 2024
Homeশিক্ষাপৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় ইসলামী ব্যাংকসমূহ

পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় ইসলামী ব্যাংকসমূহ

নিম্নে বিশ্বের বিভিন্ন দেশে বড় বড় ইসলামি ব্যাংকের একটি তালিকা দেওয়া হল-

১. ইসলামি উন্নয়ন ব্যাংক জিদ্দাহ – ১৯৭৫

২. দুবাই ইসলামি ব্যাংক, ইউনাইটেড আর আমিরাত – ১৯৭৫

৩. কুয়েত ফাইন্যান্স হাউজ, সিফাত, কুয়েত – ১৯৭৭

8. ফয়সাল ইসলামি ব্যাংক, খারতুম, সুদান – ১৯৭৭

৫. নাসের সোল্যাল ব্যাংক, কায়রো, মিশর – ১৯৭৭

৬. ফয়সাল ইসলামি ব্যাংক, কায়রো, মিশর – ১৯৭৭

৭. ইসলামিক ইন্টাশ্যাশনাল ব্যাংক ফর ইনভেষ্টমেন্ট এন্ড ডিভেলপমেন্ট – ১৯৮০

৮. ব্রানসেস অভ ইসলামি ব্যাংক, কায়রো, ১৯৮০

৯. জর্দান ইসলামি ব্যাংক ফর ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট – ১৯৮০

১০. ইসলামিক ইনভেস্টমেন্ট হাউস, আম্মান, জর্দান – ১৯৮১

১১. বাহরাইন ইসলামি ব্যাংক, মানামা, বাহরাইন – ১৯৮১

১২. বাহরাইন ইসলামিক ইনভেস্টমেন্ট কোম্পানী, মানামা, বাহরাইন – ১৯৮১

১৩. দারুল মাল-আল ইসলাম, বাহামা – ১৯৮০

১৪. ইসলামিক ইনভেস্টমেন্ট কোম্পানী লিমিটিড, বাহামা – ১৯৭৯

১৫. ইসলামিক এক্সচেঞ্জ এন্ড ইনভেষ্টমেন্ট কোম্পানী, দোহা, কাতার – ১৯৭৯

১৬. কাতার ইসলামি ব্যাংক, কাতার – ১৯৭৮

১৭. ইসলামিক ব্যাংকিং সিস্টেম, কুক্সেমবার্গ – ১৯৭৮

১৮. ইরানীয়ান ইসলামি ব্যাংক, তেহরান, ইরান – ১৯৭৯

১৯. ন্যাশনাল ইনভেস্টমেন্ট ট্রাস্ট, পাকিস্তান – ১৯৭৯

২০. হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন, পাকিস্তান – ১৯৭৯

২১. পাকিস্তান ব্যাংকারস ইকোয়ালিটি কর্পোরেশন, করাচী, পাকিস্তান – ১৯৭৯

২২. ইসলামিক মুদারাবা কোম্পানী, পাকিস্তান – ১৯৮০

২৩. ন্যাশনাল কমার্শিয়াল ব্যাংক, পিএলস, পাকিস্তান – ১৯৮১

২৪. ইসলামিক ইনভেস্টমেন্ট কোম্পানী লিমিটেড, সুইজারল্যান্ড – ১৯৭৯

২৫. পাকিস্তান ইভেস্টমেন্ট কর্পোরেশন, করাচী, পাকিস্তান – ১৯৭৯

২৬. দারুল মাল আল ইসলামি, জেনেভা, সুইজারল্যান্ড – ১৯৮০

২৭. আরব ইসলামি ইনভেস্টমেন্ট কোম্পানী, আরব আমিরাত, দুবাই – ১৯৮০

২৮. ইসলামিক ফাইন্যান্স হাউজ, ইংল্যান্ড – ১৯৮২

২৯. ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ঢাকা – ১৯৮৩

৩০. ব্যাংক ইসলাম বারহাদ, মালয়েশিয়া – ১৯৮৩

৩১. আল বারাকা ব্যঅংক বাংলাদেশ, ঢাকা – ১৯৮৭

৩২. শরীআ ইনভেস্টমেন্ট সার্ভিসেস, জেনেভা – ১৯৮০

৩৩. ইসলামিক ফাইন্যান্স হাউস, লন্ডন – ১৯৮০

৩৪. কিবরিজ ইসলামি ব্যঅংক, নিকোশিয়া – ১৯৮০

৩৫. ইসলামং ব্যাংক ইন্টারন্যাশনাল, ডেনমার্ক, কোপেনহেগেন – ১৯৮৩

৩৬. লিফিপাইন আমানা ব্যাংক, জামবুয়াংগা সিটি – ১৯৮২

৩৭. শারজাহ ইনভেস্টমেন্ট করপোরেশন, জেনেভা – ১৯৮০

৩৮. আল বারাকা ব্যাংক, খারতুম – ১৯৮২

৩৯. আল বারাকা ইনভেস্টমেন্ট ডিভেলপমেন্ট কর্পোরেশন জেদ্দাহ

৪০. ইসলামি ইনভেস্টমেন্ট কোম্পানী, শারজাহ, আরব আমিরাত – ১৯৮০

৪১. ইসলামি ইনভেস্টমেন্ট কোম্পানী অভ সুদান, সুদান – ১৯৮০

৪২. আল বারাকা ইসলামিক ব্যাংক, বাহরাইন – ১৯৮৪

৪৩. ইসলামি ইনভেস্টমেন্ট এন্ড রি-ইনভেস্টমেন্ট কোম্পানী, বাহরাইন – ১৯৮৪

৪৪. ফয়সাল ইসলামি ব্যাংক এন্ড নাইজার, মিয়ামী – ১৯৮৪

৪৫. ফয়সাল ইসলামি ব্যাংক অভ গিণি, কোনার্কী – ১৯৮৪

৪৬. আল বারাকা ব্যংক অভ টার্কী, ইস্তাম্বুল – ১৯৮৫

৪৭. খাতুম ইসলামি ব্যাংক, জেদ্দাহ – ১৯৮৪

৪৮. ইউরোপিয়ান ইসলামি ব্যাংক, সুইজারল্যান্ড,

৪৯. আঙ্কারা এন্ড ইস্তাম্বুল ইসলামি ব্যাংক, টার্কী

৫০. ইসলামি ইনভেস্টমেন্ট কোম্পানী অভ অস্ট্রালিয়া, মেলবোর্ন

৫১. ইসলামি ব্যাংক সিঙ্গাপুর, সিঙ্গাপুর

৫২. ফালাহ ইনভেস্টেমেন্ট লিমিটেড, বোম্বাই, ইন্ডিয়া।

৫৩. ইত্তেফাক ইনভেস্টমেন্ট লিমিটেড, বোম্বাই, ইন্ডিয়া।

x

tiltony.com
tiltony.comhttp://www.tiltony.com
তিলটনি.কম একটি বাংলা ব্লগ সাইট। সঠিক, নির্ভরযোগ্য ও পূর্ণ তথ্য সমৃদ্ধ কনটেন্ট প্রকাশ করার উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে ওয়েবসাইটটি।বিজ্ঞান ও প্রযুক্তি ‣ শিক্ষা ‣ স্বাস্থ্য ‣ জীবনযাপন ‣ পাঁচমিশালি ‣ অন্যান্য প্রয়োজনীয় তথ্য ও সংবাদ পেতে ভিজিট করুন।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments