নেককার মহিলাদের কাহিনী • হযরত সাফিয়া
মহান আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য নবী-রাসুল দুনিয়াতে প্রেরণ করেছেন মানুষের হেদায়াতের জন্য। তাদের একত্ববাদের দাওয়াত ও শিক্ষা দেয়ার দায়িত্ব দিয়ে আল্লাহ তায়ালা দুনিয়াতে প্রেরণ করেছিলেন। ঠিক তেমিনভাবে অনেক নেককার মহিলাও দুনিয়াতে প্রেরণ করেছেন। তাদের মধ্যেও আল্লাহ তায়ালা অসংখ্য মুজিজা দিয়েছিলেন। যেগুলো থেকে শিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে। এখানে তেমনিভাবে আল্লাহর কিছু প্রিয় নেককার মহিলাদের কাহিনী ও তাদের শিক্ষা তুলে ধরা হলো।
হযরত সাফিয়া
হযরত সাফিয়া নবী করীমের বিবি। খয়বরের জিহাদে তিনি মুসলমানদের হস্তে বন্দি হন। তিনি এক ছাহাবীর বাঁদীরূপে ছিলেন। রাসূলুল্লাহ্ তাঁকে আযাদ করে বিবাহ করেন। তিনি হযরত হারুণ (আঃ)-এর খান্দানের লোক ছিলেন। তাঁর জীবনের বহু ঘটনা থেকে তাঁর প্রখর বুদ্ধি ও সহনশীলতার পরিচয় মিলে।
হযরত সাফিয়ার এক বাঁদী একদা হযরত ওমর (রাঃ)-এর নিকট নালিশ করলো। সে চোগলখুরী করে বললো, শনিবারের সাথে এখনও তার মহব্বত বর্তমান। শনিবার ইহুদীদের নিকট মহা সম্মানিত ও পবিত্র দিন। অর্থাৎ, হযরত সাফিয়া এখনও পুরা মুসলমান হননি। ইহুদী মাযহাবের প্রভাব এখনও তাঁর উপর বাকী রয়েছে। দ্বিতীয়ত, এখনও ইহুদীদের সাথে তাঁর আদান-প্রদান রয়েছে।
হযরত ওমর (রাঃ) হযরত সাফিয়াকে ডাকেন এবং এইসব বিষয় জিজ্ঞাসা করলেন। উত্তরে হযরত সাফিয়া বললেন, প্রথম কথাটি বিলকুল (ডাহা) মিথ্যা। যেহেতু আমি মুসলমান হয়েছি। আমাদের জন্য আল্লাহ্ তা’আলা শুক্রবার দিয়েছেন, তাই এখন শনিবারের প্রতি আমার কোনও আকর্ষণ নাই। আর দ্বিতীয় কথাটি সত্য। যেহেতু ঐসব লোক আমার অত্মীয় ছিল। তাদের সাথে নেক ব্যবহার করা শরীয়াত বিরোধী নয়।
অতঃপর বাঁদীকে হযরত ওমর (রাঃ) জিজ্ঞাসা করলেন—তোমাকে মিথ্যা চোগলী করতে কে বলেছে? সে উত্তর করলো, ইবলীস্ শয়তান। এরপর হযরত োফিয়া উক্ত বাঁদীকে আযাদ করে দিলেন। কোন জোর জবরদস্তি বা গালিগালাজ করলেন না। এই ঘটনা থেকে আমরা এই শিক্ষাই পাচ্ছি যে, কোন চাকর-চাকরাণী কোন অন্যায় কাজ করলে সেটা যদি অসহ্য হয়, তবে তার উপর জোর যুলুম না করে, গালাগালি না করে তাকে বিদায় দেয়াই শ্রেয়।
নেককার মহিলাদের কাহিনী ও তাদের জীবনী
• হযরত হাওয়া (আঃ) • হযরত সারা (আঃ) • হযরত হাজেরা (আঃ) • হযরত ইসমাঈল (আঃ)-এর বিবি • বাদশাহ্ নমরুদের কন্যা • আইয়ূব নবীর স্ত্রী বিবি রহিমা • হযরত ইউসুফ (আঃ)-এর খালা • হযরত মূসা (আঃ)-এর মাতা • হযরত মূসা (আঃ)-এর বোন • হযরত মূসা (আঃ)-এর বিবি ছফুরা • হযরত বিবি আছিয়া • ফেরাউনের কন্যা ও বাঁদী • হযরত মূসার এক বৃদ্ধা লস্কর • হাইসূরের ভগ্নী • হযরত বিলকিস • বনি-ইসরাইলের এক দাসী • বনি-ইসরাইলের এক বুদ্ধিমতী নারী • হযরত বিবি মারইয়াম • হযরত খাদিজা • হযরত সওদা • হযরত আয়েশা ছিদ্দীকা • হযরত হাফসা • হযরত যয়নব বিনতে জাহাশ • হযরত যোয়ায়রিয়াহ • হযরত মায়মুনাহ • হযরত সাফিয়া • হযরত যয়নব • হযরত রোকেয়া • হযরত উম্মে কুলসুম • হযরত ফাতেমা (রাঃ) • হযরত হালিমা সাদিয়া •
তথ্যসূত্র
- বেহেশতী জেওর • লেখক: হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) • অনুবাদক: হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী (রহ.)